ব্যাক্তিগত আক্রমনের উদ্দেশ্যে এই পোষ্ট না। শুধু মাত্র মুখোশ উন্মোচনের জন্য লেখা।
সভ্য ভাবে মত প্রকাশ করতে গেলেও খেতে হয় গালি। সত্য কথা বললেও গেলেও খেতে খালি। জামাত বিএনপি বিরোধী কিছু লিখলেই মা বাবা তুলে খালি খেতে হয়। পোষ্ট কনটেন্ট পছন্দ না হলেই অপ্রাসঙ্গিক ভাবে কমেন্ট দিয়ে গালি গালাজ করা গুটিকয়েক ব্লগনষ্ট কারী। এদের মধ্যের একজন দেখি আবার সামুর এই করুন অবস্থার জন্য দায়ী কে? নিয়ে পোষ্ট দিয়েছে।
কে এই মোঃ আনারুল ইসলাম ?
প্রোফাইলে লেখাঃ আমি বাঙ্গালী তবে নাস্তিক নই।
যেন বাঙ্গালী মানেই নাস্তিক ?
বিএনপি জামাতের কাছে যদি নিরীহ পশু কিংবা গাছও নিরাপদ না থাকে তাহলে মানুষ নিরাপদ থাকবে কিভাবে ? একটি পোষ্ট দিয়েছিল। সেখানে অপ্রাসঙ্গিক ভাবে কমেন্ট দিয়ে অসভ্য ভাষা প্রয়োগ করে নিজেকে বিরাট ব্লগার হিসাবে পরিচয় দিয়ে বলেছে ব্লগে আমরা কি ঘাস কাটি নাকি ?
আজ সকালে কোন লিংক ছাড়াই একটি পোষ্ট দিয়েছিল এখন পর্যন্ত ৭ জন নিহত সেখানে আমি কিছু সত্য তথ্য তুলে কমেন্ট করা মাত্র মাকে নিয়ে খেলাম গালি, হলাম ব্লক।
তাই মডারেশন টিমদের দৃষ্টি আকর্ষন করছি ব্লগের পরিবেশ নষ্ট কারী এইসব অসভ্য দালাল মুক্ত ব্লগ চাই।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




