আমি একুশ দেখিনি,
আমি একাত্তর দেখিনি,
আমি দেখিনি তর্জনী নাচিয়ে হুঙ্কার-
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম!
হাঁটিনি মানুষের সমুদ্রে, যার আকাশচুম্বী ঢেউ জাগিয়ে তুলেছিল,
মানচিত্রের অতল হতে এক সবুজ মায়া, বাংলাদেশ।
আমি হেঁটে গিয়েছি অনেকবার ইস্কাটন,
হাতিরপুলের অলিগলি রাস্তা দিয়ে,
সময়ের সাথে ভুল বোঝাবুঝি না থাকলে,
আমারও হয়ত দেখা হয়ে যেতে পারত রুমি বা আজাদ বা আসাদের সাথে।
হয়তোবা পঁচিশের কালো রাতে আমি হতাম কোন নিতান্তই সাধারন কেউ,
দুম করে যাকে মেরে ফেলা হল, ছিরে, দুমড়ে, মুচরে, পিষে ফেলা হল ।
তাড়া খাওয়া কোটি মানুষের উদ্ভ্রান্ত মিছিলের একজন আমি ছিলাম না।
যাদের বঁধু বা কন্যাকে পশুরা ছিড়ে খেয়েছিল, তাদেরও একজন আমি নই।
ছপ ছপ জল কাদা ঠেলে রাতের আঁধারে জীবনটা সঁপে আমি দিয়ে আসিনি;-
শত্রুর শেষ বুলেটের শেষ শহীদদের মধেও আমি পড়িনি,এত ভালবেসেছিলে যারা,
বুকের রক্ত দিলে, কিন্তু কোনদিন জানলেও না সুর্য উঠেছিল!
আমি বাংলাদেশ দেখেছি,
পৃথিবীর সুন্দরতম দুঃখিনী ফুল দেখেছি,
আমার পূর্বপুরুষ এই ফুলের জন্য!
আমার বর্তমান এই ফুলের জন্য!
আমার উত্তরপুরুষ এই ফুলের জন্য!
এই ফুলকে যে দুঃখ দেবে,
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে, শপথ সূর্যের,
নরকের দ্বার পর্যন্ত তাড়া করে ফিরব ।
আমি একাত্তর দেখিনি,
আমি বাংলাদেশ দেখেছি।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




