সামু পরিবারের সকল ব্লগার ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা... ঈদ মোবারক
শুরুতেই বলে দিই আমি হাদীস বোদ্ধা নয়! তবে একসময় কুরআন হাদীস নিয়ে বিস্তর স্ট্যাডি করেছিলাম এই যা!
কুরবানীর মূল উদ্দ্যেশ্যটা আসলে কি ? এইটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কুরবানী দেওয়া একটা আনুষ্ঠানিক ভাবে পশু জবাই করা ছাড়া আর কিছুই না! আর যদি শুধু মাংস খাবার জন্য যদি কুরবানীর উদ্দ্যেশ্য হয় তাহলে সেটা ঈদকে কেন্দ্র করেই করতে হবে এমনতো কোন কথা নাই? যে কোন সময়েই দেওয়া যায় স্পেশালি শবে বরাত, শবে ক্বদরের সময় অনেকেই করে থাকেন আর এই মাংসে কোন ধরা বাধা নিয়ম নেই সম্পূর্নটাই আপনার! আর আমার জানামতে ঈদের সময়ে দামটাও একটু বেশি থাকে ফলে অন্য সময় ভালো দামে কেনে যাবে।
কিন্ত প্রশ্ন যখন আসে কুরবানী তখন প্রধান যে দুইটা জিনিস প্রাধান্য পায় তা হলো ১) ত্যাগ ২) আল্লাহর সন্তুষ্টি আর আমাদের জন্য সবচেয়ে উত্তম প্রন্থা রাসুল(সঃ) যেভাবে করতেন সেটাকেই অনুসরন করা।
আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই যেই কাজটা দেখা যায় রোকন সাহেব ৪৫ হাজার টাকা দিয়ে গরু কিনেছেন আমাকে ৫০ হাজার টাকা দিয়ে না কিনলেই না! অতঃপর কুরবানী দিয়ে মাংস ওজন করা এবং দাম ক্যালকুলেশন করা ইশ! আমি হাইরা গেলাম, নাহ! জিতছি ? ভাই আপনাদের গরুর কয় মন মাংস হলো? আপনি কি ব্যাবসা করছেন, না আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি বা ত্যাগ ? কি ত্যাগ করলেন ?
আর একটা কথা যেটা আর তা হলো এই কুরবানীর নিয়ম রাসুল সাঃ এর পূর্ব নবী থেকে আবির্ভুত তারপর নবীজি পেয়েছেন তার থেকে তার সাহাবীরা পেয়েছেন, তারপর তার অনুসারীরা এইতো!
আর কুরবানির জন্য সর্বজন গ্রহন যোগ্য নিয়ম হচ্ছে মাংসটাকে সমান ৩ ভাগে ভাগ করা! অতঃপর একভাগ নিজেদের জন্য রাখা, একভাগ প্রতিবেশী এবং নিকট আত্নিয়দের মাঝে বিতরন করা আর আরেকভাগ দুঃস্থ অসহায়দের মাঝে বিতরন করা!
কুরবানীর উদ্দ্যেশ্য যদি সঠিক থাকে তাহলে আল্লাহ রাসুলের এই নিয়মই অনুসরন করা উচিত বলে মনে করি। আর তা না হলে এখনকার সব ফতোয়াবাজ আলেমদের কথা মতো কাজ করা বা লতিফ সিদ্দিকির মতন মন্তব্য করা কুরবানি দিয়ে অযথা টাকার অপচয় করার কি দরকার ? খালি খাইবেন আর হা**** তার চেয়ে সেই টাকা দিয়ে অন্য কিছু করেন কাজে লাগবে!!
অবশ্যই আজকাল অনেকে গোশত জমা করে সেখান থেকে প্রতিবেশী ও ফকীর-মিসকীনদের কিছু কিছু দিয়ে বাকী গোশত পুনরায় নিজেদের মধ্যে বণ্টন করে নেন, এটি একটি কুপ্রথা। এর মাধ্যমে কৃপণতা প্রকাশ পায়, যা অবশ্যই পরিত্যাজ্য।
আল্লাহ আপনার/আমার সকলের কোরবানি কবুল করুক। আমিন...
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





