সেপ্টেম্বরের শেষের দিকে আসার কথা থাক্লেও-এক্টু বিলম্ব হচ্ছে আত্মপ্রকাশে।আসছে প্রথম আলো ব্লগ।
টেকনিক্যাল দিক দেখাশুনা করছেন সা-ইনের আদি ডেভেলপার হাসিন-ইমরান এবং কিছু নবীন এক্সপার্ট।বুয়েটের এক তুখোড় ছাত্রো আছে দলে।টেকনিক্যাল টিম থেকে মনোমালিন্যের জন্য বের হয়ে গেছে এআইইউবি'র এক তরুণ তুর্কী।সম্ভবনা আছে-গোলাম সারোয়ারের নূতন পত্রিকা তাকে নিয়ে ব্লগ চালুর উদ্যোগ নিচ্ছে।
তবে প্রথম আলো ব্লগের প্রধান মাহবুব মোর্শেদের সাথে উপদেষ্টা হিশাবে যোগ দিয়েছে- সিংগাপুর ন্যাশ্নাল ইয়ুনিভারসিটির পিয়েইচডি চাত্র-গল্প লিখক; দ্বীন মুহম্মদ ওরফে সুমন রহমান। ঈদের পরে সুমন রহমানের কন্ট্রাক্ট ফাইনাল হবে।
ঈদের ছুটিতে সুমন রহমান তাই কমুনিটি ব্লগে ওভারটাইম করে যাচ্ছে।চালাচ্ছে গীবত আর ব্লগিং নিয়ে গুরুচ্যটালি ভাব।
শেষতক ব্লগিং্যে যশোপ্রার্থী দীন মুহম্মদ ওরফে সুমন রহমান ১০০কাজী নজরুল ইসলাম এভিনিউতে মতি-আনামের গোলা থেকে কতটা খুদ-কুটা দাক্ষিন্য পায়,সেটাই দেখার বিষয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




