তোমার আলিঙ্গনে মৃত্যুর মত কেটে যায় দ্বিপ্রহর ,
ঘৃণার স্ফুলিঙ্গ বুকে ক্ষতবিশ্বে , পানপাত্রে বিষ ;
খরাতপ্ত রক্তবীজে বাসা বেঁধেছে ঘুণপোকা ,
শোক আর শববাহী অন্ধ দুচোখ দুর্নিবার , আমার ।
ডানা মেলো ,পাখি । ডানা মেলো ।
বুনো নগরের পলায়নপর স্বপ্নগুলো আনো
আনো বুকের খাঁচায় , চোখের পাতায় ,
এ এক আকাশ আনো , রশ্মিবহুল ; যেখানে
দিগন্ত মিলে গেছে তোমার দুটি চোখে ।
ডানা মেলো ,পাখি । ডানা মেলো ।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১০ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




