
কাল সারাদিনই ঢাকার আকাশ মেঘলা ছিল আর ক্ষণে ক্ষণে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। সামনে পূজা, কমবেশী বৃষ্টি হবেই। এটাই গাছ লাগানোর সুন্দর সময়। তাই কাল প্রায় সারাদিনই ছাদে ছিলাম। কিছু গাছ লাগালাম। শীতের ফুল গাঁদা, চন্দ্র মল্লিকা, কসমস, ডায়ানথাস, সেলভিয়া। এখন প্রায় প্রতিদিনই নার্সারিতে যেতে হবে, প্রচুর চারা আসবে এখন। ছাতা মাথায় দিয়েই ছিলাম
গাছ লাগানোর এক ফাঁকে দেখলাম, এখন বাগানে যে ফুলগুলো ফুটে আছে, এতে বৃষ্টির পানির কণাগুলো যেন মুক্তোর মত জ্বলজ্বল করছে। ছবি তোলার লোভ কী আর সামলানো যায়------

জবা ফুল

কসমস ফুল

জবা ফুল

কসমস ফুল

জবা ফুল

বেলি ফুল

জবা ফুল

কসমস ফুল

জবা ফুল

কসমস ফুল

জবা ফুল

জবা ফুল
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





