এই কাহিনী এক ছেলে আর এক মেয়ের।
ধরি ছেলে বুয়েটের থার্ড ইয়ারের ছাত্র,মেয়ে ফার্ষ্ট ইয়ারের ছাত্রী।ছেলে হলে আর মেয়ে বাসায় থাকে।মেয়ে প্রতিদিন বুয়েটের বাসে করে আসা যাওয়া করে।একদিন ছেলের মোটর সাইকেল নষ্ট থাকায় টিউশনিতে যাবার জন্যে সেই বাসে ওঠে।ভীড়ের মধ্যে একবার মেয়ের চোখে তার চোখ পড়ে।উভয়েই চোখ সরিয়ে নেয়।একসময় ছেলে বাস থেকে নেমে যায়,মেয়ে নামেনা।তাকে আরো দূরে যেতে হবে।
মাসখানেক পরে ছেলে বাড়ি যাবে।যাবার পথে তার সিট পড়ে জানালার ধারে।জানালার ধারে বসে হঠাৎ তার সেই টি স্কেল ওয়ালা মেয়েটার কথা মনে পড়ে।বুকের ভেতরে খালি খালি একটা অনুভুতি তাকে গ্রাস করে।তার আর বাড়ি যাওয়া হয়না।সে ফিরে আসে ক্যাম্পাসে।
এর পর থেকে ছেলেটি ঐ রুটের বাসের নিয়মিত যাত্রী হয়ে যায়।তার মোটর সাইকেল পড়ে থাকে হলের গ্যারেজে।ধুলা জমে ভারি হয়।
কিন্তু ছেলেটা আর মেয়েটার দেখা পায়না।
কারন মেয়ের বাবা তাকে নতুন গাড়ি কিনে দিয়েছে।এখন সে আর বাসে চড়েনা।
এই ভাবে কাহিনী চলতে থাকে।
ছেলে মেয়ের আশায় মোটর সাইকেল ছেড়ে বাসে।আর মেয়ে বাস ছেড়ে গাড়িতে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১১ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



