প্রশ্ন ৮: ধর্ম ছাড়া নৈতিকতা হয় কিভাবে?
যে সমাজে ধর্ম নেই, সেখানে মানুষ বিভিন্ন রকম অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। যেমন একজন ধার্মিক ব্যাক্তি কখনোই ঘুষ নেবেন না, জুয়া খেলবেন না, হিংসা করবেন না, মিথ্যা বলবেন না। কারণ, তিনি জানেন ঠিকই পরে গিয়া এগুলার হিসাব দেয়া লাগবে। একজন অধার্মিকের এসব কাজ করার সম্ভাবনা বেশি। "আমি একজন নাস্তিক এবং আমি ঘুষ খাইনা, বা আমি একজন নাস্তিক কিন্তু আমি জুয়া খেলিনা" - এটুকু বলাই একজন মানুষের জন্য যথেষ্ট নয়। কারণ, যে আল্লাহকে ভয় পায় না, যে মনে করে না এর পরে গিয়ে তাকে জবাবদিহি করতে হবে, সে পরিস্থিতি বদলে গেলে যে কোন কিছুই করতে পারে। একজন বলল, "আমি নাস্তিক কিন্তু আমি ব্যভিচার করি না"। পশ্চিমা বিশ্বে যেখানে ব্যভিচার স্বাভাবিক, সেখানে গিয়েতো সে ব্যভিচার করতেই পারে। অথবা, যে নাস্তিক বলে সে ঘুষ নেয়না, বলল, "আমার বাচ্চা অসুস্থ, মারা যেতে বসেছিল, তাই ঘুষ নিতে হয়েছিল।" আল্লাহকে ভয় না থাকলেতো এরকমই হবে।
একজন ধার্মিক কিন্তু এই রকম অনৈতিকতা প্রদর্শন করে না। কারণ, সে আল্লাহর কাছে জবাবদিহিকে ভয় পায় এবং বুঝে যে আল্লাহ তার চিন্তা ও উদ্দেশ্য সম্পর্কে জানেন। সে দায়িত্বশীল আচরণ করে ও পাপকে পরিহার করে।
একজন মানুষ, যে ধর্ম থেকে দূরে, সে বলতে পারে, "আমি নাস্তিক কিন্তু, আমি খুবই ক্ষমাশীল। আমি ঘৃণা, প্রতিষোধ কোনটাই অনুভব করি না।" কিন্তু একদিন কোন অপ্রত্যাশিত ঘটনা তাকে আত্মনিয়ন্ত্রন বিচ্যুত করল। সে কাউকে খুন বা আহত করার চেষ্টা করল। কারণ, সে যে নৈতিকতা অনুসরণ করে, তা তার চারপাশের পরিবেশ ও পরিস্থিতির সাথে পরিবর্তনশীল।
তাই যে আল্লাহকে ও পরকালকে বিশ্বাস করে, কখনো নৈতিকতা হতে বিচ্যুত হয় না পরিবেশ ও পরিস্থিতি যাই হোক না কেন। আর তার নৈতিকতাও পরিবর্তনশীল নয়। মহান আল্লাহ বলেন,
"যাহারা আল্লাহকে প্রদত্ত অংগীকার রক্ষা করে এবং প্রতিজ্ঞা ভংগ করে না, এবং আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ন রাখিতে আদেশ করিয়াছেন যাহারা তাহা অক্ষুণ্ন রাখে, ভয় করে তাহাদের প্রতিপালককে এবং ভয় করে কঠোর হিসাবকে, এবং যাহারা তাহাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে, আমি তাহাদিগকে যে জীবনোপকরণ দিয়াছি তাহা হইতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যাহারা ভাল দ্বারা মন্দ দূরীভূত করে, ইহাদের জন্য শুভ পরিনাম - স্থায়ী জান্নাত।"
[সূরা রা'দ : ২০-২২]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



