somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"এই ঘৃণিত অপরাধীর জন্য কি ফাঁসিই যথেষ্ট ? পতাকা ওড়ানোর কিংবা স্লোগান দেয়ার অপরাধে শহীদ মানুষ গুলোর পরিবার কতটুকু সান্ত্বনা পাবে শুধু তারাই জানে . ."

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"কাঁদো কাঁদো তুমি মানুষের দল তোমার শরীর ক্ষত দিয়ে ঢাকা,
জননীর কোলে আধপেটা শিশু একেমন বাঁচা, বেঁচে মরে থাকা। "



আমি প্রবল ভাবে আশা করব রাজাকার কাদের মোল্লা কে নিয়ে এটাই যেন হয় আমার শেষ লেখা .....

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকার মিরপুর এলাকার স্থানীয় বাঙালিদের কাছে ‘জল্লাদ’ ও ‘কসাই’ নামে পরিচিত ছিলেন। শিয়ালবাড়ী ও রূপনগরসহ সমগ্র মিরপুর এলাকায় হাজার হাজার বাঙালি হত্যার প্রধান নায়ক ছিলেন কাদের মোল্লা। স্বাধীনতার পর দেশের অন্যতম বৃহৎ গণকবর আবিষ্কৃত হয় মিরপুরের শিয়ালবাড়ীতে। ’৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই অসহযোগ আন্দোলনের সময়ই কাদের মোল্লার নেতৃত্বে মিরপুরে বাঙালি হত্যাযজ্ঞ শুরু হয়

প্রথমে একটা গল্প শোনাই
আবুল আহসান একাত্তরে তিনি মিরপুরের শাহ আলী একাডেমি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়তেন। তাঁদের পরিবার তখন মিরপুরে থাকত। তাঁর বাবা ছিলেন সাংবাদিক, সাহিত্যিক ও আইনজীবী। তিনি (তালেব) আজাদ, ইত্তেফাক, সংবাদ, মর্নিং নিউজ, পয়গাম, ইত্তেহাদসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন। তিনি একাত্তরে পয়গাম পত্রিকার খণ্ডকালীন ফিচার সম্পাদক ছিলেন এবং এবং বিএনআর নামের একটি ল ফার্মে কাজ করতেন।
সত্তরের নির্বাচনে মিরপুরে জামায়াতের প্রার্থী গোলাম আযমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন কাদের মোল্লা। নির্বাচনে পরাজিত পক্ষ কাদের মোল্লার নেতৃত্বে একাত্তরের ২৫ মার্চের পর নানা ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। ২৩ মার্চ ছিল পাকিস্তান দিবস, কিন্তু বাঙালিরা সেদিন বাংলাদেশ দিবস পালন করে। দেশের অন্যান্য স্থানের মতো তাঁরাও সেদিন মিরপুরের বাংলা স্কুলে পাকিস্তানের পতাকা নামিয়ে একটি কালো পতাকা ও একটি বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন করেন। ওই দিন রাতে বাংলা স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক সৈয়দ কাইয়ূম তাঁদের বাড়ি থেকে নিজ বাসায় যাওয়ার পর রাত আড়াইটা-তিনটার দিকে তিন-চারজন দরজা ভেঙে তাঁর বাসায় ঢোকে। ‘স্বাধীন বাংলার পতাকা কেন উড়াইছিস’—এ কথা বলে তারা ওই শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তিনি প্রাণ বাঁচাতে ওই অবস্থায় দৌড় দিয়ে রাস্তায় পড়ে যান এবং একজন বাঙালি তাঁকে রক্ষা করে তাঁদের বাড়িতে নিয়ে যান।
আবুল আহসান বলেন, মিরপুর রাড্ডা বর্ণেন হাসপাতাল থেকে একজন চিকিৎসক এনে কাইয়ূমের প্রাথমিক চিকিৎসা করানো হয়। চিকিৎসকের পরামর্শে তাঁর বাবা পরদিন সকালে কাইয়ূমকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান। পরে তাঁর বাবা বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে ঘটনাটি তাঁকে জানান। ২৭ মার্চ তাঁর বাবা দৈনিক ইত্তেফাক কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার খবর শুনে সাবেক সহকর্মীদের দেখতে সেখানে গিয়ে কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখেন। ২৯ মার্চ শান্তিনগরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তিনি বলেন, গাড়ি ও টাকা আনতে মিরপুরের বাড়িতে যাবেন। এরপর ল ফার্মের দিকে যাওয়ার সময় তাঁর সঙ্গে ইত্তেফাক-এর তৎকালীন প্রধান হিসাবরক্ষক অবাঙালি আবদুল হালিমের দেখা হয়। হালিম তাঁর বাবাকে মিরপুরে নিয়ে কাদের মোল্লার কাছে হস্তান্তর করেন। এরপর কাদের মোল্লা ও তাঁর কয়েকজন সহযোগীর উপস্থিতিতে তাঁর বাবাকে মিরপুর ১০ নম্বর জল্লাদখানায় নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়।
আবুল আহসান বলেন, ‘বাবার মৃত্যুর পর পরিবারে উপার্জনক্ষম কেউ ছিল না। আমি চকবাজার থেকে চা পাতা কিনে ফেরি করতাম। ওই সময় চকবাজারে আমাদের অবাঙালি গাড়িচালক নিজামের সঙ্গে দেখা হয়। তাঁর কাছে জানতে পারি, মিরপুরে কাদের মোল্লার নেতৃত্বে ব্যাপক হত্যাযজ্ঞ হয়েছে। গাবতলী, টেকনিক্যাল থেকে বাঙালিদের ধরে এনে শিয়ালবাড়ি, মুসলিমবাজার বধ্যভূমি ও জল্লাদখানায় এনে বাঙালিদের হত্যা করা হয়।’

