
• বিভিন্ন প্রকারের ব্রাউজার: এটি কিন্তু আপনর মূল শক্তি আপনি যত ধরণের ব্রাউজার রাখতে পারেন ততই আপনি নিরাপদ। কারণ এতে কমেন্ট ম্যালফাংশন হওয়ার যে ভয় তা একবারেই থাকবেনা। আর কোন ব্রাউজার দিয়ে আপনি কোন নিকে লগ ইন করেন এটা কিন্তু আপনাকে অবশ্য্য মনে রাখতে হবে। না হলে কিন্তু আপনি আবার আসল নিক দিয়ে উল্টা-পাল্টা কমেন্ট করে ফেলার পর ধরা খাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তখন যতই আকুতি মিনতি করেন কোনো লাভই হবে না।
কিছু ব্রাউজারের নাম যেগুলা আপনি ব্যবহার করতে পারেন:
১। মজিলা
২। গুগল ক্রোম
৩। ওপেরা মিনি
৪। ইন্টারনের এক্সপলোরার।
মাল্টি নিক খুলার সময় সতর্কতা:
•নাম: অন্য নিক গুলোর নাম যেনো আগের নামের ঠিক বিপরীত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অথবা আগের নিকের সাথে মিল রেখে কোনো নাম না দেয়াই ভাল হবে। যেমন:
আসল নিক: আবুল
মাল্টি নিক: চতুর
• লগইন নেম: নামের ক্ষেএে যেমন সাবধনতা অবলম্বন করতে হবে তেমনি লগইন নেম এর ব্যাপারও সাবধনতা অবলম্বন করলেই ভালো। পারলে মাল্টি নিকের নাম অনুযায়ী লগইন নাম দেন।
• প্রোফাইলে লিখা: "আপনার পরিচয় দিন" এই অপশনে আপনাকে অবশ্যই কিছু লিখতে হবে। তবে সেটা যেনো কোনোভাবেই আগের নিকের সাথে না মিলে বা তার ধারের কাছেও যেনো না যায়। অথবা আপনি ঐ মাল্টি নিক দিয়ে ব্লগে যে ধরণের ইমেজ গড়ে তুলতে চান তার সাথে সম্পর্কযুক্ত কিছু লিখুন।
যেমন : জামাত বিরোধী হলে লিখুন "বাংলার মাটি রাখিব রাজাকার মুক্ত" ; খুব বিদ্বেষী ইমেজ গড়ে তুলতে লিখুন " পাল্টে দেবো সবকিছু"
• প্রোফাইল পিকচার: এটা তেমন কোনো ব্যাপার না। তবে পিকচার না দেওয়ার চেয়ে দেওয়া টাই উত্তম।
• আমার লিংক: নিজেকে নিরাপদ রাখার জন্য আপনি এই অপশনটির সদ ব্যবহার করতে পারেন। এখানে সেইসব ব্লগারদের লিংক রাখুন যাদের সাথে আপনার ক্যাচাল হওয়ার সম্ভাবনা আছে। বা যারা আপনাকে সন্দেহ করতে পারে মাল্টি নিক ভেবে।আর ভুলোও এখানে নিজের অন্য কোনো নিকের লিংক দিবেন না।
ব্লগিং শুরু:
• পোস্টের ধরণ: আপনার প্রথম পোস্ট অন্য ব্লগাররা যেমন দিয়ে থাকে তেমনি দিবেন। যেমন পোস্টের শিরোনাম হতে পারে "চলে এলাম" , "আমি নতুন", "আমার প্রথম ব্লগ" ইত্যাদি । পোস্টের লিখা হবে একিবারে নতুনদের মতো।
আপনার পরের পোস্টগুলো হবে আগের নিকে যে ধরণের পোস্ট দিতেন তার সাথে সম্পর্কযুক্ত নয় এমন কিছু।
