
ছেলেটার নাম অলোক দিক্ষিত। পেশায় একজন এনজিও কর্মকর্তা, ভালবেসে বিয়ে করেছেন একজন এসিড দগ্ধ নারীকে। আর দীর্ঘ সংসারের পর তাদের দুইজনের সম্প্রতি তাদের কোল জুড়ে এসেছে ফুট ফুটে সন্তান। অলোক প্রমাণ করেছেন মানুষের চেহারাই সব কিছু নয়, ভালোবাসার এত ক্ষমতা যা অসুন্দরকে ঢেকে দিতে জানে খুব সুক্ষভাবে..
মানবতার এই নজীর জীবনকে প্রেম সুখ শান্তিতে ভরিয়ে রাখুক।
সুন্দর আর অসুন্দর বিষয়টি আপেক্ষিক। ভালোবাসা সত্য এবং সুন্দর তা প্রমান করেই দিলেন অলোক দিক্ষিত।
স্যালুট অলোক ভাই...
ছবিঃ ফয়সাল মাহমুদ নীল এর ফেসবুক থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




