পার্থক্য- ০১
সিনেমাঃ নায়িকা ভিলেন দ্বারা আক্রান্ত , ইজ্জত যায় যায় অবস্থা , নায়কের আগমন তারপর ভিলেনদের পিটিয়ে ফার্নিচার ...
বাস্তবতাঃ নায়িকা ভিলেন দ্বারা আক্রান্ত , ইজ্জত যায় যায় দশা , নায়কের আবির্ভাব , দুই রাউন্ড গুলি ! পরের দিনের শিরোনাম ' দিনে দুপুরে যুবক (নায়ক) খুন ! '
পার্থক্য- ০২
সিনেমাঃ কোনো বিশেষ কারনে নায়িকার মন খারাপ । অতঃপর ঠাস করে দরজা বন্ধ করে, ধপাস করে বিছানায় শুয়ে বালিশ জড়িয়ে নায়িকার গলা ফাটিয়ে কান্না !
বাস্তবতাঃ বিশেষ কারনে নায়িকার মন খারাপ। অতঃপর ফেসবুকে লগ ইন করে স্ট্যাটাস 'mon khub kharap ;( , manush keno emon kore? তারপর মিনিট ঘুরতেই ৫৭ লাইক, ২১ টা কমেন্ট ! নায়িকার মুখে হাসি !!!
পার্থক্য- ০৩
সিনেমাঃ নায়িকার সাথে নায়কের হালকা ধাক্কা, নায়িকার হাত থেকে পড়ে গেলো বই , বই তুলতে গিয়ে চোখাচোখি ... প্রেম ... ঢিংকা চিকা ঢিংকা চিকা (গান) !!
বাস্তবতাঃ নায়িকার সাথে নায়কের হালকা ধাক্কা , তারপর শুরু হলো নায়িকা ও তার বান্ধবী মহলের হাউকাউ! ইভটিজিং ইভটিজিং !! ইভটিজিং এর অপরাধে শাস্তি । ঘরে বাপের হুংকার "ঔ কুলাঙ্গার , বাইর হো আমার বাড়ী থাইকা " ...
পার্থক্য- ০৪
সিনেমাঃ দাম্পত্য জীবন , শাবানা-আলমগীর খুব গরীব । ভাগ্য ফেরাতে শাবানা সেলাইমেশিন ঘুরানো শুরু করলেন । ব্যাস !! ঘুরাইতে ঘুরাইতেই আলমগীর গার্মেন্টেসের মালিক !!
বাস্তবতাঃ শাবানা-আলমগীর খুব গরীব । শাবানা সেলাইমেশিন ঘুরানো শুরু করলেন । আলমগীর কইলেন "রাখো তোমার সেলাইমেশিন, এরচেয়ে শেয়ার মার্কেটে ঢুকি, ১ বছরেই বড়লুক!"
৩ মাস পর ... শাবানা এখন আবার সেলাই করেন ঠিকই তবে ১ টাকার সুই আর ৩ টাকার সুতা দিয়ে ...
পার্থক্য- ০৫
সিনেমাঃ সিনেমায় বিভিন্ন ব্যাক্তি বিভিন্ন কারনে মাথায় লাঠির বাড়ি খেয়ে থাকেন । সেক্ষেত্রে ...
১ম বাড়ির পর- স্মৃতিশক্তি ফিউজ !
২য় বাড়ির পর- স্মৃতিশক্তি ফেরত আসে ।
বাস্তবতাঃ বাস্তবেও আমরা বিভিন্ন কারনে মাথায় লাঠির বাড়ি খেতে পারি !! সে ক্ষেত্রে ,
১ম বাড়ির পরঃ এক্স-রে, ব্যান্ডেজ, সিটি স্ক্যান ...
২য় বাড়ির পরঃ ......কর্তব্যরত ডাক্তার কতৃক ঘোষিত মৃত (ইন্না ...) !!
পার্থক্য- ০৬
সিনেমাঃ জনৈক কুটিপতি পড়েছেন গুন্ডাদের কবলে। তাই দেখে নায়ক 'ইয়া আলি ভিশুয়া' বলে গুন্ডাদের উপর দিলেন ঝাপ। গুন্ডারা খাইলো মাইর আর পুরষ্কার হিসেবে নায়ক পেলেন চাকরী।
বাস্তবতাঃজনৈক কুটিপতি পড়ছেন গুন্ডাদের কবলে। নায়কও দিলেন ঝাপ। পরিনামে গুন্ডা কতৃক খাইলেন ভারী প্যাদানী। আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, ৯৮ টা সেলাই, অবশেষে ছিনতাইরীর সহযোগী সন্দেহে পুলিশ কতৃক গ্রেফতার, ৩ দিনের রিমান্ড মন্জুর...
পার্থক্য- ০৭
সিনেমা (শেষ দৃষ্য)- নায়ক ও ভিলেন পার্টির মধ্যে ব্যাপক হাঙ্গামা,গোলাগুলি , নায়কের প্রতি গুলিতে ভিলেন পার্টির ৫ জন করে নিহত, দ্রুত পুলিশের আগমন ও অবশিষ্ট ভিলেন আটক।
বাস্তবতাঃ উভয়পক্ষের ব্যাপক হাঙ্গামা। নায়ক ও ভিলেন সহ অর্ধশতাধিক আহত, নিহত ৫, মতিঝিলে বাসে আগুন, কিন্তু পুলিশের খবরই নাই!
পরদিন পুলিশের ব্রিফিং- 'অপরাধীদের খুজে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে!'
সাহারা খাতুনঃ 'এদের কাউকেই ছাড় দেওয়া হবেনা!'
এখানের শেষ, ধন্যবাদ !!
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



