ধর্মব্যবসায়ীরা যুগে যুগে ইসলাম কে ব্যবহার করে আসছে । এদেরকেই বলা হয়েছে ওলামায়ে'ছু। তার ব্যতিক্রম নয় এই আহাম্মক শফি ।
ধর্মব্যবসায়ীদের চিনার অনেক লক্ষনের মধ্যে হল এদের বদচরিত্র, অশ্লিলতা, অশালীনতা। যা আমরা মেশিনম্যান সাইদীর ক্ষেত্রে দেখতে পেয়েছি। আর এখন দেখবেন এই আহাম্মক শফীর ।
আহাম্মক শফীর মুখের অশ্লীল ভাষা শুনুন
তার ভাষন হওয়া উচিত ছিল শরিয়তসম্মত। ইসলামে নাস্তিকদের বিরুদ্ধে কি বলা আছে ,কি করার আছে তা মানুষ কে জানানো কিন্তু সে যে অশ্লীল ভাষা বলেছে তা কোন (প্রথম ২ -৪মিনিট শুনুন) সুস্থ ,স্বাভাবিক মানুষ বলতে পারেনা ।
নবিজীর সময়েও নাস্তিক ছিল কিন্তু তিনি কখনো কি বাজে শব্দ বলেছেন ?বলেন নাই ।
গালি দিয়েছেন ? দেন নাই । আমাদের আদর্শ তো নবিজী ।তাহলে তিনি নাস্তিকদের বিপক্ষে কি করেছেন, কি বলেছেন, তাদের শাস্তি কিভাবে করতে বলেছেন , আমাদেরও সেভাবে বলতে হইবে , করতে হইবে । মনে রাখতে হইবে ইসলাম- এ শরিয়তের বাইরে কিছু বলার, করার সুযোগ নাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




