আজ ৫ ডিসেম্বর চা শ্রমিক সমাজের জন্য শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিনে চা শ্রমিক সমাজের প্রথম গ্র্যাজুয়েট, পূর্ব বাংলার লাধিক চা শ্রমিকের আলোর দিশারী, চা শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক, অসহযোগ ও স্বাধীনতা সংগ্রামের সফল সংগঠক পবন কুমার তাঁতীকে পাক-হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে। শ্রদ্ধায়-ভালোবাসায় সিক্ত চা শ্রমিকরা আজোও তার স্মৃতিসৌধে পুষ্প অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকেন। পবন কুমার তাঁতী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট চা বাগানে ১৯৪১ সালের ১লা জানুয়ারী জন্মগ্রহণ করেন। রাজঘাট চা বাগান স্কুল থেকে তার শিক্ষা জীবন শুরু। মেট্রিক পাস করে সিলেট এমসি কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হয়ে ১৯৬২ সালে স্নাতক ডিগ্রি নিয়ে বাড়ি ফিরেন।
কর্মজীবন শুরু করেন ভানুগাছ থানার আদমপুর তেতইগাঁও হাই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে। তখন অশিক্ষা ও কুসংস্কারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার মধ্য থেকেও অকান্ত পরিশ্রম করে চা শ্রমিক জনগোষ্ঠীর প্রথম গ্র্যাজুয়েট হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। শিক্ষকতার সাথে সাথে সিটি কলেজ থেকে মাষ্টার্স কমপ্লিট করে বাগানে ফিরে এসে নিজেকে আত্মনিয়োগ করেন শোষিত-বঞ্চিত, নিপীড়িত চা শ্রমিকদের কল্যাণে। তিনি ইচ্ছে করলেই আরাম আয়াসে জীবনযাপন করতে পারলেও, নিজের কথা চিন্তা না করে নিজেকে উৎসর্গ করেন চা শ্রমিকদের সংঘটিত করার কাজে। ছাত্রজীবন শেষেই মানবিক বিপ্লবী সত্ত্বা তাকে নিয়ে গেছে চাষের জীবনে। সে সময় চা-শ্রমিক সমাজের উপস্থিতিতে সংগ্রামশীল করে তুলতে একটি বড় আয়োজনে তিনি নিয়োজিত হয়েছিলেন আরেক জাদরেল কমিউনিষ্ট নেতা মফিজ আলীর সাথে।
ইতিহাস স্বাক্ষী দেবে ১৯৬৪ সালের ৫ই এপ্রিল শমসেরনগরে চা-শ্রমিকদের সমাবেশ। সেখান থেকে চা-শ্রমিকদের শোষণ, নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে সাহসীভাবে লড়াই করার জন্য গঠন করা হয়েছিলো পূর্ব পাকিস্তান চা-শ্রমিক সংঘ। পরবর্তীতে বাংলাদেশ চা-শ্রমিক নামে যা পরিচিত। এই সংঘের নেতৃত্বে তরুণতর সম্পাদকের দায়িত্বে ছিলেন পবন কুমার তাঁতী। যা ছিল পূর্ব পাকিস্তানের চা-শ্রমিকদের সংঘবদ্ধ করা প্রথম ট্রেড ইউনিয়ন (নং-১২৫২)। তখন সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের দুর্দান্ত প্রতাপের শাসনামলে প্রকাশ্য ঘোষণা দিয়ে চা-শ্রমিকদের ইউনিয়ন গঠনে পবন কুমার তাঁতীর ভূমিকা স্মরণযোগ্য এক ইতিহাস। তার একনিষ্ঠ কর্মদতা আর দরদী সাংঘঠনিক মতার জোড়ে অল্পদিনের মধ্যই চা-শ্রমিক সংঘ চা-বাগান সমূহে নব জাগরণের সৃষ্টি করেছিলো। তিনি নিজের পথ চলার একমাত্র বাহন বাইসাইকেলটি ইউনিয়নের খরচ যোগানের জন্য বিক্রি করে দিয়েছিলেন। এক নিদারুণ প্রতিকুলতার বিরুদ্ধে লড়াই করে চা-শ্রমিক সংঘকে চা-শ্রমিকদের আস্তায় স্থান করে নিয়েছিলেন।
১৯৬৮/৬৯ সালে চা-শ্রমিক ইউনিয়নের সম্পাদক সোলেমান বিরোধী আন্দোলনেরও প্রথম শুরু করেন পবন কুমার তাঁতী। সোলেমান হঠাও আন্দোলনে সিন্ধুরখান চা বাগান, রাজঘাট চা বাগানসহ বিভিন্ন বাগানে সভা সমাবেশ করে চা-শ্রমিকদের মধ্যে শ্রমিক ঐক্য গড়ে তোলেন। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনে পাকিস্তানি স্বৈরতান্ত্রিক শাসক গোষ্ঠীর বিরুদ্ধে জাতির অধিকার আদায়ের সংগ্রামে তার ছিল অনন্য ভূমিকা। মুক্তিশ্রমিক নেতা হিসেবে তিনি যোগ দিয়েছিলেন মুক্তিবাহিনীতে। যুদ্ধকালীন দীর্ঘ ৯ মাস প্রতিটি মুহুর্ত চিন্তা করেছেন কিভাবে দেশে স্বাধীনতা আসবে। চা-শ্রমিকদের দেশ প্রেমে উৎসাহিত এবং যুদ্ধে সহযোগিতা করার জন্য তাদের সংঘঠিত করতে নিরলসভাবে ঘুরে বেড়িয়েছেন প্রতিটি বাগানে। তার উৎসাহেই সেদিন চা-শ্রমিকরা মুক্তিযুদ্ধে আত্মনিয়োগ করেছিলো। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে পাক হানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিলো পরাজয় তাদের সুনিশ্চিত, তখন গোটা বাঙালি জাতিকে পঙ্গু করে দেয়ার জন্য শুরু হলো বুদ্ধিজীবি হত্যা। সেই নিষ্পেসিত কালো থাবা থেকে রক্ষা পায়নি পবন কুমার তাঁতী।
