এই বছর এই ব্লগে ইসলাম বিরোধী কোন লেখা বা কমেন্ট কিছুই চোখে পরে নাই। তন্ন তন্ন করে খুজেও কিছু পাই নাই। ব্লগে ইসলাম অবমাননাকর কোন উপাদান নেই।
এই মিথ্যা ফালতু ইসু নিয়ে ছাগুরা ও তাদের ভারাটে মোল্লারা মোনাজাতের আগেই হাঙ্গামা সুরু করে, নামাজের মাদুরে আগুন লাগানো, মসজিদের ভেতর থেকে ইটাইটি, জুতা ছোরাছুরি। আছর নামাজ না পরে মসজিদ দখলে রাখা, - এসবে কি ইসলামের অবমাননা হয় না?
অকারন হাঙ্গামা করে আবার হরতাল ডাকলো!
এই হরতালে যারা নৈতিক সমর্থন দেন, তখন কোথায় তাদের নৈতিকতা।?
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




