somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিসিএস পরীক্ষা সহ যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য 'সাধারণ জ্ঞান'

০১ লা মার্চ, ২০১১ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসিএস পরীক্ষা সহ যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জরুরী
প্রশ্ন : ২০১১সালে সাংবাদিকতায় একুশে পদক পান কে?
উত্তর :মিসেস নূরজাহান বেগম ('বেগম'--এর সম্পাদক)
প্রশ্ন : মুক্তিযুদ্ধের ছবি 'গেরিলা'র পরিচালক কে?
উত্তর :নাসির উদ্দীন ইউসুফ
প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?
উত্তর : সুন্দরবন।
প্রশ্ন : সুলতানী আমলে লোকেরা কোন মুদ্রা ব্যবহার করত?
উত্তর : রৌপ্য মুদ্রা।
প্রশ্ন : দ্য রেইপ অব বাংলাদেশ গ্রন্থের লেখক কে?
উত্তর : অ্যান্থনি মাসকারেনহাস।
প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। জয় বাংলা জয় তারুণ্য ভাস্কর্যটির স্থপতি কে?
উত্তর : আলাউদ্দিন বুলবুল।
প্রশ্ন : শীতলক্ষ্যা কোন নদের শাখা নদী?
উত্তর : ব্রহ্মপুত্র।
প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বেশি পরমাণুবিশিষ্ট বৃক্ষ কোনটি?
উত্তর : রেড উড (চার হাজারেরও বেশিদিন বাঁচে)।
প্রশ্ন : বিশ্বের কোথায় প্রথম গণউদ্ভিদ উদ্যান প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ইতালিতে, ১৫৪৩ সালে।
প্রশ্ন : ঢাকা মহানগরে সংসদীয় আসন কতটি?
উত্তর : ১৫টি।
প্রশ্ন : বাংলাদেশে আন্তঃনগর ট্রেন সার্ভিস কত সাল থেকে শুরু হয়?
উত্তর : ১৯৮৬ সাল থেকে।
প্রশ্ন : সার্কভুক্ত কোন দেশে সেনাবাহিনী নেই?
উত্তর : মালদ্বীপ।
প্রশ্ন : মিয়ানমারের জনক বলা হয় কাকে?
উত্তর : অং সানকে।
প্রশ্ন : ১ টাকা ও ২ টাকার নোটে কে স্বাক্ষর করেন?
উত্তর : অর্থসচিব।
প্রশ্ন : বাংলাদেশের ইতিহাসে মন্ত্রিসভায় প্রথম নারী সদস্য কে?
উত্তর : নূরজাহান খুরশিদ।
প্রশ্ন : নটর ডেম কোথায় অবস্থিত এবং কিসের জন্য বিখ্যাত?
উত্তর : ফ্রান্সের প্যারিসে অবস্থিত। প্রাচীন স্থাপত্যের জন্য বিখ্যাত।
প্রশ্ন : কমনওয়েলথ সচিবালয় কোথায় অবস্থিত?
উত্তর : মালবরো হাউস, লন্ডন।
প্রশ্ন : প্রথম বাংলা ছবির নাম কী?
উত্তর : বিশ্ব মঙ্গল।
প্রশ্ন : 'আইন ও স্বাধীনতা পরস্পরবিরোধী' উক্তি কার?