চা-শ্রমিক সমাজের অগ্রনায়ক, নিপিড়ীত-নির্যাতীত চা শ্রমিকদের জাগ্রত করায় যার ছিলো অগ্রণী ভূমিকা, আপোষকামী নেতৃত্বের বিরুদ্ধে যিনি ছিলেন বিদ্রোহী বীর সেই পবন কুমার তাঁতীকে কালিঘাট চা-বাগানের শিববাড়ী বস্তির দাসীবাড়ি থেকে ধরে নিয়ে যায় পাক হানাদার বাহিনী। ৪ দিন বন্দি রেখে তার উপর অমানসিক নির্যাতন চালিয়ে ১৯৭১ সালের ৪ ডিসেম্বর ভোর রাতে নির্মমভাবে হত্যা করে শ্রীমঙ্গল শহরের ওয়াপদা অফিসের (বর্তমান পল্লীবিদুৎ) নিকটে একটি ছড়ার মধ্যে পবনের লাশ ফেলে রেখে শহর ত্যাগ করেছিলো পাক বাহিনী। তার স্মৃতি রক্ষার্থে চা-শ্রমিকরা রাজঘাট চা বাগানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করলেও আজোও ইতিহাসের পাতায় স্থান পায়নি শহীদ পবন কুমার তাঁতী। সেই থেকে প্রতিবছর ৫ ডিসেম্বর অবনত মস্তকে চা-শ্রমিকদের জাগ্রত করার জন্য আজীবন সংগ্রাম করে যাওয়া পবনের স্মৃতিসৌধে হাজির হন চা সমাজের অসংখ্য মানুষ।
তাদের শ্রদ্ধা, ভালোবাসায় সিক্ত হয়ে উঠে ওই শহীদের আত্মা। শোসনের অবসান ঘটিয়ে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার স্বপ্নে ত্রিশ বছর বয়সেই শহীদ হওয়া পবন কুমার তাঁতীর অনেক উদ্যোম, স্বপ্ন আর আকাঙ্খাকে অপুর্ন রেখেছে। আজোও চা-শ্রমিক জনগোষ্ঠীর বঞ্চনার ইতিহাসের অবসান হয়নি। তাই চা-শ্রমিকরা অত্যাচার, অবিচার, শাসন ও শোষনের জাঁতাকল থেকে মুক্ত হয়ে একটি মানবিক মর্যাদাশীল সমাজ গড়ে উঠলেই তা পূর্ণ হবে। আজ শহীদ দিবসে এটিই আমাদের ভাবনা।
মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে এদেশের আপামর জনতার সাথে চা-শ্রমিক সমাজের হয়েও পবন কুমার তাঁতী যে বীরত্বের ও প্রত্যয়ের দৃঢ় মনোবল দেখিয়েছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে আমাদের সবার মাঝে। পবন কুমার তাঁতীর ৩৪ তম শহীদ দিবসে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।
পবন তাঁতীঃ চা শ্রমিকের আলোর দিশারী, একাত্তরে শহীদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই

ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে সত্যের বজ্রনিনাদে সোচ্চার হওয়ার কারণেই খুন হতে হয়েছে দেশপ্রেমিক আবরার ফাহাদকে। সেদিন আবরারের রক্তে লাল হয়েছিল বুয়েটের পবিত্র... ...বাকিটুকু পড়ুন
রাজাকারের বিয়াইন

শহীদুল ইসলাম প্রামানিক
রাজাকারের বিয়াইন তিনি
মুক্তিযোদ্ধার সন্তান
ওদের সাথে দুস্তি করায়
যায় না রে সম্মান?
কিন্তু যদি মুক্তিযোদ্ধাও
বিপক্ষতে যায়
রাজাকারের ধুয়া তুলে
আচ্ছা পেটন খায়।
রাজাকাররা বিয়াই হলে
নয়তো তখন দুষি
মেয়ের শ্বশুর হওয়ার ফলে
মুক্তিযোদ্ধাও খুশি।
রচনা কালঃ ১৮-০৪-২০১৪ইং... ...বাকিটুকু পড়ুন
দাসত্বের শিকল ভাঙার স্বপ্ন দেখা এক ক্রান্তদর্শী ধূমকেতু ওসমান হাদী।
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে যে ধরণের রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে, তাহলো বিদেশী প্রভুরদের দাসত্ব বরণ করে রাজনৈতিক দলগুলোর রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের মানুষের উপর প্রভুত্ব করা , আর... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন
সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।