somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গালিবের শায়েরী- মহব্বত কি শায়েরী পর্ব -২

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গালিবের শায়েরী- মহব্বত কি শায়েরী পর্ব -২

গালিবের শায়েরী- মহব্বত কি শায়েরী পর্ব -১


২১
হম হ্যায় মুশতাক,
অওর ওহ্ বেজার,
ইয়া ইলাহি ৷
ইয়ে মাজরা ক্যা হ্যায় ?

( আমি ব্যাকুল আর সে বিরক্ত ৷ হে ঈশ্বর ! এ কেমন ব্যাপার !)

২২
দিল-এ- নাদাঁ
তুজে হুয়া ক্যা হ্যায়
আখির ইশ্ দর্দকী
দবা ক্যা হ্যায় ৷

( হে ছেলেমানুষ হৃদয় আমার, কি হয়েছে তোমার ?
বলে দাও আমায় তুমি, তোমার এই বেদনার ঔষধ শেষ
অবধি আছে কোথায় ? )

২৩
সর ফোরনা ওহ্
‘গালিব’ এ শোরীদা হাল কা,
ইয়াদ আ গয়া মুঝে
তিরী দীবার দেখ কর ৷

( কোনো এক সময়ে প্রেম-পাগল গালিব, মাথা ঠুকে
ঠুকে প্রাণ-ই প্রায় দিয়ে দিয়েছিল তার তোমার গৃহের অঙ্গন-প্রাচীর দেখে, সেই পাগলামির কথাই মনে পড়লো আবার ৷)

২৪
হু গিহফতারে
উলফতে্ সৈয়দ,
বরনা বাকী হ্যায়
তাকত্-এ-পরওয়াজ ৷

( বন্দী করেছে আমায় শিকারী ভালবাসার ডোর না
হ’লে এখন আমার ডানায় উড়বার শক্তি অবশিষ্ট ছিল )
২৫
খেল সমঝা হ্যায়, কহী ছোড় না দে,
ভুল না যায়ে,
কাশ, ইউভী হো
কি বিন মেরে সতায়ে না নে ৷


( প্রেমকে খেলা ভেবে সে যেন ছেড়ে না দেয়, ভুলে না যায়
আমায় হায়, যদি এমন হতো আমাকে যন্ত্রণানা দিয়ে ,
সে একটিক্ষণের জন্যও শাস্তিনা পেত ৷)
২৬
করে হ্যায় কতল
লগাবটমে তেরা রো দেনা,
তেরী তরহা কোই
তেগ-এ-নিগহ্কো আব তো দো ৷

( আমায় খুন করে ফেলছে যেন, ভালোবাসার এই কান্না
তোমার ৷ আশ্রুভরা আঁখির ধার, যেন তীক্ষ্নতা তরবারির ৷)
২৭
জহাঁ তেরা নকশ্-এ-কদম
দেখতে হ্যায়,
খয়াবাঁ খয়াবাঁ ইরম
দেখতে হ্যায় ৷


(যেখানে তোমার চরণ-চিহ্ন দেখি আমি সেই পথেই
যেন স্বর্গের উদ্যান দেখি আমি ৷)
২৮
খত আয়া ,
হুই দিলকো তসল্লী, লেকিন
দিল তড়পনা লগা
জব ইয়াদ তুমহারী আয়ী ৷


( তোমার চিঠি এলো, এ মন আমার সান্ত্বনা
পেল কিন্ত্ত অন্তর-স্থল আবার বিদীর্ণ হতে
লাগলো, যখন তোমার কথা মনে পড়লো ৷)
২৯
দিল লগ কর লগ গয়া
উনকোভী তনহা্ বৈঠনা
বারে, আপনী বেকসী কা
হমনে পাই দাদ য়াঁ ৷


( হৃদয়ের সম্পর্ক গড়ে তারও অভ্যাস হয়েছে একেলা
বসে থাকার ৷ হায় রে ! নিজের এই নিঃসহায় অবস্থায়, আমার কি এই প্রশংসাই প্রাপ্য ?)
৩০
ফায়দা ক্যা, সোচ,
আখির তু ভী দানা হ্যায় ‘অসদ’,
দোস্তী নাঁদা কী হ্যায়,
জী কা জিয়াঁ হো যায়েগা ৷