উত্তর : স্পেন্সারের।
প্রশ্ন : এশিয়ার বৃহত্তম দেশ চীন এবং ক্ষুদ্রতম দেশ
উত্তর : মালদ্বীপ
প্রশ্ন : উত্তর সাইপ্রাস ও গ্রিক সাইপ্রাসকে বিভক্তকারী সীমান্ত রেখার নাম
উত্তর :গ্রিন লাইন
প্রশ্ন : ইন্ডিয়া হাউস ও বাংলা টাউন
উত্তর :লন্ডনে অবস্থিত
প্রশ্ন :দিয়াগো গার্সিয়া দ্বীপটি
উত্তর : ভারত মহাসাগরে অবস্থিত
প্রশ্ন : বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা অবস্থিত
উত্তর : পাকিস্তানে
প্রশ্ন : থারখনায়নস্ক রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত
উত্তর :পৃথিবীর শীতলতম স্থান
প্রশ্ন : ওমান ও পারস্য উপসাগরের মধ্যে অবস্থিত
উত্তর :হরমুজ প্রণালী
প্রশ্ন : কানাডা ও গ্রিনল্যান্ডকে পৃথক করেছে
উত্তর :ডেভসি প্রণালী
প্রশ্ন : পোপ ষোড়শ বেনেডিক্ট
উত্তর :২৫৬তম পোপ
প্রশ্ন : ২০০৩ সালের ৪ জানুয়ারি যুগোস্লাভিয়ার নতুন নামকরণ করা হয়
উত্তর : সার্বিয়া
প্রশ্ন : জম্মু কাশ্মীর ও আজাদ কাশ্মীরের মধ্যবর্তী সীমারেখার নাম
উত্তর :লাইন অব কন্ট্রোল
প্রশ্ন : বঙ্গোপসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে
উত্তর :মালাক্কা প্রণালী
প্রশ্ন : পৃথিবীর দীর্ঘতম খালের নাম
উত্তর : গ্রান্ড খাল (চীন)
প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রতীক কী?
উত্তর : গাধা।
প্রশ্ন : টোগো আগে কী নামে পরিচিত ছিল?
উত্তর : টোগোল্যান্ড।
প্রশ্ন : ভারতের মোট রাজ্য বা প্রদেশ কতটি?
উত্তর : ৩৫টি।
প্রশ্ন : এভারেস্ট শৃঙ্গের নেপালি নাম কী?
উত্তর : সাগরমাতা।
প্রশ্ন : ১৯১৭ সালটি কোন বিপ্লবের জন্য বিখ্যাত?
উত্তর : রুশ বিপ্লবের জন্য।
প্রশ্ন : চির বসন্তের নগরী কোনটি?
উত্তর : কিটো (ইকুয়েডর)।
প্রশ্ন : 'তিমিরান্তক' কাব্য গ্রন্থটির রচয়িতা
উত্তর : সিকান্দার আবু জাফর।
প্রশ্ন : তিনকন্যা কার চিত্রশিল্প?
উত্তর : কামরুল হাসান।
প্রশ্ন : তিন নেতার মাজারের স্থপতি কে?
উত্তর : শিল্পী মাসুদ আহমেদ।
প্রশ্ন : দরিয়া-ই-নূর কী?
উত্তর : বাংলাদেশের বৃহত্তম ও মূল্যবান হীরক।
প্রশ্ন : 'অমর একুশে গ্রন্থমালা' নামকরণ করা হয় কবে?
উত্তর : ১৯৮০ সালে।
প্রশ্ন : গ্রিনপিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?
উত্তর : নেদারল্যান্ডস।
প্রশ্ন : আসিয়ানের সদর দফতর কোথায়?
উত্তর : ম্যানিলা।
প্রশ্ন : টানা ১১ বছর ধরে শীর্ষ ঋণদাতা কোন দেশ
উত্তর : জাপান
প্রশ্ন :থাইল্যান্ডের মুদ্রার নাম কি?
উত্তর : বাথ
প্রশ্ন : 'হোয়াইট ক্যাট' গঠিত হয়
উত্তর : মমতার নিরাপত্তার জন্য
প্রশ্ন : প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের পর উৎক্ষেপণ হয়
উত্তর : তাইওয়ানে
প্রশ্ন : বিশ্বের সর্বকনিষ্ঠ এভারেস্ট বিজয়ী
উত্তর : শেরপা বালিকা মিং কিপা
প্রশ্ন : বিখ্যাত হাইড পার্ক কোথায় অবস্থিত?
উত্তর : লন্ডনে অবস্থিত
প্রশ্ন : কত তারিখে বাংলাদেশে সর্বপ্রথম অস্থায়ী সরকার গঠিত হয়?
