
বলা হয়ে থাকে, জামাতের পক্ষ থেকে একটা বিতর্ক চালু করা হয়েছে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে। এর ফলে তাদের অপরাধ লঘু করে দেখানোর একটা প্রচেষ্টা করা হয়। আচ্ছা , জামাত- বিএনপি যদি আজ থেকে বলে যে " মুক্তিযুদ্ধে ৬০ লাখ মানুষ শহীদ হয়েছিলো" তাহলে কি শহীদ পরিবারের পেটে একবেলা পোলাউ-কোরমা যাবে ? তাদের আর্থিক অবস্থার পরিবর্তন হবে ?
মুক্তিযুদ্ধে শহীদরা নিছক কোন সংখ্যা নয়, কোন ক্রিকেটের স্কোর না যে বাড়িয়ে বললেই তাদের সম্মান বৃদ্ধি পাবে। বরং এখনো উদ্যোগ নিয়ে শহীদদের তালিকা তৈরী করাটাই তাদের প্রতি সম্মান জানানোর সর্বোত্তম উপায়।
প্রতিবছর হাতে গোনা বিশ -পচিশটা শহীদ পরিবার কেবল সাহায্য ও সম্মান পায়। ঘুইরা ঘুইরা ওই ওরাই। বাকি উনতিরিশ লাখ নিরাইনব্বই হাজার নয়শ পয়ষট্টি ফ্যামিলি তাইলে ঢেউটিন? যাদের পরিবারের কেউ না কেউ মারা পড়ছে, গুইনা গুইনা তাদের সবাইরে সম্মান ও ক্ষতিপূরণ দিতে হবে। খালি গলার রগ ফুলাইনা গায়েবি আওয়াজ করলে হবে না।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