১৯৭১ এর ৫ এপ্রিল ঘাতক আখতার গাছে ঝোলানো পল্লবের বুকে পরপর ৫টি গুলি করেন। পল্লবকে গুলি করে হত্যার পরও কাদের মোল্লা ও তার সহযোগীরা তার লাশ দুইদিন গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল মানুষকে ভীতসন্ত্র¯ক্স করার জন্য। এরপর ঘাতকরা পল্লবের লাশ মিরপুর ১২ নং সেকশনে কালাপানি ঝিলের পাশে আরো ৭ জনের লাশের সঙ্গে মাটি চাপা দেয়।

১৯৭১ সালে মিরপুরে কাদের মোল্লার দুষ্কর্মের অপর এক প্রত্যক্ষদর্শী মো. শহিদুর রহমান চৌধুরী জানান, ’৭১ সালের অক্টোবরে কাদের মোল্লার নেতৃত্বে রাজাকাররা মিরপুর ৬ নম্বর সেকশনে মহিলা কবি মেহেরুন্নেসাকে নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ঘটনা দেখে সেই বাড়ির সিরাজ নামে এক ব্যক্তি তখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন, তিনি এখনো একইরকম আছেন।

মুক্তিযুদ্ধ শুরুর আগে ১৯৭১ সালের ৬ মার্চ মিরপুর ১২ নং সেকশনের সিরামিক ইন্ডাস্ট্রিজের গেটের সামনে ৭ মার্চকে সামনে রেখে স্বাধীনতাকামী জনতার একটি সভা হয়। সেই সভায় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ সোগান দিলে কাদের মোল্লার নেতৃত্বে তার সহযোগীরা ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে তলোয়ার, দা ও অন্যান্য ধারালো অস্ত্র হাতে সভায় হামলা চালিয়ে বহু মানুষকে আহত করে।

এটাতো কেবল শুরু এই নর পিশাচের অপরাধের বিবরণ আমার দেয়ার সাধ্য নাই তবু লোকটার বিকৃত মানসিকতার প্রমাণের জন্য এটুকুই যথেষ্ট

এই ঘৃণিত অপরাধীর জন্য কি ফাঁসিই যথেষ্ট ? পতাকা ওড়ানোর অপরাধে কিংবা স্লোগান দেয়ার অপরাধে শহীদ মানুষ গুলোর পরিবার কতটুকু সান্ত্বনা পাবে শুধু তারাই জানে . . .

শত শত চোখ আকাশটা দেখে, শত শত শত মানুষের দল,
যশোর রোডের দুধারে বসত বাঁশের ছাউনি কাদামাটি জল।
কাদামাটি মাখা মানুষের দল, গাদাগাদি করে আকাশটা দেখে,
আকাশে বসত মরা ইশ্বর, নালিশ জানাবে ওরা বল কাকে।
ঘরহীন ওরা ঘুম নেই চোখে, যুদ্ধে ছিন্ন ঘর বাড়ী দেশ,
মাথার ভিতরে বোমারু বিমান, এই কালোরাত কবে হবে শেষ।
শত শত মুখ হায় একাত্তর যশোর রোড যে কত কথা বলে,
এত মরা মুখ আধমরা পায়ে পূর্ব বাংলা কোলকাতা চলে।
সময় চলেছে রাজপথ ধরে যশোর রোডেতে মানুষ মিছিল,
সেপ্টেম্বর হায় একাত্তর, গরুগাড়ী কাদা রাস্তা পিছিল
লক্ষ মানুষ ভাত চেয়ে মরে, লক্ষ মানুষ শোকে ভেসে যায়,
ঘরহীন ভাসে শত শত লোক লক্ষ জননী পাগলের প্রায়।
রিফিউজি ঘরে খিদে পাওয়া শিশু, পেটগুলো সব ফুলে ফেঁপে ওঠে
এইটুকু শিশু এতবড় চোখ দিশেহারা মা কারকাছে ছোটে।
সেপ্টেম্বর হায় একাত্তর, এত এত শুধু মানুষের মুখ,
যুদ্ধ মৃত্যু তবুও স্বপ্ন ফসলের মাঠ ফেলে আসা সুখ ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে কোন প্রজন্ম সবচেয়ে দুর্নীতিগ্রস্ত? ১৯৭১ থেকে একটি সংক্ষিপ্ত ভাবনা

লিখেছেন মুনতাসির, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪৩

বাংলাদেশে দুর্নীতির প্রশ্নটি প্রায়ই ব্যক্তি বা দলের দিকে ছুড়ে দেওয়া হয়। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায়, এটি অনেক বেশি প্রজন্মভিত্তিক রাজনৈতিক - অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত। ১৯৭১ এর পর... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৭



আমাদের ব্রেইন বা মস্তিষ্ক কিভাবে কাজ করে লেখাটি সে বিষয়ে। এখানে এক শিম্পাঞ্জির কথা উদাহরণ হিসেবে টেনেছি মাত্র।

ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে... ...বাকিটুকু পড়ুন

ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১৫


((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন

=আকাশে তাকিয়ে ডাকি আল্লাহকে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০১


জীবনে দুঃখ... আসলে নেমে
শান্তি গেলে থেমে;
আমি বারান্দায় দাঁড়িয়ে হই উর্ধ্বমুখী,
আল্লাহকে বলি সব খুলে, কমে যায় কষ্টের ঝুঁকি।

আমি আল্লাহকে বলি আকাশে চেয়ে,
জীবন নাজেহাল প্রভু দুনিয়ায় কিঞ্চিত কষ্ট পেয়ে;
দূর করে দাও সব... ...বাকিটুকু পড়ুন

আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?

লিখেছেন তানভির জুমার, ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৩



৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন

×