মাথায় টুপি, জোব্বা-পান্জাবী-মস্ত আস্তিক?
তবে কি নাস্তিক উলংগ ঘোরে রাস্তায়-পথে?
আমি বেশ্যার দালালের মাথায় দেখেছি আস্ত সাদা টুপি,
গায়ে হাটু উপচে পরা পান্জাবী,
এক বিঘত দাড়ি,
গায়ে ভুর-ভুরে আতরের গন্ধ,
কপালে কায়েম করা সালাতের মোহর অংকিত চিহ্ন।
==============================================
এক বিশেষ শ্রেনীর আস্তিকদের প্রতি।
ধর্ম মানে শান্তির পথ। আমি ঈশ্বরে বিশ্বাসী; আমি মানি মহাশক্তি নিয়ন্ত্রন করে এই মহাবিশ্বকে। আমি মানি ধর্ম ব্যক্তিগত বিশ্বাস। শুধু আমি আস্তিক, বাকি সব রসাতলে গ্যালো; মুসলমানের ঘরে জন্ম আর সুন্নতে খাৎনা করে ২/৪টে গরু-পাঠার বিলি ব্যাবস্থা-ই বেহেশতের টিকেট নয়। আগে মানবতা।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