(‘অসদ’ তুমি তো বুদ্ধমান, ভেবে দেখো কি লাভ
হবে তোমার এই এক অপরিণতার বন্ধুত্বে নিজের
প্রাণ-ই লোকসান হয়ে যাবে তোমার ৷)
৩১
ফির মুঝে দীদার-এ তর
ইয়াদ আয়া,
দিল জিগর তশনা-এ-
ফরিয়াদ আয়া ৷

(আবার সেই সুন্দরীর সিক্ত-আখির কথা মনে পড়লো আমার ৷
এ হৃদয়-কলিজা আমার, তাকে নালিশ জানানোর জন্য পিপাসার্ত হয়ে উঠলো ৷)
৩২
নজর লগে না কহীঁ
উসকে দস্তো-বাজু কো
ইয়ে লোগ কিঁউ মেরে
জখমে-জীগরকো দেখতে হ্যায় ৷

(তার ওই সুগঠিত হাত আর পরে’ যেন
কারুর নজর না থমকে যায় ৷ এই সব লোকেরা
সেই সঙ্গে দেখে না কেন, আমার আহত হৃদয়টাকেই ?)
৩৩
হম থে মরনে কো খড়ে
পাস না আয়া, না সহী
আখির উস্ শোখকে তরকশ্মে
কোই তীরভী থা ?

(আমি তো মৃত্যুকে বরণ করবো বলেই দাড়িয়ে ছিলাম ৷
না হয় সে আমার কাছেই এলো না আচ্ছা,আজ বিশেষ কোনো মারন তীরই কি ছিল না,ওই চঞ্চলা রূপয়ীর তৃণে ?)
৩৪
দীদার, ওয়াদা, হৌসলা,
সাকী,নিগাহ্ মস্ত,
বজম-এ-খয়াল,
মৈঁ কদা-এ বেখরোশ হ্যায় ৷

( দর্শন, প্রতিশ্রুতি, প্রবল আকাঙক্ষা, সাকী,মদিরাচ্ছন্ন দৃষ্টি
কল্পনার জলসাঘরে নেই কোনো কোলাহল মদিরালয়ের ৷)
৩৫
দিল দিয়া জানকে
কিঁউ উসকো বফাদার ‘অসদ’
গলতী কী কি জো
কাফির কো মুসলমাঁ সমঝা ৷


(তার ভালবাসাকে বিশ্বাস করে , ‘অসদ’ কেন হৃদয় দিলে
তাকে ?ভুল তো করেছো তুমি, সে অধার্মিককে ধার্মিক মুসলমান
ভেবে ৷)
৩৬
লাগ হো তো
উসকো হম সমঝে লগাও,
যব না হো কুছভী,
তো ধোঁকা খায়ে ক্যা ৷

(তার সাথে যদি যোগাযোগ থাকতো কিছুমাত্র,আমার
হৃদয়কে বোঝাতাম আমি ৷ যখন কিছুই নেই সম্পর্ক,
মিথ্যে কুহেলীকায় নিজেকে কেন প্রতারিত করবো আমি ?)
৩৭
হমকো সিতম অজীজ,
সিতমগরকো হম অজীজ
না-মেহেরবাঁ নহীঁ হ্যায়,
অগর মেহেরবাঁ নহীঁ ৷

( আমার কাছে তার নিষ্ঠুরতা প্রিয়, আর সে নিষ্ঠুরের
কাছে আমি প্রিয় ৷ সে নির্দয় এমন অপ্রিয় প্রসঙ্গের
অবতারনার প্রয়োজনই বা কি, যদি সে দয়ালু-ই না হয় ?)
৩৮
ঝমা করতে হো
কিঁউ রকীবোঁ কো,
ইক্ তমাশা হুয়া,
গিলা না হুয়া ৷
( তুমি ডেকে ডেকে কেন জমা করছো শত্রুদের আমার ?
এতো একটা তামাশাই হয়ে গেল, আমার বিরুদ্ধে নালিশই
তো জানানো হলো না তোমার ৷)
৩৯
হম রশ্ক কো অপনে ভীঁ
গবারা নহীঁ করতে,
মরতে হ্যায়,
বলে উনকী তমান্না নহীঁ করতে ৷

