আজ পত্রিকায় চোখ বুলাতে গিয়ে দেখলাম ১৩ বছরের এক মেয়েকে ৩ দিন আটকে রেখে ধর্ষণ করেছে ৩০ বছরের এক নরপিশাচ
দৈনিক ধর্ষণের এমন খবর দেখতে দেখতে আমার বিবেকে শুধুমাত্র একটি প্রশ্নই জাগে
সরকার এই হিংস্র হায়েনাদের কেন দম বন্ধ করে দিচ্ছে না???
তারা কি এ ব্যাপারটা সমর্থন করছে???
নাকি তারা এটাকে কোন ব্যাপারই ধরছে না
✔✔এই যে শাহবাগ স্কয়ার এ আন্দোলনরত ভাই বোনেরা
এই ধর্ষিত বোনদের জন্য কি আপনারা ৫ মিনিটও আন্দোলন করতে পারেননা যতটা আপনারা বুড়ো যুদ্ধাপরাধীদের ফাসিঁ চেয়ে করছেন????
এই পার পেয়ে যাওয়া ধর্ষকদের মাধ্যমে তো আরোও মা বোনের ইজ্জত ধর্ষিত হবে
উঠতি কিশোর তরুণ যুবক যারা নষ্ট মানসিকতাপূর্ণ তারা এগুলো দেখে এই মহাপাপ এর জন্য আরও উৎসাহিত হচ্ছে
✔✔আমরা অনলাইন ব্লগিস্ট অ্যাক্টিভিস্টরা কি এই মা বোনদের ধর্ষকের কঠিনতম শাস্তি দেওয়ার ক্ষেত্রে/দাবি করে এইভাবে আন্দোলন করে এই মহাপাপ সমাজ থেকে দূরীভূত করতে পারি না???
নাকি আমরা নপুংসক??????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



