এই স্ক্রিপ্টটি লিখেছিলাম গতবছর ডিপার্টমেন্ট থেকে সোনারগাও পিকনিকে যাওয়া উপলক্ষে।।। পিকনিকে আমার সিনিয়র ব্যাচের বিদায় দেয়া হয়।।। আমার উপর সাংস্কৃতিক অংশ পরিচালনার দায়িত্ব ছিল, স্ক্রিপ্টটিও তার অংশ.........
%
আলোচিত-সমালোচিত, যৎকিঞ্চিৎ নন্দিত এবং ততোধিক নিন্দিত 01 batch এর বিদায়ে আমরা মর্মাহত, বাকরুদ্ধ, লজ্জিত এবং অনুতপ্ত।। জল ঝরিতেছে আমাদের চক্ষু-কর্ণ-নাসিকা-গণ্ড, সর্বস্থান হইতে।। তাই এই বিশেষক্ষণে দুদণ্ড মনের ব্যথা জ্ঞাপনের নিপিত্তে এই বিশেষ মানপত্রখানি তাহাদের উদ্দেশ্য নিবেদন করিলাম( সঙ্গত কারণেই সাধুভাষায়)
ওহে বিদ্যাতীর্থ,
আপোনাদের জ্ঞানের সমাচারে আমোরা বড়ই প্রীতিধন্য হইয়াছি।।শুনিয়াছি আপোনাদের আমোদ-প্রমোদ-বিনোদন সম্পূর্ণই পুস্তককেন্দ্রিক; অনুষদের পাঠাগারখানি আপনাদের সার্বক্ষণিক বিশ্রামস্থল এবং ধর্মশালা।। এমনকি ইহাও কথিত আছে, আপনারা একখানি লেখচিত্র অংকন করিলেও সমবেত হাস্যোল্লাসে মাতিয়া উঠিতেন।।। ইহাতে আড়ালে নিন্দুকেরা আপোনাদের "আঁতেল" বলিয়া টিপ্পনি কাটিলেও অদ্য মজলিসে দৃপ্তকণ্ঠে জানাইতে চাই নিন্দুকের কটুবাক্য আমাদিগকে সামান্যতম টলাইতে সক্ষম হয়নাই, উপরন্তু আপোনাদের কীর্তিগাথায় গৌরবে আমাদের বুকের ছাতি সাড়ে তিন ইঞ্চি প্রসারিত হইয়াছে।।। যদি ন্যুনতম সংশয়ও থাকে, মাপিয়া দেখিতে পারেন; ওজর-আপত্তি তুলিবনা।।।
ওহে জ্ঞানতাপস
আমোরা হতভাগ্য, নালায়েক, কচুবনের কালাচাঁদ, আপোনাদের অযোগ্য উত্তরাধিকারী; পুস্তকের সঙ্গে সংযোগ ছিন্ন করিয়া প্রেমালাপ আর ঠাট্টা-তামাশায় ব্যতিব্যস্ত।। এমতবস্থায় আপোনারাই তো পরিত্রাতা।। আপোনাদের সযত্নে প্রস্ত্ততকৃত "চোথা"( দুঃখিত "পাঠ্য সহায়িকা") পাইলে এই নরাধমেরা ধড়ে প্রাণ ফিরিয়া পাইত।। বিনিময়ে আমাদের সহপাঠিনীদের বাড়ি নম্বর, দূরালপনী নম্বর, জন্মবার্ষিকী-বিবাহ বার্ষিকী আপোনাদের নিকট গচ্ছিত রাখিব।। আমোরা তো আপোনাদেরই আজ্ঞাবহ মাত্র।।।
ওহে কর্মবীর,
কর্মজীবন আপোনাদের ডাকিতেছে, আমোরাও তাহা শুনিতে পাইতেছি।। তাই কর্মে প্রবেশের প্রাক্কালে আপোনাদের টিউশনিগুলির জন্য রহিল আগাম বায়েনা।। পাশ করিবামাত্র সকলেরই চাকুরী জুটিবে এমন নিশ্চয়তাও দেওয়া যাইতেছে না; চাকুরী খুজিতে খুজিতে আপোনাদের রঙিন জামা বিবর্ণ হইলে কিংবা নব পাদুকা ক্ষয় হইয়া গেলে আমোরা নিজ উদ্যোগে উহা মেরামত করিয়া দিব ইনশাল্লাহ।।। শুধু, এই ছোট ভ্রাতাদিগের নিমিত্তে একটু ভুরিভোজের আয়োজন করিলেই চলিবে।।।
ওহে আগামীর যাত্রী
কথা হইল, হাসি হইল, তথাপি অনুক্ত রহিল মূল বক্তব্যখানি_ আপোনাদের বহুধা প্রণয়ের কাহিনী গুপ্ত থাকিলেও পরিণয়ে নিমন্ত্রণ পাইবার আশা রাখিতে দোষ কি?হয়তবা অচিরেই আসিতেছে সেই শুভক্ষণ।।..অতঃপর বাংলা সিনেমার মতই আপোনারা সুখে-শান্তিতে নিজ বলয়ে বসবাস করিতে থাকুন, আপন আপন সারথী লইয়া।।। ফি আমানিল্লাহ।।।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