ক. ১৭ এপ্রিল, ১৯৭১ খ. ২৬ মার্চ, ১৯৭১
গ. ২০ এপ্রিল, ১৯৭১ ঘ. ৭ মার্চ, ১৯৭১
প্রশ্ন : এগারো দফা কর্মসূচি ঘোষণা করা হয়
ক. ৬ এপ্রিল, ১৯৬৫ খ. ৬ জানুয়ারি, ১৯৬৯
গ. ৬ মার্চ, ১৯৬৫ ঘ. ৬ এপ্রিল, ১৯৬৯
প্রশ্ন :বঙ্গভঙ্গের ঘোষণা দেন
ক. লর্ড ডালহৌসি খ. লর্ড কার্জন
গ. অক্টোভিয়ান হিউম ঘ. লর্ড মাউন্টব্যাটেন
প্রশ্ন : এশিয়ার বৃহত্তম দেশ চীন এবং ক্ষুদ্রতম দেশ
উত্তর : মালদ্বীপ
প্রশ্ন : উত্তর সাইপ্রাস ও গ্রিক সাইপ্রাসকে বিভক্তকারী সীমান্ত রেখার নাম
উত্তর :গ্রিন লাইন
প্রশ্ন : ইন্ডিয়া হাউস ও বাংলা টাউন
উত্তর :লন্ডনে অবস্থিত
প্রশ্ন :দিয়াগো গার্সিয়া দ্বীপটি
উত্তর : ভারত মহাসাগরে অবস্থিত
প্রশ্ন : বৌদ্ধ সভ্য
প্রশ্ন :নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তর : মেঘনা নদী।
প্রশ্ন :কক্সবাজারের আদি নাম কী?
উত্তর :বাকুলিয়া।
প্রশ্ন :ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন?
উত্তর :করুণাকণা গুপ্তা [ইতিহাস বিভাগ]।
প্রশ্ন :মাওয়া-জাজিরা পয়েন্টে নির্মিতব্য পদ্মা সেতু কত তলাবিশিষ্ট?
উত্তর :দ্বিতল।
প্রশ্ন :বাংলাদেশের প্রথম নারী এএসপি কে?
উত্তর :ফাতেমা বেগম।
প্রশ্ন :বঙ্গবন্ধু স্কয়ার মনুমেন্ট কোথায় অবস্থিত?
উত্তর :গুলিস্তান পাতাল পথের ওপরে খোলা চত্বরে।
প্রশ্ন :লালসালুর ইংরেজি অনুবাদক কে?
উত্তর :ট্রি উইথআউট রুটস।
প্রশ্ন :'রাতের সব তারাই আছে/ দিনের আলোর গভীরে'----কথাটি কার?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : ‘আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাঁটি’---কথাটি কার?
প্রশ্ন :সত্যেন্দ্রনাথ দত্ত।
প্রশ্ন : স্বপ্নাতুর কবি বলা হয়
উত্তর : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে।
প্রশ্ন :মালদ্বীপের প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
উত্তর : পাঁচ বছর।
প্রশ্ন :'গডস আর্মি' কোন দেশের বিপ্লবী সংগঠন বা গ্রুপ?
উত্তর : মিয়ানমার।
প্রশ্ন :উইনস্টন চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন
উত্তর :ব্রিটেন।
প্রশ্ন : স্টেট ডুমা যে দেশের আইনসভা
উত্তর :রাশিয়া।
প্রশ্ন :মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার?
উত্তর : সামাজিক।
প্রশ্ন :প্রতি বছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে
উত্তর :আঙ্কটাড।
প্রশ্ন :বিশ্বের প্রথম ফিল্ম স্টুডিওর নাম কী?
উত্তর :ব্ল্যাক মারিয়া স্টুডিও।
প্রশ্ন :সিকানদার আবু জাফরের জন্ম কত সালে?
উত্তর :১৯১৯ সালে।
প্রশ্ন :কাজী নজরুল ইসলাম তার 'অগি্ন-বীণা' কাব্য কাকে উৎসর্গ করেছিলেন?
