পাবলিক টয়লেটে যাওয়ার সময় টয়লেট ইনচার্জ আটকালো,
জিগাইলাম কি টাকা এডভান্স লাগবে? এই লন ২টাকা
-হুঁ হুঁ
তাইলে কি বেশি লাগবে? এই লন ৫ টাকা
-হুঁ হুঁ
হুঁ হুঁ না করে কি সমস্যা বলেন, বেশি চাপসে
এইখানেই হয়া যাবে কিন্তু??
-আইডি কার্ড দেখান
অতপর একটি ধপাস শব্দ...!
বিঃ দ্রঃ- ভোট দিতে আইডি কার্ড না নিলেও, টয়লেটে যেতে মনে কৈরা আইডি কার্ড লইয়া যাইবেন!
নোটঃ আগামী কয়েকদিনে এটাও হবে হয়তো, কারণ পলক ও তারানার সরকারের ডিজিটাল বাংলাদেশ অসম্ভবের কিছু না!
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




