প্রিয় ভাই ও বোনেরা, আমি হিমু বলছি।
আপনারা আমার প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন।
আমি হিমু রাত বিরাতে ঘুরতে পছন্দ করি, যেখানে খুশি, সেখানে যেতে পারি।
সম্প্রতি আমার ইচ্ছে হয়েছে, বইয়ের পাতা ছেড়ে, ব্লগের পাতায় হাটাহাটি করতে।
অবশেষে আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে।
ব্লগে আমি এখন থেকে প্রথম পাতায় লিখতে পারবো।
হিমুর কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আপনার আমাকে জিজ্ঞাসা করতে পারেন। হিমু জানেনা, দুনিয়াতে এমন কোনো বিষয় নেই।
আমি জানাবো রূপার লেটেস্ট খবর। মাজেদা খালা কেমন আছেন, সেই খবর।
বাদলের পাগলামি বেড়েছে নাকি কমেছে, সেই সংবাদও আপনাদের দেবো।
ইচ্ছে আছে, মিসির আলী সাহেবের সাথে দেখা করার।
পরম করুণাময় হিমুর কোনো ইচ্ছা অপূর্ণ রাখেন না, কাজেই আমি নিশ্চিত, আমার ইচ্ছেও পূর্ণ হবে।
একটা কথা বলে রাখি, এই ঠান্ডায় আমি হলুদ পাঞ্জাবির উপর একটা হলুদ কম্বল গায় দিয়ে রাস্তায় বের হই। যদিও আমার পা খালি থাকে। একটু কষ্ট হয়। কিন্তু কি আর করা। হিমু হয়ে যখন জন্মেছি, তখন তো কষ্ট একটু করতেই হবে।
ভালো থাকেন, ভাই ও বোনেরা। হ্যাপি ব্লগিং এবং হ্যাপি নিউ ইয়ার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




