অনেক কষ্ট বুকে বন্ধু, হাসি নিয়েছে নির্বাসন,
দেখিয়া শুনিয়া, মরমে মরেছি,
বুকে জ্বলে আজ হুতাশন।
সারলীরা আর খেলেনা বনে, হাসেনা আর বনকৌরি
নির্মম ব্যধ হানিছে যে বুকে,
বিষাক্ত তীর বুকে তারি।
স্বার্থ আর নিজের ছাড়া, কেউই ভাবেনা ভূ্বনে,
পরের কষ্ট ব্যাথা বেদনা,
শুনিতে চাহে না দু'কানে।
ভালবাসা বিকায় আজি, সময় মেপে টাকায় টাকায়,
প্রাণ থাকেনা কোন কাজে তাই,
ভরা থাকে কেবল শূণ্য ফাঁকায়।
বোনেরা আমার ধর্ষিতা হয়, দোররা মারে ফতোয়া,
প্রতিকার চাহি, প্রতিবাদ করি,
পাইনা বিচার চাহিয়া।
দেখিয়া শুনিয়া বধির হয়েছি, অন্ধ হেয়েছি শরমে,
জানি আমার অক্ষমতা,
ক্ষমা করিবেনা ধরমে।
জারনো
বরিশাল, ১৬ ফেব্রুয়ারী'১১
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



