[এই স্ক্রিপ্টটি গতবছর ডিপার্টমেন্টের নবীনবরণ উপলক্ষে লিখেছিলাম। চলিত ভাষায় লেখা হলেও পড়া হয়েছিল পুরান্ ঢাকার ভাষায়।। সেটাই ব্লগে পেস্ট করে দিচ্ছি]
($)
২০০৭-০৮ শিক্ষাবর্ষে বুয়েটে আগত যে সকল বাবুই-কাকাতুয়া-টুনটুনির মত কচি-কাচাদের নিরন্তর কিচিরমিচিরে OAB তে থাকাটাই দায় হয়ে উঠেছে সেইসব বাড়ন্ত নবজাতকদের জন্য রইল ২আউন্স ভালোবাসা, ২আউন্স শুভেচ্ছা আর পৌণে ১আউন্স দীর্ঘশ্বাসের আজিব ৭ মিশালী। ধুত্তরি, এই বালবাচ্চাগো অত সমীহ কইরা কথা কওয়ার কী আছেÑ ওরা তো এখনও টিভিতে tom and jerry নয়তো সিসিমপুর দেখে!
ওরে গোমূর্খ,
তোদের কি কোনদিনই বুদ্ধিসুদ্ধি হবেনা তোরা কেন সবাই teacher হতে চাস? তোরা কি জানিসনা teacher হবে মাত্র ১ জন ; তাও যদি CG সেইরকম হয়! তোদের যন্ত্রণায় লাইব্রেরীতে যে একটু মনের কথা বলতে যাব কারও সঙ্গে সে উপায়ও নেই; সব সিট তোদের দখলে: আচ্ছা তোরা কি শিষ্টাচার শিখিসনি?
আজ থেকে হুকুম জারি করলাম তোরা আর চেয়ারে বসবিনা : বেশি শখ থাকলে বাড়ি থেকে মাদুর নিয়ে আসতে হবে। সাবধান, বইয়ের বাইরে আশপাশের বড় ভাইবোনদের দিকে একটু নজর দিছিস তো দুইহাতে দুই অর্ধচন্দ্র =full চন্দ্র নিয়ে লাইব্রেরী ছাড়তে হবে।
ওরে নালায়েকের দল,
জধম হল বড়ভাইদের আশীর্বাদ; নিউটনের সূত্রেও ভুল থাকতে পারে,কিন্তু বুয়েটে পড়বা চান্দু অথচ rag খাইবা না এমন আবদার করলেই পস্তাইতে হইব। কোন কারণে আমরা দিতে ভুলে গেলে নিজের দায়িত্বে র্যাগ খেয়ে যাবি; ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। এ তো র্যাগ নয়, এ হইল বাপ-চাচা তিনপুরুষের দীর্ঘ ঐতিহ্যের লালন। ক্যাফে-ডাইনিং-বাথরুম যেখানেই দেখা হোক, দুইবার কইরা সালাম দিতেই হইব। ধূমপানমুক্ত ক্যাম্পাস আমাদের অঙ্গীকার,কিন্তু তোরা যদি কেউ একান্ত করতেই চাস সেক্ষেত্রে সিনিয়রদের আগে ১প্যাকেট বেনসন মরভঃ করা তোদের জন্য বাধ্যতামূলক । আমরা না হয় হল ফোয়ারায় বসে সুখটান দেব!
ওহে আগামীর আতেল,
কেন অহেতুক চোথার জন্য পিছনে ঘুরে হয়রান হচ্ছিস? চোথা পড়ে কি ভাল রেজাল্ট করা যায়!!!মেইন বই পড়তে হবে।তারচেয়ে বরং টিউশনি চাইতে পারিস : টিউশনি আর বুয়েট ছাত্র পরস্পরের পরিপূরক; আর টিউশনি দেয়ার ক্ষেত্রে আমরাই বিশ্বস্ত মাধ্যম : আমরা থাকতে মিডিয়া সেন্টারে কেন যাবি, তোরা আছিস বলেইতো সেই ১৯৫৩ সাল থেকে roxy paint এখনো আমাদের মনকে রঙিন করে চলেছে। খরচের বাজারে মোবাইল বিল, চা-সিগারেটের জন্য সেীজন্যের খাতিরে নাহয় বেতনের ৬০% আমাদের দিবি ;অবশ্য ১০০% দিতে চাইলে না বলি কিভাবে?
ওরে নওল কিশোর,
তোদের অনেকেই সহপাঠীনীদের প্রতি বিশেষ দুর্বলতা অনুভব করে; ভাইরে, প্রকৃতির নিয়মে শরতের পর হেমন্তই আসবে, বসন্ত আনার ব্যর্থ চেষ্টা করে কী লাভ?দীর্ঘ ১বছর তোদের অনেক অভাগা বড়ভাই অধীর অপেক্ষায় ছিল নতুন বছরে বিশেষ কাউকে দিয়ে হৃদয়ের শূন্যস্থান পূরণ করবার আকাক্সক্ষায়; তোরা মাসুম শিশু, বড় ভাইদের সঙ্গে কেন প্রতিযোগিতায় নামবি? তারচেয়ে বিয়ের ক্ষেত্রে দেখ জুনিয়র, হৃদয় চাইলে ভালো সিনিয়র! কি, মনে থাকবেতো?
বি:দ্র: (পুরোটাই পুরান ঢাকার ভাষায় পড়তে হবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




