somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাইকেল মধুসূদন দত্তের চতুর্দ্দশপদী কবিতাবলী পর্ব-৫

২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাইকেল মধুসূদন দত্তের চতুর্দ্দশপদী কবিতাবলী পর্ব-৫

পর্ব-১
পর্ব-২
পর্ব-৩
পর্ব-৪


৪৬
বঙ্গদেশে এক মান্য বন্ধুর উপলক্ষে৫৬
হায় রে কোথা সে বিদ্যা যে বিদ্যার বলে
দুরে থাকি পার্থ রথী তোমার চরণে
প্রণমিলা দ্রোণগুরু  আপন কুশলে
তুষিলা তোমার কর্ণ গোগৃহের রণে ?৫৭
এ মম মিনতি দেব আসি অকিঞ্চনে৫৮
শিখাও সে মহাবিদ্যা এ দূর অঞ্চলে ৷
তা হলে পুজিব আজি মজি কুতুহলে
মানি যাঁরে পদ তাঁর ভারত-ভবনে 
নমি পায়ে কব কানে অতি মৃদুস্বরে
বেঁচে আছে আজু৫৯ দাস তোমার প্রসাদে৬০
অচিরে ফিরিব পুনঃ হস্তিনা-নগরে
কেড়ে লব রাজ-পদ তব আশীর্ব্বাদে ৷
কত যে কি বিদ্যা-লাভ দ্বাদশ বৎসরে
করিনু দেখিবে দেব স্নেহের আহ্লাদে ৷

৪৭
শ্মশান
বড় ভাল বাসি আমি ভ্রমিতে এ স্থলে
তত্ত্ব-ধীক্ষা-দায়ী স্থল জ্ঞানের নয়নে ৷
নীরবে আসীন হেথা দেখি ভস্মাসনে
মৃত্যুতেজোহীন আঁখি হাড়-মালা গলে
বিকট অধরে হাসি যেন ঠাট-ছলে 
অর্থের গৌরব বৃথা হেথা এ সদনে
রূপের প্রফুল্ল ফুল শুষ্ক হুতাশনে
বিদ্যা বুদ্ধি বল মান বিফল সকলে ৷
কি সুন্দর অট্টালিকা কি কুটীর-বাসী
কি রাজা কি প্রজা হেথা উভয়ের গতি ৷
জীবনের স্রোত পড়ে এ সাগরে আসি ৷
গহন কাননে বায়ু উড়ায় যেমতি
পত্র-পুঞ্জে আয়ু-কুঞ্জে কাল জীব-রাশি
উড়ায়ে এ নদ-পাড়ে তাড়ায় তেমতি ৷
৪৮
করুণ-রস
সুন্দর নদের তীরে হেরিনু সুন্দরী
বামারে মলীন-মুখী শরদের শশী
রাহুর তরাসে যেন  সে বিরলে বসি
মৃদে কাঁদে সুবদনা ঝরঝরে ঝরি
গলে অশ্রু-বিন্দু যেন মুক্তা-ফল খসি 
সে নদের স্রোত অশ্রু পরশন করি
ভাসে ফুল্ল কমলের স্বর্ণকান্তি ধরি
মধুলোভী মধুকরে মধুরসে রসি
গন্ধামোদী গন্ধবহে সুগন্ধ প্রদানি ৷
না পারি বুঝিতে মায়া চাহিনু চঞ্চলে
চৌদিকে বিজন দেশ হৈল দেব-বাণী
কবিতা-রসের স্রোতঃ এ নদের ছলে
সেই ধন্য বশ সতী যার তপোবলে 

