সামুর ব্লগারদের নিয়ে কোন পিকনিক বা এ জাতীয় কোন বিনোদনমূলক কোন কিছুর আয়োজন করা হচ্ছে কিনা জানতে চাই। অন্য দিকে প্রতিবারের মতো এবারো একুশে মেলায় প্রকাশিত হতে যাচ্ছে অপারবাস্তব ৫।
অপারবাস্তব ৫ এর আয়োজক গণ আমাদের মধ্যে যে সকল ব্লগার তাদের লেখা জমা দিয়েছেন তাদের লেখা বাছাই যাছাই হলো কিনা কার কার লেখা মনোনিত হলো, কত পৃষ্ঠার অপারবাস্তব এবার প্রকাশিত হবে জানার জন্য আমার আজকের এই পোস্ট।
আমি অজো পাড়াগায়ের একজন ব্লগার আমার ব্লগ দেখলেই বুঝতে পারবেন। আমি অপার বাস্তবের সাথে থাকতে চাই। আমার কিছু লেখক আছে যারা অপারবাস্তবে লেখা দিতে আগ্রহী তাদের লেখা জমা দেয়ার আর কোন সময় আছে কিনা জানালে খুশিহতাম । আর জমা দেয়ার সুযোগ থাকলে কোথায় কিভাবে দেব জানাবেন।
সামুর ব্লগার দের মধ্য থেকে এসবের সাথে সংশ্লিষ্টদের কাছ থেকে উত্তর চাই। দয়া করে উত্তর দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



