তারপর আমিও আমার কলম আর খাতা নিয়ে লিখা শুরু করলাম। প্রথমেই তার নাম জিজ্ঞেস করার পর সে বলল তার নাম রিমি।তারপর জিজ্ঞেস করলাম কই থাকো??? সে বলল আগারগাও ।। শুনে চোখ কপালে তুলে বললাম আগারগাও থেকে এইখানে আসো ডেইলি ??? সে অবাক হয়ে বলল হ্যাঁ,কেন ??? আমি বললাম না এমনেই। তা আগারগাও কি ভাড়া থাকো ?? সে বলল হ্যাঁ। কারণ আমার বয়সি ১টা মেয়ে কি একা ১ টা ফ্ল্যাট নিয়ে থাকবে নাকি?? আর এত টাকাই বা কই আমার যে একা ১ টা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকব?? আমি বললাম টাকা তো কম কামাও না তো ১ টা ফ্ল্যাট ভাড়া নিলে দোষ কি? সে উত্তর দিল আমি যে টাকা পাই তা দিয়ে আমার নিজের ভালো মতই চলে যায় এটা ঠিক তাই বলে ফ্ল্যাট ভাড়া করে থাকার মত টাকা আমার হাতে থাকে না। আমি বললাম কত টাকা কামাও মাসে??? সে বলল যাই কামাই এটা আমার ব্যপার। আপনাকে বলব কেন? আমি বললাম না এটা ঠিক কথা। যাই হোক তোমার মা বাবা কই থাকেন?? উনারা টাঙ্গাইল থাকেন, সোজা জবাব তার। মাথায় অনেক প্রস্ন ছিল কিন্তু কেন জানি সব ভুলে গেলাম...। অনেক ভাবার পরে জিজ্ঞেস করলাম এই লাইনে কিভাবে আসছ?? সে বলল অনেকটা সখের বশে...। এটা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। আমি প্রস্ন করলাম কি ??? তোমার মাথা ঠিক আছে ????? মানুষ সখের বশে এই রকম কাজ করে ???????... সে বলল কেন আমিই তো করতেসি...। তখন একটু অবাক হয়ে প্রস্ন করলাম এই লাইনে আসার গল্প তা কি আমাকে বলবা ?? সে বলল হুম। আমি বললাম তো বল। সে বলতে শুরু করলো :-এস এস সি তে ভালো রেজাল্ট করার পর মা বাবা চাইল ঢাকায় গিয়ে ভালো ১টা কলেজে ভর্তি হব আমি। আমারও ইচ্ছা ছিল ১ টা ভালো কলেজে পড়ার । তার পরে ঢাকার ১ টা ভালো কলেজেই ভর্তি হইলাম। আমি জিজ্ঞেস করলাম কোন কলেজ ??? সে বলল...[ পারিপার্শ্বিক কারনে আমি নাম টা বলতে চাই না ]......... যাই হোক এর পরে থাকার যায়গা নিয়ে চিন্তায় পরে গেলাম। ১ টা মেয়ে মানুষ ঢাকায় আসলাম তার উপর মা বাবা ছাড়া এখন থেকে একা থাকা লাগবে এটা ভাব্লে একটু খারাপ লাগলেও মজাও লাগতেসিল... কারণ এখন থেকে স্বাধীন ভাবে চলতে পারবো...।যাই হোক ১ টা বড় আপুর মাধ্যমে ১ টা মেস এর খবর পাইলাম। তারপর মেসেই উঠলাম।...............!!!!
আলোচিত ব্লগ
=আকাশে তাকিয়ে ডাকি আল্লাহকে=

জীবনে দুঃখ... আসলে নেমে
শান্তি গেলে থেমে;
আমি বারান্দায় দাঁড়িয়ে হই উর্ধ্বমুখী,
আল্লাহকে বলি সব খুলে, কমে যায় কষ্টের ঝুঁকি।
আমি আল্লাহকে বলি আকাশে চেয়ে,
জীবন নাজেহাল প্রভু দুনিয়ায় কিঞ্চিত কষ্ট পেয়ে;
দূর করে দাও সব... ...বাকিটুকু পড়ুন
"ছাত্র-জনতার বেপ্লবের" ১৮ মাস পরে, আপনার ভাবনাচিন্তা ঠিক আগের মতোই আছে?

২০২৪ সালের পহেলা জুলাই "ছাত্র-জনতার বেপ্লব শুরু হয়, "৩৬শে জুলাই" উহা বাংলাদেশে "নতুন বাংলাদেশ" আনে; তখন আপনি ইহাকে ব্যাখ্যা করেছেন, ইহার উপর পোষ্ট লিখেছেন, কমেন্ট করেছেন; আপনার... ...বাকিটুকু পড়ুন
আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?


৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন
টাঙ্গাইল শাড়িঃ অবশেষে মিললো ইউনস্কর স্বীকৃতি

চারিদিকে যে পরিমান দুঃসংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের টাঙ্গাইলের তাতের শাড়ি এর জন্য, ইউনেস্কো এই প্রাচীন হ্যান্ডলুম বুননের শিল্পকে Intangible Cultural... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।