বগুড়ার মাদ্রাসাটির জামায়াত-শিবির সমর্থক ছাত্ররা যুবলিগ কর্মি টিপুকে ধরে পুলিশে দিয়েছ?
বগুড়ার জামায়াত-শিবির তাকে ধরে পুলিশে দিল?
মাত্র একদিন আগে যে জামায়াত-শিবির বগুড়ায় পুলিশ মেরে তান্ডোব চালাল! ২০ পুলিশ পুড়িয়ে মারতে চেয়েছিল, আওয়ামীলীগ-যুবলিগ পিটিয়ে মেরে অফিস জালিয়ে দিল
এখন সুবোধ বালকের মত একজনকে পুলিশের হাতে তুলে দিল! তাও মাদ্রাসা থেকে!
যে শিবির পেজ থেকে যুবলিগ-সাদাপোষাকের পুলিশ খতম করার অঙ্গিকার করা হয়েছিল।
এখন সাধু বনে শহিদ মিনারের দুঁখ্যে পুলিশ তাদের বন্ধু হয়ে গেল? যেখানে তারা ফুলও দেয় না জীবনেও।
এইসব আবর্জনা নিয়ে আবার পত্রিকায় লিখে?
দিন দুপুরে সাদা-হলদে চক্রান্ত!
জামাতিদের সাদা করার জন্য কত না কষ্ট!
ইকোনমিস্ট-আলজাজিরার সাংবাদিক কিনতে পারলে দেশীগুলা পারবেনা কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



