তারপর আমিও আমার কলম আর খাতা নিয়ে লিখা শুরু করলাম। প্রথমেই তার নাম জিজ্ঞেস করার পর সে বলল তার নাম রিমি।তারপর জিজ্ঞেস করলাম কই থাকো??? সে বলল আগারগাও ।। শুনে চোখ কপালে তুলে বললাম আগারগাও থেকে এইখানে আসো ডেইলি ??? সে অবাক হয়ে বলল হ্যাঁ,কেন ??? আমি বললাম না এমনেই। তা আগারগাও কি ভাড়া থাকো ?? সে বলল হ্যাঁ। কারণ আমার বয়সি ১টা মেয়ে কি একা ১ টা ফ্ল্যাট নিয়ে থাকবে নাকি?? আর এত টাকাই বা কই আমার যে একা ১ টা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকব?? আমি বললাম টাকা তো কম কামাও না তো ১ টা ফ্ল্যাট ভাড়া নিলে দোষ কি? সে উত্তর দিল আমি যে টাকা পাই তা দিয়ে আমার নিজের ভালো মতই চলে যায় এটা ঠিক তাই বলে ফ্ল্যাট ভাড়া করে থাকার মত টাকা আমার হাতে থাকে না। আমি বললাম কত টাকা কামাও মাসে??? সে বলল যাই কামাই এটা আমার ব্যপার। আপনাকে বলব কেন? আমি বললাম না এটা ঠিক কথা। যাই হোক তোমার মা বাবা কই থাকেন?? উনারা টাঙ্গাইল থাকেন, সোজা জবাব তার। মাথায় অনেক প্রস্ন ছিল কিন্তু কেন জানি সব ভুলে গেলাম...। অনেক ভাবার পরে জিজ্ঞেস করলাম এই লাইনে কিভাবে আসছ?? সে বলল অনেকটা সখের বশে...। এটা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। আমি প্রস্ন করলাম কি ??? তোমার মাথা ঠিক আছে ????? মানুষ সখের বশে এই রকম কাজ করে ???????... সে বলল কেন আমিই তো করতেসি...। তখন একটু অবাক হয়ে প্রস্ন করলাম এই লাইনে আসার গল্প তা কি আমাকে বলবা ?? সে বলল হুম। আমি বললাম তো বল। সে বলতে শুরু করলো :-এস এস সি তে ভালো রেজাল্ট করার পর মা বাবা চাইল ঢাকায় গিয়ে ভালো ১টা কলেজে ভর্তি হব আমি। আমারও ইচ্ছা ছিল ১ টা ভালো কলেজে পড়ার । তার পরে ঢাকার ১ টা ভালো কলেজেই ভর্তি হইলাম। আমি জিজ্ঞেস করলাম কোন কলেজ ??? সে বলল...[ পারিপার্শ্বিক কারনে আমি নাম টা বলতে চাই না ]......... যাই হোক এর পরে থাকার যায়গা নিয়ে চিন্তায় পরে গেলাম। ১ টা মেয়ে মানুষ ঢাকায় আসলাম তার উপর মা বাবা ছাড়া এখন থেকে একা থাকা লাগবে এটা ভাব্লে একটু খারাপ লাগলেও মজাও লাগতেসিল... কারণ এখন থেকে স্বাধীন ভাবে চলতে পারবো...।যাই হোক ১ টা বড় আপুর মাধ্যমে ১ টা মেস এর খবর পাইলাম। তারপর মেসেই উঠলাম।...............!!!!
আলোচিত ব্লগ
বিজয় দিবসের অপপ্রচারের বিরুদ্ধে, প্রতিবাদ ও ঘৃণা জানিয়ে । সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ২০২৫, ১৬ই ডিসেম্বর।

দুঃখ ভারাক্রান্ত মনে ত্রিশ লক্ষ তাজা প্রানের এক সাগর রক্তের বিনিময়। দুই লক্ষাধিক মা বোনের সম্ভ্রম হারানো। লক্ষ শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যু। এক কোটি মানুষের বাস্তুহারা জিবন। লক্ষ কোটি... ...বাকিটুকু পড়ুন
বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...
বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকত এলাকায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দুই অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে গুলি চালিয়েছে। এতে... ...বাকিটুকু পড়ুন
আল্লাহ সর্বত্র বিরাজমাণ নন বলা কুফুরী

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই... ...বাকিটুকু পড়ুন
বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।
১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন
৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।