তবে লিখার সময় বানান, শব্দচয়ন , বাক্যগঠন ইত্যাদির প্রতি খেয়াল রাখতে হবে । কারণ অনেক ব্লগার আছেন যারা শব্দ চয়ন আর বাক্য গঠন দেখে আপনাকে ধরে ফেলতে পারে।
• কমেন্ট: একেবারে শুরুর দিকেই আপনার শত্রুদের সাথে খারাপ ব্যবহার বা গালাগালি শুরু করবেন না। তবে নিয়মিত তাদের ব্লগে যান এবং কমেন্ট করুন। তাদের সাথে তাল মিলিয়ে চলুন। কমেন্টের ধরণ হবে এরকম: ভালো লাগলো, জাঝা ইত্যাদি।
আর হ্যা নিজের আসল নিকের পোস্টেও কমেন্ট করবেন । পারলে কোনো কোনো পোস্ট প্রিয়তে রাখুন। যাতে বিপদের সময় আপনি বলতে পারেন , আপনি অমুক ব্লগারের ভীষণ ভক্ত। তার লেখা আপনার খুব ভালো লাগে।
• গালাগালি: আপনি আসল নিকে যদি খুব সুশীল হয়ে থাকেন তাহলে এই নিক গালাগালির জন্য ব্যবহার করতে পারেন। বলতে পারেন দুধের সাধ ঘোলে মেটানো। গালাগালির সময় খেয়াল রাখবেন কোন নিক থেকে গালাগালি করতেছেন না হলে কিন্তু পাবলিক গদাম দিতে ছাড়বো না।
• লগইন এর সময়:যথাসাধ্য চেষ্টা করা উচিত আপনার মাল্টি নিক সহ সব নিক একই সাথে লগইন থাকা। কিন্তু লগঅফ হয়ে যাবার সময় একসাথে হবেন না। কিছুক্ষণ বিরতি দিয়ে লগঅাউট করুন। আর মাল্টি নিক গুলাকে নিয়মিত লগইন এ রাখুন। শুধু মাসে একবার লগইন করে আপনার প্রতিপক্ষকে গালাগালি করে চলে গেলেন আর কোনো খোঁজখবর নেই তাহলে কিন্তু অনেকরই সন্দেহের উদ্রেক হবে।
আর নকল নিক দিয়ে গালাগালি করার সময় আসল নিক দিয়ে ভুলেও ঐ পোস্টে যাবেন না বা কমেন্ট করবেন না।
• সবার সাথে যোগাযোগ রাখুন: মোটামুটি যারা নিয়মিত ব্লগার এদের পোস্টে নিয়মিত যান , কমেন্ট করুন পারলে তাদের কে ফেবুতে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান।ভাবছেন এসব করে কি হবে ???? এতে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। ক্যাচালের সময় আপনি তাদের সার্পোট পাবেন।
আসল নিক বিপদে পড়লে মাল্টিনিকের করণীয়
• যেই পোস্টে আসল নিক বিপদে পড়েছে সেই পোস্টে যান এবং তাকে পূর্ণসহমত জানান। কমেন্ট হতে পারে এরকম: **** ভাই এর সাথে পূর্ণ সহমত, প্রথম থেকেই তো **** ভাইকে ভালো জানতাম।
• আসল নিক ব্যান জেনারেল করা হলে মাল্টি নিক দিয়ে নিজের নামে পোস্ট দেন। শিরোনাম হতে পারে এরকম:
**** এর কিছু হলে আগুন জ্বলবে ঘরে ঘরে।
**** কে আনব্যান করা হোক।
• মাঝে মাঝে আসলন নিক কে উতসর্গ করে পোস্ট দিন।
আশা করা যায় উপরোক্ত সব নিয়ম মেনে চললে আপনি ধরা খাবেননা।খূব সহি সালামত নিজের মাল্টী নিক নিয়ে ব্লগিং করে যেতে পারবেন।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



