যদিও এটি কখনোই কোন সরকারই অফিসিয়ালি অনুমোদন দেবে না। কিন্তু আমজনতার মুখের শক্তি যে এর থেকেও শতগুন বেশী।
তার বড় প্রমান হলো , নাটক স্বরনী। ভাবছেন, এটি কোন জায়গা? এটি হচ্ছে আমাদের প্রিয় বেইলী রোডের সরকারী অনুমোদনপ্রাপ্ত নাম। যে নামে আমরা কেউই হয়তো ডাকি না। যাই হোক, আমাদের এই নীরব প্রতিবাদই হয়তোবা একটু হলেও মানষিক কষ্ট কমাতে সাহায্য করবে। আমাদের হয়তো ড্রোন কিংবা মিসাইল মারবার সাধ্য নেই অথবা পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে তাদের হাইকমিশনারকে ডেকে যাচ্ছেতাই বলারও ক্ষমতা নেই কিন্তু আমার দেশের নাগরিক ফেলানীর জন্য এতটুকু প্রতিবাদে নিশ্চয়ই অংশ নিতে পারি।
নামটিকে প্রতিষ্ঠিত করার জন্য ফেইসবুক, গুগল প্লাস, টাম্বলআর, টুইটার, ফোরস্কয়ার, লিংকডিন, মাই প্লেসেস সহ সবগুলো সোশাল মিডিয়াতে যে কেউ চাইলে চেক ইন করতে পারেন।
নিচে গুগল ম্যপসে রেজিষ্টার্ড করা ফেলানী রোডের লিংক:
http://goo.gl/YIK7NI
একটি ফেসবুক পেইজ খোলা হয়েছে। তার লিংক:
https://www.facebook.com/FelaniRoad
* উল্লেখ্য, উপরের কোন কাজই(পেইজ খোলা বা গুগল ম্যাপসে রেজিষ্টার করা) আমার করা না । আমি কেবল প্রচারে সহযোগীতার জন্য পোষ্টটি লিখলাম। সুতরাং আমার এখানে কোন ক্রেডিটও নেই।
কেবল উপরে ব্যবহ্রত ইমেজ দুটি আমার আইপ্যাডের স্ক্রীনশট থেকে নেয়া হয়েছে ।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




