আমরা তরুন প্রজন্ম এখন অনলাইন প্রতিবাদ করি, কিন্তু রাঝপথে কয় জন যাই?
এটা কি আপনারও প্রশ্ন ??
সবটা পড়বেন। সবটা না পড়লে কিছুই বুঝবেন না। পরে আবার আমার দোষ দিবেন না।
আমার গ্রুপে একজন এই প্রশ্নটা করেছে ,তার উত্তর..................
কি করার আর করার বয়স্করা
ব্যথিতে রোগে, শোকে , লোভে মগ্ন।
লোভ-লালসা খেয়েছে ওদের বিবেক
তারা হয়েছেন পথ ভ্রষ্ট ।
তারা আজ করে চলেছেন আমাদেরও
করতে নষ্ট।
কিন্তু আগামীর দেশ আমাদের নতুন প্রজন্মের, তাই আমাদের এই নতুন প্রজন্মকেই সবকিছু বুঝে নিতে হবে এই জাতির কাছে থেকে, করতে হবে সব যা যা প্রয়োজন ।
আর আমরা নতুন প্রজন্ম যদি সব কিছু এই সব রোগে-শোকে, লোভে পড়া নেতাদের হাতে দিয়ে তাদের পিছু থাকার চেষ্টা করি। তাহলে তো ওরা সব লুটাবেই।
আরেকটু,বলি আজ কি আপনার মনে প্রশ্ন আসে না। ইস, আমার দাদা কিংবা বাবা যদি মুক্তিযুদ্ধ করতো তবে আজ চাকরি থেকে শুরু করে সব ক্ষেত্রে অনেক সুবিধা পেতাম ।
কিংবা সামাজিক ভাবে আরো সম্মানের সহিত চলতে পারতাম ।
আজকে কেউ সঠিক ভাবে বলতে পারবে কে মুক্তিযোদ্ধা ????????????????????????????
কারন এই লোভী বুড়ো নেতারা তাদের লোভের কাছে হেরে সব কিছুকে তাদের মতো করে সাজিয়ে নিয়েছে।
আজ কি আমার আপনার জানতে ইচ্ছে হয় না কে আসল মুক্তিযোদ্ধা ???????????????????
নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না । আর দিলে ও কিন্তু কথাটা থেকে যাবে।
জাতির স্বাধীনতার ঘোষক প্রজন্ত তারা বদলে দিচ্ছে।
আজ এই পরিস্থিতে আমার,আপনার ভিতর থেকে যেমন ঘৃণা আসে এই জাতির জন্য যারা এই অবস্থা সৃষ্টির জন্য দায়ী।
ঠিক আপনার সন্তানও একদিন আপনাকে গালি দিবে। কারন আপনি তাকে দিয়ে গেলেন একটা চক্রের মধ্যে, যা তাকে তার সারাজীবন বয়ে বেড়াতে হবে।
একদিন সে বাধ্য হয়ে অস্বীকার করব আমার,আপনার তথা এই জাতির সকল ইতিহাস।
তখন সে বাধ্য হবে অন্যের কাছে মাথা নত করে মেনে নিতে তাদেরটা।.........।
আরেকটু বলি,
আমি আর আপনি যেমন দেশের এই অবস্থা দেখে কোন মতে কেটে কুটে বেঁচে থাকার চেষ্টা করছি। তারপর হয়ে যাচ্ছি বিশ্বজিৎ আর আবু বক্কর। তবুও কোন প্রতিবাদ করছি না।
একবারও কি ভেবে দেখেছেন, আগামী শতকে আপনার আদরের ছোট্ট সন্তানের কি হবে ????????????
সে কি পারবে বেঁচে থাকতে ??????????????????????
আজই ঢাকার এই করুন অবস্থা, আপনার আদরের সন্তান আগামী শতকে কি করে বেঁচে থাকবে এই ঢাকায় কিংবা এই দেশে ??????????????????????????????????
যদি না ভেবে থাকেন তবে ভাল কথা। আর যদি ভেবে থাকেন। তবে আসুন সবাই মিলে কিছু একটা করি।
কথায় আছে না “সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ”
তবে সময় থাকিতেই আসুন।
ও হ্যাঁ, আপনার প্রশ্নের সঠিক উত্তর আজকের যুগটাই অনলাইনের, তাই এখান থেকেই শুরু করা সম্ভব। যদি সবাই একত্রিত থাকে ।
জানেন,বারাক ওবামার এবার পাস করার মুল হাতিয়ার ছিল এই অনলাইন ফেইসবুক আর টুইটার ।
আমার লেখা পড়ে আবার আমাকে শিবির,কিংবা ডান পন্থী, বাম পন্থী ভাববেন না।
কে দেশ চালাল, সেটা আমি জানতে চাই না। আমি শুধু আমার প্রাপ্রটা চাই, নিরাপদ ভাবে বেঁচে থাকতে চাই। শুনতে চাই না কোন নিরীহ মানুষের উপর অত্যাচারের খবর, শুনতে চাই না আমি মেয়ের ইজ্জত হানির খবর কিংবা দেশের দুর্নীতির খবর।
আমিও শুধু একজন বাঙ্গালী জাতি হিসিবে আমার প্রাপ্র সম্মানটুকু চাই।
নিশ্চয়ই আপনিও চান।
বাংলা আমার মা। তাই আসুন এই দেশ, মায়ের জন্য কিছু করি।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





