শান্তিকমিটির অন্যতম প্রধান সংগঠক, জামাতে ইসলামী বাংলাদেশের একসময়কার ভারপ্রাপ্ত আমীর আব্বাস আলী খান স্বাধীনতা যুদ্ধের সময় মূলত: রাজাকারবাহিনীর কর্মকাণ্ড পরিচালনা করতেন। '৭১ এর ঘাতক ও দালালরা কে কোথায়' বইটি হতে আব্বাস আলী খান সম্পর্কে অংশবিশেষ দেয়া হলো।
২৫ জুন ১৯৭১। পূর্বদেশ পত্রিকার সংবাদে উল্লেখ করা হয়, ''বগুড়া জেলার জয়পুরহাট মহকুমায় আব্বাস আলী খানের নেতৃত্বে পনের সদস্য বিশিষ্ট রাজাকার কমিটি গঠন করা হয়েছে।''
১৪ আগস্ট ১৯৭১। পাকিস্তানের আজাদী দিবসে আব্বাস আলী খান বলে, ''রাজাকাররা বিচ্ছিন্নতাবাদীদের সমূলে ধ্বংস করতে জান কোরবান করতে বদ্ধপরিকর।''
২৪ সেপ্টেম্বর ১৯৭১। তেজগাঁও থানা শান্তিকমিটির সংবর্ধনায় আব্বাস আলী বলে, ''পাকিস্তানকে অস্ত্রবলে ধ্বংস করার সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়ে ভারত এর আদর্শিক মূলে আঘাত হেনেছে। এ সংকট মুহূর্তে প্রত্যেকটি পাকিস্তানি নাগরিককে পাকিস্তানি ও মুসলমান হিসেবে চিন্তা করতে হবে।''
১০ অক্টোবর ১৯৭১। বগুড়া জেলা শান্তিকমিটি ও জেলা জামাতে ইসলামীর সংবর্ধনায় আব্বাস বলে, ''পাকিস্তানের মাটি থেকে দুষ্কৃতকারী (মুক্তিযোদ্ধা) ও ভারতীয় চরদের সম্পূর্ণভাবে নিধনের জন্য রাজাকারদের এগিয়ে আসতে হবে।''
৮ নভেম্বর ১৯৭১। লাহোরে জামাতে ইসলামীর জনসভায় আব্বাস বলে, ''পূর্ব পাকিস্তানের রাজাকারবাহিনী, আলবদরবাহিনী প্রমাণ করে দিয়েছে যে মুসলমান দুষ্কৃতকারীদের (মুক্তিযোদ্ধা) ভয় করে না, আল্লাহকে ভয় করে।''
১৬ নভেম্বর ১৯৭১। চাঁদপুরের শান্তিকমিটির সভায় আব্বাস বলে, ''পাকিস্তান চিরকাল অক্ষয় থাকবে। এর শত্রুদের (মুক্তিযোদ্ধা) চিরতরে ধ্বংস করা আপনাদের দায়িত্ব।''
২৫ নভেম্বর ১৯৭১। এক বিবৃতিতে আব্বাস আলী খান বলে, ''তথাকথিত মুক্তিবাহিনীর ছদ্মবেশে ভারতীয় সেনবাহিনী নির্লজ্জ হামলা শুরু করেছে। এসময় প্রতিটি পাকিস্তানি জওয়ানদের হাতকে শক্তিশালী করা প্রতিটি নাগরিকের কর্তব্য। মুক্তিযোদ্ধাদের নির্মূল করতে পাকিস্তানি সেনাবাহিনী ও শান্তিবাহিনীকে সহায়তা করুন।''
৬ ডিসেম্বর ১৯৭১। ঢাকা বেতার থেকে এক ভাষণে আব্বাস বলে, ''বিশৃঙ্খলা সৃষ্টিকারী, হিন্দুস্তান অথবা তথাকথিত বাংলাদেশের সপক্ষে প্রচারণাকারীরা আমাদের দুশমন। প্রথম সুযোগেই তাদের বিষদাঁত ভেঙ্গে দিন। আমাদের রাজাকার, আলবদর, আলশামস প্রভৃতি বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশরক্ষার কাজে নেমে পড়ুন। আমীন...আল্লাহ আকবর...পাকিস্তান পায়েন্দাবাদ।''
১৯৭৬ সালে আব্বাস আলী খানের লিখিত গ্রন্থ 'স্মৃতি সাগরের ঢেউ'-এর প্রথম অনুচ্ছেদে লেখে, ''দুর্ভাগ্য অথাব সৌভাগ্যই বলুন, মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সংকীর্ণ গণ্ডির মধ্যে ৬৭৯ দিন কাটিয়েছি। সেটাকে আমি সৌভাগ্যই বলব।
আলোচিত ব্লগ
হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই

ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে সত্যের বজ্রনিনাদে সোচ্চার হওয়ার কারণেই খুন হতে হয়েছে দেশপ্রেমিক আবরার ফাহাদকে। সেদিন আবরারের রক্তে লাল হয়েছিল বুয়েটের পবিত্র... ...বাকিটুকু পড়ুন
রাজাকারের বিয়াইন

শহীদুল ইসলাম প্রামানিক
রাজাকারের বিয়াইন তিনি
মুক্তিযোদ্ধার সন্তান
ওদের সাথে দুস্তি করায়
যায় না রে সম্মান?
কিন্তু যদি মুক্তিযোদ্ধাও
বিপক্ষতে যায়
রাজাকারের ধুয়া তুলে
আচ্ছা পেটন খায়।
রাজাকাররা বিয়াই হলে
নয়তো তখন দুষি
মেয়ের শ্বশুর হওয়ার ফলে
মুক্তিযোদ্ধাও খুশি।
রচনা কালঃ ১৮-০৪-২০১৪ইং... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন
সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।