কিছুক্ষন পূর্বে হাসিনার বক্তব্য টিভিতে শুনলাম , সে বলল - ''বিএনপি যদি সর্বদলীয় সরকারে আসত, তাদেরকেও আসন ভাগ দেওয়া হতো''। এই কথা থেকে আওয়ামীলীগের অবস্থান পরিষ্কার হয়ে গেল।
বিএনপি নেত্রীকে লাখো ধন্যবাদ হাসিনার পাতানো ফাঁদে পা দেয়নি। আপনি সবুর করুন, সবুরে মেওয়া ফলে। এদেশের মানুষ আপনার সাথে আছে। শেখ মুজিব বাকশাল কায়েম করে বাংলা থেকে চিরতরে বিদায় নিয়েছিল, অবস্থাদৃষ্টে হাসিনাও সেই পথে যাচ্ছে।
যেখানে গ্রামের দফাদার-চৌকিদার, চেয়ারম্যান ইলেকশনে শত শত প্রার্থী হয়, সেখানে জাতীয় সংসদ ইলেকশনে প্রায় ২০০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে !
এদের মধ্যে হাসিনার সবচেয়ে ঘনিষ্ট মৃনাল কান্তি দাসকেও দেখা যাচ্ছে। জয় বাংলার দেশে সবই সম্ভব!
শেখ হাসিনার মনে রাখা উচিৎ - - বিয়ের আগে সন্তান হলে সেই সন্তান যেমন জারজ আর ভোটের আগেই যদি এমপি হয় সেই এমপি ''জারজ এমপি''!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



