


এরা গার্মেন্টস কর্মী . . . . . . .। তাই হয়তো এদের হত্যার বিচার হয় না।




এরা লঞ্চ যাত্রী . . . . . . .। তাই হয়তো এদের হত্যার বিচার হয় না।



এরা সাধারন মানুষ / সাংবাদিক/ পরিচয়হীন . . . . . .। তাই হয়তো এদের হত্যার বিচার হয় না।



এরা বাংলাদেশ এর আর্মি অফিসার . . . . . . .। এদের হত্যার বিচারের নামে কি হচ্ছে আল্লাই জানে.।।



এরা বাংলাদেশি. . . . . . .। তাই এদের হত্যার বিচার প্রশ্নই আসে না।

এরা রাজাকার . . . . . .। কবে এদের বিচার শেষ হবে আল্লাই জানে





এরা বাংলাদেশের নদীর নতুন মাছ (বিএনপি/শিবির কর্মী). . . . . .। তাই এদের হত্যার বিচার প্রশ্নই আসে না।




কিন্তু এরাতো আপনাদের লোক . . . . . এদের হত্যার বিচার বিচার হয় না কেন???
সরকারের ৫ বছরে সারা দেশে খুনের ঘটনা ঘটেছে ২০ হাজার ৬৯৩টি। বাংলাদেশ পুলিশ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সে হিসেবে প্রতিদিন গড়ে ১২ জন খুন হয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী ২০০৯ সালে সারা দেশে ৪ হাজার ২১৯ জন, ২০১০ সালে ৩ হাজার ৯৮৮ জন, ২০১১ সালে ৩ হাজার ৯৬৬ জন, ২০১২ সালের ৪ হাজার ৪১১৪ জন এবং ২০১৩ সালে ৪ হাজার ৪০৬ জন খুন হয়েছেন।
আরও কিছু লিখতে চাইলাম ইচ্ছে করছে না। লিখে আর কি হবে?
একটা প্রশ্ন মন্ত্রীদেরকে করতে চাই.।.। আপনারা অনেক বড় বড় কথা বলেন। যদি আপনার আপন ভাইকে কেউ হত্যা করলে তার বিচার করতে পারবেন?আমার মতো সাধারন মানুষের কথা না হয় বাদেই দিলাম.।.।।।