এ পৃথিবীর সকল মানুষ এক বাক্যে শান্তি ও নিরাপত্তা চায়। ব্যতিক্রম শুধু হাতে গনণা করা কিছু ব্যক্তি যারা নিজ ব্যক্তি স্বার্থে এ পৃথিবীকে ধ্বংস করতে দ্বিধা করবে না । আসলে তারা মানব সম্প্রদায়ের কলঙ্ক ও বর্তমান যুগের দাজ্জাল । অস্ত্র ব্যবসার জন্য তারা আমাদের প্রাণ প্রিয় পৃথিবী নামক গ্রহে সর্বত্র যুদ্ধ বাধিয়ে রাখে প্রতিনিয়ত ।

গুটিকতক ধর্মবিদ্বেষী আছে যারা অর্থ বা টাকার লোভে,বিদেশ যাওয়ার লোভে ,বিকৃত রুচির কারণে,ভিন্ন মতালম্বি হওয়ার কারণে ,অজ্ঞতা বা মুর্খ হওয়ার কারণে ,সেলিব্রেটি বা প্রচার পেতে ,নিজেকে অতি জ্ঞানি বা অহংকারের কারণে ,হতাশা ,মানসিক আঘাত ,নেশা ,শারীরিক রোগগ্রস্থ,হুজুগ বা মেলে মিশে ফান করতে এবং কিছু আছে অবিশ্বাসীদের পরিবেশে বা তাদের বংশ পরস্পরার কারনে বেছে বেছে মহান ধর্ম ইসলামের বিরোধিতা করে ।
তবে অমুসলিমদের চাইতেও ইসলামের অপুরনীয় ক্ষতি করছে সৌদিআরব । সাধারণত মক্কা-মদীনা সৌদি অবস্থিত হওয়ার সুযোগে মুসলিম কান্ট্রিগুলোর দুর্বলতা কে কাজে লাগাচ্ছে তারা । আজ সিরিয়া ও ফিলিস্থিনির ব্যাপারে ইউরোপ যতটা করছে সে হিসাবে মধ্যপ্রাচ্যের প্রেট্রোডলার সমৃদ্ধ কান্ট্রি কিছুই করছে না । বিশেষ করে ইউরোপে জার্মান শরনার্থীদের প্রতি যে সাহায্য ও সহানুভুতি দেখিয়েছে তা বিরল দৃষ্টান্ত । মুসলমানদের উচিত তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা । যদিও বিশ্বের সকল অশান্তি,নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার জন্য দায়ী একমাত্র যুক্তরাষ্ট্য,যুক্তরাজ্য ও ফ্রান্স এবং তাদের লেজুড় সমর্থক-দালাল বাহিনী । আর দালাল লেজুরড়া উচ্ছিট্ট ফেলনা ,পঁচা গান্দা খেয়ে আয়েশী ঢেঁকুর তুলে । জিহুজুর হ হুজুর ,মোসাহেবী,তোষামোদ,খঁয়ের খাঁ গিরি ও কুকুরের মতো পা চাটা যাদের স্বভাব তাদের দেখে দুঃখ ও লজ্জা লাগে, এই কারণে যে দুটো অর্থ(টাকা)জন্য কিনা করে বেচারারা ? কোন ন্যায়-নীতি, মনুষ্যত্ব, বিবেক,বুদ্ধি ও আত্মসম্মানের তোয়াক্কা করে না । সুতরাং ইসলাম বিরোধীরা মহাআনন্দে হাসবে উল্লাস করবে এটাই স্বাভাবিক । মুসলিমরা সমূলে ধ্বংস না হলেও করুন পরিনতীর স্বীকার হচ্ছে ও মানবেতর জীবন যাপন করছে । আমরা এ অবস্থার পরিবর্তন চাই । পৃথিবীতে সকল অশান্তি,বিশৃঙ্খলা ও ধ্বংসাত্মক কর্মকান্ড বন্ধ হউক । মানব সম্প্রদায় নিশ্চিন্তে শান্তিতে,নিরাপত্তা ও সুখে থাকুক এ প্রত্যাশা সকলের । আসুন আমরা পৃথিবী নামক গ্রহ কে সকল ভেদাভেদ ও ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে সম্মিলিত চেষ্টায় ধ্বংসের হাত থেকে রক্ষা করি

সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




