যারা স্বাধীনতা মানে না - বলে ৭১এ আমাদের অবস্থান সঠিক ছিল, এখনো আছে, বলেছে অনুতপ্ত হওয়ার প্রয়োজন নেই।
যারা শাসনতন্ত্র মানে না
শহিদ মিনার মানে না - কখনোই ফুল দিতে যায় না, প্রায়ই ভেঙ্গে ফেলে।
জাতীয় পতাকা মানে না -ছিড়ে ফেলে, পুড়িয়ে ফেলে
জাতীয় সংগিত মানে না- বলে হুন্দুয়ানি সংগিত।
এখন এক মেসিনওয়ালা ধর্ষক বাবার দুঃখ্যে পাগলা কুকুর হয়ে গেছে। পাব্লিকের গাড়ী ভেঙ্গে, রেললাইন উপড়ে, সেতুতে আগুন, গুলিছুড়ে, পুলিশ মেরে আতংক শৃষ্টি করতেছে। এখন হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছে। এরা দেশটাকে পাকিস্তানের মত বোমারু দেশ বানিয়ে ছাড়বে!
এদের কে কি করা উচিত?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


