![]()
ছাত্রঃ
ভাইয়া গণজাগরণ মঞ্চ তো সফল।
আমিঃ
কিসের গাঞ্জাগরণ, কিসের সফল, নাস্তিক পলাপাইনরা হারাদিন নাইচ্যা কুইদ্যা ফ্রি ফ্রি বিরনী খাইয়া আমার গুষ্ঠি উদ্ধার করসে। সফল হচ্ছে হেফাজতে ইসলামের মুজাহিদদের আন্দোলন।
নাস্তিকদের ঝাটিয়ে বিদায় করেছে।
ছাত্রঃ
ভাইয়া, শুধু শুধু নাস্তিক টার্মটা ব্যবহার করবেন না। শফিক রেহমান আর ফরহাদ মাজাহারের মত নাস্তিকদের নিয়া আপনারা "নাস্তিকতা বিরোধী ইসলামী আন্দোলন" করেন।
আমরা কি বুঝি না, কার পারপাস সাভ করতেসেন আপনারা......
আমিঃ
যাই হোক, তোমার আজকে এত দিন পরে কেন মনে হইল গণজাগরণ মঞ্চ সফল ?
কাদের মোল্লার ফাঁসীর রায়ের কারণে ??
তুমি কি জানো এই কাদের মোল্লা একাত্তরের কাদের মোল্লা না ?
ছাত্রঃ
হ্যা ভাইয়া মনে আছে, কাদেরের রায়ের পর আওয়ামীলীগের এম পি গোলাম মাওলা রনি বলেছিলেন এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা না, তবে এইখানেই শেষ না।
সাইদীর ফাঁসির রায়ের পর ড. আসিফ নজরুল বলাছিলেন এই সাইদী সেই সাইদী না। গুঞ্জন আছে সাকা চৌধুরীও নাকি সেই সালাউদ্দিন কাদের না।
খুবই ভালো কথা, কিন্তু ভাইয়া সমস্যাটা হলো এই কথা গুলো কিন্তু আদালতে ঐসব ব্যাক্তিবর্গের আইনজীবীরা একবারও বলেন না। শুধু আপনাদের মত কিছু লোকজনের কাছেই এরকম অদ্ভুত কথা শুনি।
আমিঃ
একটা রায় তোমাদের পছন্দ হইলো না তোমরা আইন চেঞ্জ করলা,
তারপর সেই আইনে নিরপরাধ মানুষটার বিচার করলা।
আর সেটা নিয়া এত বীরত্ব !!!
ছাত্রঃ
ভাইয়া আইনের বিশ্লেষণে আমি যাবো না,
কিন্তু যেই লোকটা হাজার হাজার মানুষকে প্রকাশ্যে হত্যা করলো। বিভিন্ন জায়গায়
দম্ভ ভরে স্বীকার করল কৃতকর্ম। যার খুনের একাধিক চাক্ষুষ সাক্ষী আছে, যার ধর্ষণের বীজ নিয়ে আজও নির্যাতিতা বেঁচে আছে।
এই স্বাধীন রাষ্ট্র কি শহীদ পরিবারদের দিকটা একবার দেখবে না ?
সব মানবাধিকার শুধু খুনিদের ??
এটাই কি আপনাদের শিক্ষা ?
আর আজ যদি আপিলে কাদের মোল্লা বেকসুর খালাস পেত,
আপনার কি মনে হয় সে এই রাষ্ট্র, রাষ্ট্রের আইন,
মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল হতো। ??
কক্ষনো না,
তবে এটা আমি বুঝি আপনি বুঝবেন সেটা আমি আশাও করি না।
আমিঃ
এই আন্দোলনে আমিও থাকতাম, যদি রাজনীতি না থাকতো।
দেশে কি শুধু একটা সমস্যা ?
সীমান্তে হত্যা, পদ্মা সেতু, সাগর-রুনি, ইলিয়াস আলী, বিশ্বজিৎ, চাইলের দাম, তেলের দাম........ আরও অনেক কিছু।
এগুলা নিয়া কথা বললে শাহবাগ যাইতাম
ছাত্রঃ
জি না ভাইজান, আপনি যাইতেন না
আজকে মানুষ সীমান্ত হত্যা নিয়া মাঠে নামলে আপনি আপনার টুপি খানা উল্টা কইরা পইরা বলতেন দেশে কি শুধু একটা সমস্যা ?
পদ্মা সেতু, সাগর-রুনি, ইলিয়াস আলী, বিশ্বজিৎ,চাইলের দাম, তেলের দাম আর রাজাকার তো আছেই.....
শুধু ব্যাক্তি স্বার্থে আপনার জেনে বুঝে আন্দোলনের বিরোধিতা করছেন।
শাহবাগ আন্দোলনের ভুমিকা কি তার উত্তর ইতিহাস দেবে । শাহবাগ যোদ্ধারা ইতিহাসে স্থান করে নিয়েছেন। এই আন্দোলন নিয়ে গবেষণা হবে,পাঠ্য বইয়ে স্থান নেবে শাহবাগ।
বরং প্রস্তুতি নিন, আপনার নাতি নাতনীদের নিজের ভুমিকা নিয়ে কী বলবেন?
ওরা আপনাকে ঠিকই জিজ্ঞেস করবে,
সে সময় তুমি কী করেছিলে ?
আমিঃ
দেখো, এখানে ইমোশনাল হবার কিছু নাই,
দেশ আর ধর্মের মাঝে আমি ধর্মকে বেছে নিয়েছি।
সবার আগে ইসলাম,
হিন্দু আর নাস্তিকদের আন্দোলনকে সমর্থন দিয়ে হাশরের ময়দানে আল্লাহ্র সামনে আমি দাঁড়াতে পারবো না।
ছাত্রঃ
সেটাই ভাইয়া,
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আমাদের মুকিযোদ্ধারা ছিল নাস্তিক আর হিন্দু (সংগ্রাম ৩ আগস্ট)।
আমাদের মেয়েরা ছিল গনিমতের মাল (সেইসব পাকিস্তানি, উইটনেস টু সারেন্ডার)।
নাস্তিক নাস্তিক বলে আপনারা তিরিশ লক্ষ মেরেছিলেন।
জাহানারা ইমামের আন্দোলন ছিল নাস্তিকদের আন্দোলন,
আজকের শাহাবাগীরাও নাস্তিক।
এই দেশে যেই জামাতের দিকে আঙুল দিয়েছে সেই নাস্তিক।
কথিত নাস্তিকতার নামে ধর্ষক আর খুনিদের সমর্থন দিচ্ছেন,
আমিও দেখবো শেষ বিচারের দিনে আপনার কি অবস্থা হয়।
শুনেছি খোদা ন্যায়বিচারক .........
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




