পাগলামী মানুষের সহজাত প্রবৃ্ত্তি। প্রতিটি মানুষই তার অজান্তে এমন কিছু কার্যকলাপ করে থাকে যাতে তার পাগলামী প্রকাশ পায়। এই অহেতুক পাগলামীর কারণে কখনো কখনো সে বিব্রত হয়, লজ্জিত হয়।
হাটতে হাটতে কোন দেয়ালে লাথি মারা, কো্ন কারণ ছাড়া উচ্চ স্বরে হেসে ওঠা, বিনা কারণে বিড় বিড় করা, অহেতুক কাউকে গালিগালাজ করা বা অশ্লীল বাক্য বানে অতিষ্ট করা যে কোন মানুষকে পাগল ঠাওরাতে যথেষ্ট।
আমার এক এক সময় ইচ্ছা করে কাউকে আচ্ছা করে পিটুনি দিতে তবে সেটা কী কারণে তা নির্ধারণ করতে পারিনা। আবার কখনো কখনো্ কোন ছোট্ট পরিপাটি বাচ্চার চূল এলোমেলো করে দিতে খুব ইচ্ছা করে। কোন বিশেষ মানুষকে ইচ্ছা করে রাগিয়ে দিতে। এটা পাগলামীর পর্যায়ে পড়ে কিনা জানিনা তবে এর পিছনে কোন যু্ক্তিসংগত কারণ নেই বলেই মনে হয় এটা পাগলামী।
অনেককে দেখেছি রাস্তায় হাটছে আর নিজের মাথার চুল টানছে, কেউ কেউ বিড় বিড় করছে, কেউবা আবার হঠাৎ করেই কোন দেয়ালে আঘাত করছে। হয়তো এর মোঝে কোন অর্ন্তনিহিত কারণ রয়েছে। মনের অজান্তে তার ক্ষোভ দুঃখ বা হতাশা প্রকাশ পায় তার এই কার্যে। তবে এর মাত্রা কতটুকু হলে আমরা তাকে পাগল বলতে পারি তা বুঝতে পারবেন চিকিৎসক। তবে আমরা যারা নিজেদেরকে সুস্থ্য ও সুশীল বলে দাবী করি তারাও যে কারণে অকারণে অযথা পাগলামী করি তার প্রমাণ এই সামু।
এখানে কিছু কিছু ব্লগার তার পাগলামীর প্রকাশ ঘটান ব্লগে ১টি ছবি বা ২টি পাতা বা একটি লাইন লিখে পোস্ট দিয়ে।
আমি এক ব্লগারকে দেখেছি ২টি চোতরা পাতা দিয়ে ক্যাপসনে লিখেছেন "ইহার নাম চোতরা পাতা"
অপর এক ব্লগার তার ব্লগে " বিশেষ এক খ্যাতিমান ব্লগার মন্তব্য করায়" তিনি এক পোস্ট দিলেন, যার শিরোনাম " দেইখ্যা যান, শুইন্যা যান ---------আমার ব্লগে মন্তব্য করেছে"
আর এক ব্লগারকে কোন এক ব্লগার তাকে ব্লক করার কারণে পোস্ট দিলেন " আমি খুবই সন্মানিত বোধ করছি আজকে, সন্মানিত ------- ভাইয়ের ব্লগে আমি ব্লক হয়েছি"
কেউতো আবার কোন ব্লগ না লিখে অপরের পোস্টে মন্তব্য করেন "অশ্লীল ভাষায়-------------বা --------পোস্ট"
কিছু ব্লগারকে তাদের অশ্লীল কথা ও বাক্য ব্যাবহারে অতিষ্ট হয়ে তাকে ব্লক করা হলে সেই ব্লগার অন্য পোস্টে যেয়ে অপ্রাসঙ্গিকভাবে সেই ব্লগার অশ্লীল বাক্যবাণে সবাইকে বিব্রত করলেও ঐ ব্লগারের স্থুল জ্ঞাণের এ্যন্টিনায় তা ধরা পড়ে না। উপরোক্ত উদাহরণ এটাই কী প্রমাণ করেনা যে আমরা সবাই আমাদের মনের অজান্তে কিছুটা পাগলামী করছি? শুধু বিশেষ সময়ে ট্রাফিক কন্ট্রোল করলেই সে পাগল আর অন্যরা সুস্থ্য ও সুশীল তা ভাববার অবকাশ নাই। আমি নিজেকে বড় বললেই আমি বড় হয়ে গেলাম, তা কিন্তু নয়। অপরে যাকে বড় বলে বড় কিন্তু সেই।
সুতরাং সামুর বন্ধুদের প্রতি অনুরোধ আপনার সহজাত পাগলামীকে সীমিত পর্যায়ে রাখুন যা অন্যকে বিব্রত করেনা। মাত্রা অতিক্রম করলে পাগলা গারদ (ব্লক) হবে আপনার পরবর্তী ঠিকানা
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




