ঢাকা অভিমুখী একচোখা সাম্প্রদায়িক দল বিজেপি’র মার্চ ত্রিপুরাতে আটকে দিয়েছে ইন্ডিয়ান পুলিশ।
কয়েকটি প্রশ্ন -
কয়েকটি প্রশ্ন -
বিজেপি কী চায়?
বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে নিজস্ব গতিতে, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। এই প্রক্রিয়াকে প্রভাবিত করার স্পর্ধা ওরা পায় কী করে?
বিজেপি কী গায়ের বাংলাদেশের সীমানা মানতে চায় না?
বাংলাদেশের কোন পক্ষ থেকে ওরা নেমন্তন্ন পেয়েছ?
কেন মাত্র ৮০০ কর্মী জড়ো করে বিজেপি বাংলাদেশের সার্বভৌমত্বকে যে বৃদ্ধাঙ্গুলী দেখালো? এটা কী প্রতীকী পদক্ষেপ নাকি অন্য কিছু।
সীমানা অতিক্রমের সময় শুধু কী বাংলাদেশী নাগরিকদের গুলি করার নির্দেশ আছে বিএসএফের কাছে?
বিজেপির উগ্রবাদীদের গুলি না করে শুধু বিতর্ক করে কেন ফেরত পাঠালো ইন্ডিয়ান পুলিশ?
বাংলাদেশের আভ্যন্তরীণ হস্তক্ষেপের বিষয়ে ইন্ডিয়ার সরকার কেন পৃষ্ঠপোষকের ভুমিকা পালন করবে?
কলকাতাভিত্তিক বঙ্গসেনার নার্সারী ও বঙ্গভুমি ষড়যন্ত্রের হোতাদের কেন বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হবে না?
ইন্ডিয়ার রাষ্ট্রপতি, পররাষ্ট্র মন্ত্রী এবং বিরোধীদল সবার শাহবাগের প্রতি এতো দরদ কেন?
গণজাগরণ মঞ্চের সাথে সংহতি প্রকাশ করতে আন্তর্জাতিক সীমানা অস্বীকার করতে হবে কেন? প্রতিবাদ বা সংহতির অন্য কোন ভাষা কী নেই?
অভিন্ন সব নদীর পানি ছিনতাই করে বাংলাদেশের পরিবেশগত যে বিপর্যয় হচ্ছে তা কী ওদের চোখে পরে না?
গুজরাট ও আসামে মুসলিম নিধনযজ্ঞের বিচার না চেয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কেন?
শিবসেনা, বজরং, বিজেপি ও মারাঠি নবনির্মাণ সেনারা যখন মুসলিমমুক্ত ‘রামরাজ্য’ ঘোষণার প্রকাশ্য হুমকি দেয় তখন তার প্রতিবাদ কেন হয় না?
মুসলিম শাসনই যে আধুনিক ভারতের স্থপতি ওরা সেটা কেন ভুলে যায়?
বিজেপি ও সুমন বাংলাদেশের সীমানা অস্বীকার, সামুর স্টিকি পোস্টের সীমানা অস্বীকার এ সব কিছু কী একই সূত্রে গাঁথা?
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। দেশপ্রেমিক জনতা জীবন দিয়ে হলেও বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে।
বিস্তারিতএখানেঃ -
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