৪৯
সীতা বনবাসে
ফিরাইলা বনপথে অতি ক্ষুণ্ন মনে
সুরথী লক্ষণ রথ তিতি চক্ষুঃ-জলে
উজলিল বন-রাজী কনক কিরণে
স্যন্দন দিনেন্দ্র যেন অস্তের অচলে ৷
নদী-পারে একাকিনী সে বিজন বনে
দাঁড়ায়ে কহিলা সতী শোকের বিহ্বলে
ত্যজিলা কি রঘু-রাজ আজি এই ছলে
চির জন্যে জানকীরে ? হে নাথ  কেমনে
কেমনে বাঁচিবে দাসী ও পদ-বিরহে ?
কে কহ বারিদ-রূপে স্নেহ-বারি দানে
(দাবানল-রূপে যবে দুখানল দহে)
জুড়াবে হে রঘুচুড়া এ পোড়া পরাণে ?
নীরবিলা ধীরে সাধ্বী নির্ম্মিত পাষাণে 
৫০
কত ক্ষণে কাঁদি পুনঃ কহিলা সুন্দরী
নিদ্রায় কি দেখি সত্য ভাবি কুস্বপনে ?
হায় অভাগিনী সীতা  ওই যে সে তরি
যাহে বহি বৈদেহীরে আনিলা এ বনে
দেবর  নদীর স্রোতে একাকিনী মরি 
কাঁপি ভয়ে ভাসে ডিঙ্গা কান্ডারী-বিরনে 
অচিরে তরঙ্গ-চয় নিষ্ঠুরে লো ধরি
গ্রসিবে নতুবা পাড়ে তাড়ায়ে পীড়নে
ভাঙ্গি বিনাশিবে ওরে  হে রাঘব-পতি
এ দশা দাসীর আজি এ সংসার-জলে 
ও পদ ব্যতীত নাথ কোথা তার গতি 
মুর্চ্ছায় পড়িলা সতী সহসা ভূতলে
পাষাণ-নির্ম্মিত মুর্ত্তি কাননে যেমতি
পড়ে বহে ঝড় যবে প্রলয়ের বলে ৷
৫১
বিজয়া-দশমী
যেয়ো না রজনি আজি লয়ে তারাদলে 
গেলে তুমি দয়াময়ি এ পরাণ যাবে 
উদিলে নির্দ্দয় রবি উদয়-অচলে
নয়নের মণি মোর নয়ন হারাবে 
বার মাস তিতি সতি নিত্য অশ্রুজলে
পেয়েছি উমায় আমি  কি সান্ত্বনা-ভাবে
তিনটি দিনেতে কহ লো তারা-কুন্তলে
এ দীর্ঘ বিরহ-জ্বালা এ মন জুড়াবে ?
তিন দিন স্বর্ণদীপ জ্বলিতেছে ঘরে
দূর করি অন্ধকার শুনিতেছি বাণী
মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণ-কুহরে 
দ্বিগুণ আঁধার ঘর হবে আমি জানি
নিবাও এ দীপ যদি কহিলা কাতরে
নবমীর নিশা-শেষে গিরীশের রাণী ৷৬২

৫২
কোজাগর-লক্ষ্মীপূজা
শোভ নভে নিশাপতি এবে হে বিমলে 
হেমাঙ্গি রোহিণি তুমি অঙ্গ-ভঙ্গি করি
হুলাহুলি দিয়া নাচ তারা-সঙ্গি-দলে 
জান না কি কোন্ ব্রতে লো সুর-সুন্দরি
রত ও নিশায় বঙ্গ ? পূজে কুতুহলে
ধন্য তিথি ও পূর্ণিমা ধন্য বিভাবরী 
হৃদয়-মন্দিরে দেবি বন্দি এ প্রবাসে
এ দাস এ ভিক্ষা আজি মাগে রাঙা পদে
থাক বঙ্গ-গৃহে যথা মানসে মা হাসে
চিররুচি৬৩ কোকনদ বাসে৬৪ কোকনদে
সুগন্ধ সুরত্নে জোৎস্না সুতারা আকাশে
শুক্তির উদরে মুক্তা মুক্তি গঙ্গা-হ্রদে 
৫৩
বীর-রস
ভৈরব-আকৃতি শূরে দেখিনু নয়নে
গিরি-শিরি বায়ু-রথে পূর্ণ ইরম্মদে
প্রলয়ের মেঘ যেন  ভীম৬৫ শরাসনে
ধরি বাম করে বীর মত্ত বীর-মদে
টঙ্কারিছে মুহুর্মুহুঃ হুঙ্কারি ভীষণে
ব্যোমকেশ-সম কায় ধরাতল পদে
রতন-মন্ডিত শিরঃ ঠেকিছে গগনে
বিজলী-ঝলসা-রূপে উজলি জলদে ৷
চাঁদের পরিধি যেন রাহুর গরাসে
ঢালখান উরু-দেশে অসি তীক্ষ্ন অতি
চৌদিকে  বিবিধ অস্ত্র ৷ সুধিনু তরসে
কে এ মহাজন কহ গিরি মহামতি ?
আইল শব্দ বহি স্তব্ধ আকাশে
বীর-রস এ বীরেন্দ্র রস-কুল-পতি 
৫৪
গদা-যুদ্ধ
দুই মত্ত হস্তী যথা ঊর্দ্ধশুন্ড করি
রকত-বরণ আঁখি গরজে সঘনে
ঘুরায়ে ভীষণ গদা শূন্যে কাল রণে
গরজিলা দুর্য্যোধন গরজিলা অরি
ভীমসেন ৷ অধীরে ধরা থর থর থরি
কঁপিলা টলিল গিরি সে ঘন কম্পনে
উথলিল দ্বৈপায়নে জলের লহরী
ঝড়ে যেন  যথা মেঘ বজ্রানলে ভরা
বজ্রানলে ভরা মেঘে আঘাতিলে বলে
উজলি চৌদিক তেজে বাহিরায় ত্বরা
বিজলী গদায় গদা লাগি রণ-স্থলে
উগরিল অগ্নি-কণা দরশন-হরা 
আতঙ্কে বিহঙ্গ-দল পড়িল ভূতলে ৷৷৬৬
৫৫
গোগৃহ-রণে
হুহুঙ্কারি টঙ্কারিলা ধনুঃ ধনুর্দ্ধারী
ধনঞ্জয় ধনঞ্জয় প্রলয়ে যেমতি ৬৭
চৌদিকে ঘেরিল বীরে রথ সারি সারি
স্থির বিজলীর তেজঃ বিজলীর গতি 
শর-জালে শূর-ব্রজে সহজে সংহারি
শূরেন্দ্র শোভিলা পুনঃ যথা দিনপতি
প্রখর কিরণে মেঘে খ-মুখে নিবারি
শোভেন অম্লানে নভে ৷ উত্তরের প্রতি
কহিলা আনন্দে বলী চালাও সানন্দে৬৮
বিরাট-নন্দন দ্রুতে যথা সৈন-দলে
লুকাইছে দুর্য্যোন হেরি মোরে রণে
তেজস্বী মৈনাক যথা সাগরের জলে
বজ্রাগ্নির কাল তেজে ভয় পেয়ে মনে ৷৬৯
দন্ডিব প্রচন্ডে দৃষ্টে গান্ডিবের বলে ৷
৫৬
কুরুক্ষেত্র
যথা দাবানল বেড়ে অনল-প্রাচীরে
সিংহ-বৎসে ৷ সপ্ত রথী বেড়িলা তেমতি
কুমারে ৷অনল-কণা-রূপে শর শিরে
পড়ে পুঞ্জে পুঞ্জে পুড়ি অনিবার-গতি 
সে কাল অনল-তেজে সে বনে যেমতি
রোষে ভয়ে সিংহ-শিশু রজে অস্থিরে
গরজিলা মহাবাহু চারি দিকে ফিরে
রোষে ভয়ে ৷ ধরি ঘন ধূমের মুরতি
উড়িল চৌদিকে ধূলা পদ-আস্ফালনে
অশ্বের ৷ নিশ্বাস ছাড়ি আর্জ্জুনি বিষাদে
ছাড়িলা জীবন-আশা তরুণ যৌবনে ৷
আঁধারি চৌদিক যথা রাহু গ্রাসে চাঁদে
গ্রাসিলা বীরেশে যম ৷ অন্তের শয়নে
নিদ্রা গেলা অভিমন্যু অন্যায় বিবাদে ৷৭০

