দেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের ডিসপেন্সারীতে গিয়েছিলাম একটি কাজে। কাজে মানে আমার বাবার কিছু। ঔষধ তোলার জন্য। বাংলাদেশ ব্যাংক এর নিয়ম অনুযাই প্রতিমাসেই তিনি নিদিষ্ট পরিমাণ ঔষধ পেয়ে থাকেন। প্রতি মাসে তিনিই তুলে নিয়ে আসেন কিন্ত এ মাসে অসুস্থ থাকার কারনে আমার উপর দায়িত্ব বর্তায় কাজটি করার জন্য। আমি আমার অফিস থেকে সময় বের করে গেলাম ঔষধ তোলার জন্য।
বাংলাদেশ ব্যাংকের ডিসপেন্সারীতে গিয়ে পুরোনো অনেক মানুষের সাথেই দেখা হলো যার আব্বার সাথে কাজ করেছেন অথবা আই.জি.গেইটে ব্যাংক কলোনী তে আমরা একসাথে থাকতাম। আনেক কথা হলো । অনেক বিষয় সম্পর্কে ওনার জানতে চাইলেন, আমাদের জন্য অনেক দোয়াও করলেন। কিন্তু এর মাঝেই লক্ষ করলাম ওনার বেশ নষ্টালজিক হয়ে গেলেন। কর্মজীবনের অনেক অভিজ্ঞতা শেয়ার করলেন।
ক্ষেত্র বিশেষ তাদের সারাদিন বা সাড়া মাস জুড়ে কাজ বলতে এ টুকুই। বাকী সময় কর্মহীন অলস সময় কাটে তাদের। এক সময় যারা পুরো ব্যাংক, সংসার মাতিয়ে রাখতেন যাদের এতোটুকু সময় পেতেন না অফিসের কাজ ভিন্ন অন্য কাজ করতে তাদের আজ অডেল সময় দিনকাটে তো রাত কাটে না আবার রাতটুকু কোন ভাবে শেষ হলেও দিনটুক আর শেষ হয় না ।
আমাদের কাছে সবচেয়ে গুরুত্বহীন একজন। যিনি কোন কিছুই বোঝেন না আর না বুছেই শুধু চিল্লাচিল্লি করেন। কিন্তু কোন কিছু না বুঝার এ মানুষটাই আজীব কষ্ট করে আমাদের শিক্ষিত করেছেন। স্বীকার করেছেন অনেক ত্যাগ। তাদের ত্যাগের বিনিময়ে আমরা ঠিক করে নিতে পেরেছি আমাদের কর্মস্থল, পরিচয় দেবার মতো একটি জায়গা আজ তারা ই আমাদের কাছ ... ... ... কিন্তু ভোলা মন তোমার জীবনেও আসছে এরকম একাট সময়, তৈরী থাক।
বিনম্র শ্রদ্ধা ও সালাম সকল প্রবীণদের জন্য।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