(ঈর্ষার সময় আমি নিজের প্রিয়জনকে পর্যন্ত সহ্য করতে
পারি না যার জন্য প্রাণ দিই তখন তাকেও কামনা করতে
পারি না ৷)
৪০
দিলমে জৌকে-বস্নো-ইয়াদে-ইয়ার
তক্ বাকী নহী,
আগ ইস্ ঘর কো লগী এয়সী
কি যো থা জল গয়া ৷

( প্রিয়-মিলনের কোনো আকাঙ্খিত স্মৃতি পর্যন্ত আর
বাকী নেই আমার হৃদয় আগুন এমনইলাগলো
আমার ঘরে যে সবকিছুই জ্বলে খাক্ হয়ে গেল ৷)
৪১
মেহেরবাঁ হোকে বুলা লো মুঝে
চাহো যিস্ বকত্,
ম্যাঁয় গয়া বকত্ নহীঁ হুঁ
কি ফির আভী ন সকুঁ ৷

(দয়া করে তুমি ডেকে নিও আমায়, তোমার যে কোনো
সময়ই আমি তো চলে যাওয়ার সময় নই,যে ফিরে
আসতে পারবো না আবার ৷
৪২
গিরিয়া নিকালে হ্যায়
তেরী বজমসে্, মুঝকো ,
হায় কি রোনেপে
ইখতি্য়ার নহীঁ হ্যায় ৷

( আমার উচ্ছ্বসিত অশ্রুর কারণে বহিস্কৃত হচ্ছি আমি
তোমার জলসাঘর থেকে হায়, নিজের অশ্রুর ওপরও
কি কোনো অধিকার নেই আমার ?)
৪৩
ম্যাঁয়নে রোকা রাত গালিবকো,
বগর্না দেখতে,
উসকে সৈলে গিরিয়ামে
গদুঁ কফে সৈলাব থা ৷

( আমি কালরাতে গালিবকে থামিয়ে দিয়েছিলাম না হ’লে
দেখতে, তার অশ্রুবন্যায় আকাশও ভেসে যেত ৷)
৪৪
তুম অপনে শিকবেকী বাতেঁ,
না খোদ খোদকে পুছো,
হজর করো মিরে দলসে,
কি ইসমে্ আগ দবী হ্যায় ৷

( তুমি তোমার অভিযোগের উত্তর জানতে চেও না
হৃদয় খুঁড়ে খুঁড়ে আমার ভয় পাও আমার এ
হৃদয়কে, আগুন যে এর মাঝে চাপা পড়ে আছে ৷)
৪৫
রুখসতে-নালা মুঝে দে
কি মুবাদা জালিম
তেরে চেহরে সে হো জাহির
গমে-পিনহা আপনা ৷

( হে নিষ্ঠুর প্রিয়া আমার, এই বিদায়-ক্ষণে কাদঁতে দাও
আমায় আমি চলে যাবার পর যেন এমন না হয়, তোমার
ও মুখ ‘পরেই প্রকাশিত হয়ে পড়ে আমার লুকানো দুঃখসকল ৷)





ভাষান্তর-বহ্নিশিখা ভট্টাচার্য
(চলবে)
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেনারেল রাও ফরমান আলী ছিল ইন্ডিয়ান 'র'-এর এজেন্ট

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২২



জেনারেল রাও ফরমান আলী ছিল ইন্ডিয়ান 'র'-এর একজন এজেন্ট। এই তথ্য কেউ জানতো না। তার ফ্যামিলিও জানতো না। ১৯৪১ সালে বর্ডার ক্রস করে সে ঢুকেছিল পাকিস্তান। তারপর আস্তে আস্তে... ...বাকিটুকু পড়ুন

বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

লিখেছেন নতুন নকিব, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৫

বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

বন্ডাই সৈকতের হামলাস্থল। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকত এলাকায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দুই অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে গুলি চালিয়েছে। এতে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ সর্বত্র বিরাজমাণ নন বলা কুফুরী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪



সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই... ...বাকিটুকু পড়ুন

বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

লিখেছেন প্রামানিক, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৩


ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।

১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

লিখেছেন জেন একাত্তর, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৮




ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন

×