বাংলাদেশের গ্রামগন্জে প্রবাসীর স্ত্রীর নানা কর্মকান্ড এখন মানুষের মুখে মুখে ।
একটি সামাজীক সমস্যা তৈরী করেছে এই নারীকুল, ধর্মীয় মূল্যবোধ যে টুকু ছিল তাও হারাতে বসেছে টাকার গরমে আর দামী মোবাইল সেটের দাপটে, সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা তাদের কাছে এখন জিম্মি।
হাটে বাজারে, কি দোকানে, দরদামের প্রয়োজন নেই অথচ বেগ ভর্তি ,কেউ কেউ ইতি মধ্যে চুরির খাতায়ও নাম লিখিয়েছে বোরখা নামক ধর্মীয় পোষাকের আড়ালে।
দোকানে বসে ভিড়ের মধ্যে কিছু নিয়ে চম্পট , ধরার সুযোগ নেই আবার ধরা পড়লে মাথা গরম (আমাদের কি ঐ রকম মনে করেন নাকি)
কিছুদিন আগে বাজারে এক সম্ভ্রান্ত মহিলাকে রিক্সায় একা পেয়ে চাচী চাচী বলে স্বর্ন বিক্রির নাম করে কি যেন ছুইয়ে আলাভোলা করে সর্বস্ব লুটে নিয়েছে এই নারী নামের কলঙ্কের দল।
প্রবাস থেকে স্বামী টাকা পাঠায় তাই শশুর শাশুরীর পাত্তা না দিয়ে টাকার গরমে পুরো সমাজ ব্যবস্থাকে ধংসের পথে নিয়ে যাচ্ছে এরা , বাধা দিলেই বিপত্তি যার ফলে বখাটেদের উৎপাত বেড়েছে, বেড়েছে পারিবারিক সমস্যা এভাবে চলতে থাকলে কি অবস্থা হবে সমাজের ,
অসম প্রেম চার পাঁচ বাচ্চা রেখে পালিয়ে যাওয়া , মোবাইল ফোন এদের বড় হাতিয়ার অপরিচিত লোকদের সাথে প্রথমে ফোনালাপ তার পর উধাও আবার কয় দিন পর ফিবে আসা ।
তার পরও দাপট অথচ স্বামী বিদেশে কি চাকুরী করছেন খবর রাখেন না পরিবার থেকে প্রতিবাদতো স্বামীকে ঐ দ্রুত যন্ত্রটি দিয়ে উল্টো পাল্টো বুঝিয়ে মরার উপর খরার ঘাঁ এই যা অবস্থা। ভবিষ্যত প্রজম্মের দিকে তাকিয়ে বিরত হবেন কিনা জানিনা কিন্তু এ সমাজ তিলে তিলে ধংস হবে আমরা চেয়ে চেয়ে দেখবো প্রবাসী ভাইয়েরা স্ত্রীর সঠিক খোজ খবর নিয়ে ব্যবস্থা নিলে সমাজের দায়বদ্ধতা থেকে যেমন আপনি বাচবেন তেমনি বাচবে দেশ ও জাতি থাকবে পরিবার প্রথা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




