সারা জাতি , সারা বিশ্ব আজ সাভারে দুর্ঘটনায় কবলিত অসহায় মানুষের পাশে রয়েছে। তাদের ব্যথায় ব্যথিত । পুরো জাতি যার যার অবস্থান-এ থেকে এই অসহায় মানুষদের পাশে দাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে ।
অথচ দালাল , সুবিধাবাদী , ভন্ড, জাহেল ,কাফিরদের পদলেহনকারী মইত্যা মানুষের অনুভুতিকে, মানিবতাকে তাচ্চিল্য করে অশ্লীলতায় ভরপুর অনুষ্ঠান করেছে ।
জাতির আজ এই দুর্যোগ মুহুর্তে যেখানে ব্যথিত হয়ে মানুষের পাশে দাড়ানোর কথা সেখাণে তারা ফুর্তি করছে !!!!
তাদের অনুষ্ঠান বড় নাকি মানুষের জীবন ?
কোটি কোটি টাকা খরছ করে অনুষ্ঠান বড় নাকি ৬০০ টাকা দামের অক্সিজেন সিলিণ্ডার বড় ??
তাদের মনের খোরাক বড় নাকি মানুষের পেটের ক্ষুধা বড় ?
যারা এই অনুষ্ঠানে অংশগ্রহন করেছে তারা কি মানুষ নাকি অমানুষ ?তারা কিভাবে যেতে পারল ?
মুলত এই সকল দালাল অমানুষদের মানুষের প্রতি কোণ দরদ, ভালোবাসা নেই । পুজিবাদের স্বার্থ আর নিজেদের ভোগ-বিলাসের জিন্দেগীতে মত্ত থাকতে থাকতে এদের অনুভুতি নষ্ট হয়ে গিয়েছে । এরা আর মানুষ নাই । পশুরও অধম ।
ধিক এদের!
ধিক এদের মানষিকতার !!!
ঘৃনা জানাই এদের ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



