গোলাম আজম একটি নাম, একজন বিতকিত ব্যাক্তির নাম।
এই ব্যাক্তি যে বিষয়ে বিতকিত সেই ঘটনার সময়কালে আমার জন্মগ্রহন হয় নাই। তাই বিতকের কারন টা আমার কাছে অস্পষ্ট।
তবে লোকমুখে শুনে আর ছবি দেখে মোটামুটি ধারনা পাওয়া যায় যে বিতকিত হবার যথেষ্ট কারন আছে।
কিন্তু ইদানিং কিছু ব্যাপার আমাকে ভাবায়।
লোকটি যদি যুদ্ধোপরাধী হয় তাহলে বলা যায় সে আমাদের মুক্তযোদ্ধাদের হত্যাকারী এবং আমাদের মা বোনদের ধষনকারী।
এখন যদি আমি বিশ্বাষ করি যে শেখ মুজিবর রহমান "জাতির পিতা" তাহলে একজন পিতা হয়ে কিভাবে উনি তার সন্তান হত্যাকরী ,ধষনকারী একজনকে ক্ষমা করে দিলেন।
এখন নতুন প্রজন্মের কাছে স্পষ্ট না যে কোনটা সঠিক।
যদি গোলাম আজম যুদ্ধোপরাধী হয় তাহলে শেখ মুজিবর রহমান "জাতির পিতা" কেন তাকে ক্ষমা করে দিলেন।
একজন সত্যিকারের পিতার পক্ষে কি এটা সম্ভব।
আর সন্তান হত্যাকরী ,ধষনকারী একজনকে ক্ষমা করে দিলে সে
কি পিতা হবার যোগ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