সূত্রঃ ইন্টারনেট,
মধুসূদন কাব্য সমগ্র-বাংলা একাডেমী,
মধুসূদন রচনাবলী-সম্পাদনা সব্যসাচী রায়,কলিকাতা


পাদটীকাঃ
৫৬ ৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে রচিত ৷
৫৭ ৷ মহাভারতের গোগৃহ যুদ্ধের প্রসঙ্গ ৷
৫৮ ৷ নিঃস্ব ৷
৫৯ ৷ আজও ৷
৬০ ৷ দয়ায় ৷ ফ্রান্সে নিদারুণ আর্থিক সঙ্কটকালে বিদ্যাসাগর মহাশয় কবিকে সাহায্য পাঠিয়েছিলেন ৷
৬১ ৷ ----------
৬২ ৷ মেনকা ৷ বাংলা শাক্তপদাবলীর অন্তর্গত আগমনী ও বিজয়াসঙ্গীত থেকে উপাদান সংগৃহীত ৷
৬৩ ৷ অম্লান সৌন্দর্য ৷
৬৪ ৷ বাস করে ৷
৬৫ ৷ ভয়ানক ৷
৬৬ ৷ মহাভারতের গদাপর্বের প্রসঙ্গ ৷
৬৭ ৷ মহাভারতের বিরাটপর্বের প্রসঙ্গ ৷
৬৮ ৷ রথ ৷
৬৯ ৷ মৈনাক পর্বত ও ইন্দ্রের বিরোধের পৌরণিক প্রসঙ্গ ৷
৭০ ৷ মহাভারতের দ্রোণ পর্বের প্রসঙ্গ ৷
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেনারেল রাও ফরমান আলী ছিল ইন্ডিয়ান 'র'-এর এজেন্ট

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২২



জেনারেল রাও ফরমান আলী ছিল ইন্ডিয়ান 'র'-এর একজন এজেন্ট। এই তথ্য কেউ জানতো না। তার ফ্যামিলিও জানতো না। ১৯৪১ সালে বর্ডার ক্রস করে সে ঢুকেছিল পাকিস্তান। তারপর আস্তে আস্তে... ...বাকিটুকু পড়ুন

বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

লিখেছেন নতুন নকিব, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৫

বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

বন্ডাই সৈকতের হামলাস্থল। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকত এলাকায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দুই অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে গুলি চালিয়েছে। এতে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ সর্বত্র বিরাজমাণ নন বলা কুফুরী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪



সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই... ...বাকিটুকু পড়ুন

বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

লিখেছেন প্রামানিক, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৩


ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।

১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

লিখেছেন জেন একাত্তর, ১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৮




ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন

×