প্রিয় ব্লগার বন্ধু/বান্ধবী ও .... .... .... রা
আশা করি সকলে ভাল আছেন। আজ অনেক দিন হলো ব্লগে আছি তেমন কোন গুরুত্বপূর্ন পোষ্ট দিতে না পারলেও পরের ধনে পোদ্দারী টাইপ পোষ্ট দিয়েছি তার প্রথমটি হলো আসুন পরিচিত হই শিরোনামে আর অন্যটি হলো প্রোফাইল কমেন্ট। শিরো নামে। দুটি পোষ্টই আপনাদের ব্যপক সমর্থন পেয়েছি। আপনাদের অনুপ্রেরণা এবং আগ্রহের দিক বিবেচনা করে আরো একটি কাজ করতে চাই।
আমি yahoo তে welovebangladesh নামে একটি গ্রুপ খুলেছি। এতে বর্তমানে প্রায় ৩৬ জন সদস্য রয়েছে যারা বিভিন্ন পেশায় জড়িত। আমি চাই আপনারও এ গ্রুপে যোগ দিয়ে আপনাদের মতামত শেয়ার করুন।
আপনার নিশ্চই একমত হবেন যোগাযোগের সবগুলো মাধ্যমেই আমাদের যোগাযোগ হওয়া উচিৎ। তাই আমার প্রত্যাশা আপনার আমার এ চাওয়ার সাথে একমত হয়ে welovebangladesh গ্রুপে যোগ দিয়ে আপনার ভাল লাগা গুলো আমাদের সাথে শেয়ার করবেন।
গ্রুপে যোগ দিতে মেইল করুন :
[email protected]
আপনাদের সুস্থতা কমানায় আজ এ পর্যন্তই।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




