ছুডুকালে নানি হাজার রকমের গপ্প শুনাইতো । তার মধ্যে সব থেকে মজার গপ্প আছিল ভুর-প্রেত । নানির মতে দুনিয়াতে কয়েকশ প্রজাতির ভুত আছে । এই ধরেন " কানি ভুত ,ল্যাংড়া ভুত ,টেড়া ভুত , ছাতি ভুত , বালতি ভুত আরো হাজার রকমের ভুত
সব থেকে মজা লাগতো পেত্নি ভুত এর কাহিনী । সব থেকে সুন্দর পেত্নী ভুত নাকি সুন্দর ছেলেদের নিয়ে যায় । অন্য রাজ্যে নিয়ে বিয়া কইরা জীণ বানাইয়া দেয়
নানী কইত , এক জাতের ভুত আছে যারা ভাল ভুত । এদের পরী ও কয় । এরা ভালা । এরা দেখতে সুন্দর হয় ।
আমি ও সেদিন এক পরী ভুত দেখলাম কেম্পাসে । অসাম চিহারা । নানী যেমন কইত ঠিক তেমন ।
সাদা ড্রেস পড়ে আসছে । ওরনা টা বাতাসে উরতাসিলো যেন সে ... যেন সে বাতাসে পড়ি ভুতের মত উড়তাসে ।
পরি ভুত নাকি অনেক ভালো হয় । অনেক হেল্প করে । আমি একটা নানীর মত সঙ্গী খুজতাসিলাম ঐ পড়ি ভুতের মাঝে ।
কথা বললাম পড়ি ভুতের সাথে । ভুত টা অসাধারন হাসে । ওর হাসিতে আমি কৌতুক বলতে বলতে ভুলে যাই । শরীরে অন্য রকম আনন্দ অনুভব করি
আমার মনে হইলো - নানি মনে হয় পরি ভুত হইয়া আমার ফ্রেন্ড হইয়া আজকে জন্ম নিছে
কাইল ফাইনাল এক্সাম । তাও চোখে ঘুম নাই , পড়া নাই ।
সারা রাইত ওরে নিয়া ভাবছি । কি সুন্দরী ভুতরে । আমার পরী ভুত । সকালে এক্সাম হলে ও মন ছট ফট করতাসে ।
এই টাকি প্রেম ভুত এর আছড় !!!! কে জানে
এক্সামের ৩০ মিনিট পড়ে খাতা জমা দিয়ে গেলাম পরীর বসায়
বাসায় গিয়া দেখি বুয়া কয় " আফার কি জানি হইছে , এপোলোতে গেছে সবাই "
মমিন রে আমার মাথায় আসমান ভাইঙ্গা গেছিল । আমার জুতা একটা ঐ মেয়ের বাসায় ফেলাইয়া দোউড় দিসিলাম এপোলো হাসপাতালে
এপোলোতে হাসপাতালে আইসা শুনলাম পড়ি মেয়েটা হাতের রগ কাইটা ফেলছে । এক পোলা ওরে ধোকা দিসে ।
আমার ওসব কি হইছে তাতে খেয়াল নাই । আমার একটাই চিন্তা " এ নেগেটিভ ব্লাড লাগবো "
আমার ব্লাড গ্রুপ ও মিল্লো না রে মমিন । সারা কেম্পাস খুইজা এ নেগেটিভ পাইলাম না । মনে আছে এখন ও । সন্ধ্যা ৭ টায় ২ বেগ ব্লাড নিয়া আসলাম হাসপাতালে । আমার মন তখন ও কইতাসে ভুত টা বাইচা আছে ।
ডাক্তার রক্ত ভারাইলো পরির গায়ে ।আমি পরির বাবা ও এক ফুফু বাইরে দাড়াইয়া ।
ডাক্তার কি হাবি জাবি করলো আর বাইরে আইসা কইলো সরি !!!!!!!!!
আরে সরি এর মারে কি রে মমিন ???????????
আমার তো মাথায় ঢুকল না !! আমার মাথায় তো কিছুই ঢুকলো না এই সরি মানে কি ??
ঐ কুত্তার বাচ্চা ডাক্তার সরি মানে কি ?????????????????
সরি মানে কি আমার ভুত আর আইবো না ??? সরি মানে কি আমি আর ওর মুখ দেখুম না ???? অকি আমার লগে আর ফুস্কা খাইবো না । রিকশায় ঘুরবো নাআআআআ ???
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
এই সরি মানে নানী আমার আবার আকাশের তারা হইয়া আমারে দেখতাসে ।
আমার পরি ও নানীর কাছেই আছে ।
আমি ও আইতাসি পরি ভুত । আমি ও হাল্ক ভুত হমু তর প্রেমে মইরা । তর লইয়া আকাশে ঘুরুম । ফুস্কা খামু কল্পনায় ।
কেউ তরে আমার কল্পনা থেকে আলাদা করতে পারবো না কেউ না
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




