বাঙ্গালী জাতির দুর্নীতির শেষ কোথায়,
৫ম ও ৮ম শ্রেণীর নতুন বই থেকে বাদ দেওয়া হয়েছে মজলুম জননেতা মাওলানা ভাসানীর জীবন কাহিনী । কোন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ কি মেনে নিতে পারেন এই কাহিনী। জাতির জনক শেখ মুজিবুর রহমান, যার হাত ধরে নিয়েছেন রাজনীতির পাঠ, আজ তাকেই ইতিহাস থেকে বহিস্কার। একেই বলে ক্ষমতা আর তার অপব্যবহার। এই কি তোমাদের মন্যুষত্ব, এই কি তোমাদের বিবেক ???
রাজপথে আওয়ামীলিগের মিছিলের সুর কানে আসে, “তোমরা আওয়ামীলিগে যোগ দিয়ে মুজিবের আদর্শে দেশ গড় “
তার মানে কি ??
-----মুজিবও এমন ছিলেন।
যিনি নিজের জীবন বাজি রেখে, এই দেশের মানুষকে স্বাধীনতার আন্দোলনে শামিল করেছেন, করেছেন সবাইকে একত্রিত আমার মনে হয় না তিনি এমন নিচু মনঃমানুসিকতার ছিলেন।
তাই যদি হয় তবে রাস্তায় মিছিলে কেন বলা হয়, “তোমরা দলে দলে আমাদের সাথে যোগ দিয়ে মুজিবের আদর্শে দেশ গড়।“
এই থেকে স্পষ্ট প্রমান হয়, এক দল শুধু জাতির জনকের নাম করে ক্ষমতা আঁকড়ে থেকে এই দেশকে শোষণ করছে।
এই বাংলার মানুষ তোমরা কি পারবে কখনও এই সব বাংলার বীর সন্তানদের সঠিক সম্মান দিতে। যদি নাই দিতে পার, তবে কেন শুধু তাদের আত্মাকে কষ্ট দিচ্ছ???
হে বাঙালী জাতি তোমরা কি, তোমাদের বিবেককে কখনও সঠিক ভাবে কাজে লাগাতে পারবে না কিংবা তোমাদের বিবেককে সম্মান করতে পারবে না। যদি না পার তবে মনে রেখো, নতুন প্রজন্মের সন্তানেরা ও তোমাদের ঠিক একই ভাবে সম্মান করবে কোন হের ফের হবে না।
মারহাবা বাঙালী জাতি,মারহাবা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