উত্তর :বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে।
প্রশ্ন :'দিয়াগো গার্সিয়া' দ্বীপটি কোথায় অবস্থিত?
উত্তর :ভারত মহাসাগরে।
প্রশ্ন :এশিয়ান হাইওয়ের দৈর্ঘ্য কত?
উত্তর :১ লাখ ৪১ হাজার কিলোমিটার।
প্রশ্ন :বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন?
উত্তর :আবদুল হামিদ অ্যাডভোকেট।
প্রশ্ন : সুইডেনের রাষ্ট্রীয় নাম কী?
উত্তর :কিংডম অব সুইডেন।
প্রশ্ন : ইজিয়ান সাগর কোথায় অবস্থিত?
উত্তর :গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী স্থানে।
প্রশ্ন :উপসাগরীয় স্রোতের বর্ণ কী?
উত্তর :গাঢ় নীল।
প্রশ্ন :ইংলিশ চ্যানেল পৃথক করেছে
উত্তর :ব্রিটেন ও ফ্রান্সকে।
প্রশ্ন :ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ বিন্দু কোনটি?
উত্তর :পুঁসাক জায়া।
প্রশ্ন :এসকাপের সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর :ব্যাংকক।
প্রশ্ন :ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয়?
উত্তর :লন টেনিসে।
প্রশ্ন :'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থটির লেখক কে?
উত্তর :আবুল মনসুর আহমদ।
প্রশ্ন : 'স্মৃতির মিনার' গ্রন্থের কবিতাটি লিখেছেন
উত্তর : আলাউদ্দিন আল আজাদ।
প্রশ্ন : ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের মাস্কটের নাম কী?
উত্তর :স্টাম্পি।
প্রশ্ন :২০১০ সালে সাহিত্যে নোবেল বিজয়ী মারিও বার্গাস য়োসার জন্ম কোন দেশে?
উত্তর :পেরু।
প্রশ্ন :চে গুয়েভারা কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর :আর্জেন্টিনা।
প্রশ্ন :প্রাণী দেহে রক্ত সঞ্চালন ও রেচন প্রক্রিয়ার সুস্পষ্ট ধারণা দেন কে?
উত্তর :উইলিয়াম হার্ভে।
প্রশ্ন :'ডেমোক্রেসি মনুমেন্ট' কোথায় অবস্থিত?
উত্তর :ব্যাংকক [থাইল্যান্ড]।
প্রশ্ন :'প্রদোষে প্রাকৃতজন' গ্রন্থের লেখক কে?
উত্তর :শওকত আলী।
প্রশ্ন :'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন
উত্তর :অক্ষয়কুমার দত্ত।
প্রশ্ন :দুই মহাদেশ বিস্তৃত নগর
উত্তর :ইস্তাম্বুল।
প্রশ্ন :বিশ্বের দীর্ঘতম নদ কোনটি?
উত্তর :নীলনদ।
প্রশ্ন :কবি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ
উত্তর :ধূসর পাণ্ডুলিপি।
প্রশ্ন :গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর :চীন [দ্বিতীয় যুক্তরাষ্ট্র]।
প্রশ্ন :ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
উত্তর :আলজেরিয়া।
প্রশ্ন :আইভরি কোস্টের রাজধানীর নাম কী?
উত্তর : ইয়ামুসুক্রে [প্রশাসনিক রাজধানী আবিদজান]
প্রশ্ন :'প্রেম একটি লাল গোলাপ' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর :রশীদ করিম।
প্রশ্ন :'নেই আকড়া' কি অর্থ প্রকাশ করে?
উত্তর :একগুঁয়ে।
প্রশ্ন :'কল্লোল' পত্রিকাটি কত বছর চলমান ছিল?
উত্তর :সাত বছর।
প্রশ্ন :চীনের মুদ্রার নাম কী?
উত্তর :ইউয়েন।
প্রশ্ন :'ম্যাডোনা ১৯৪৩' হলো
উত্তর :শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম।
প্রশ্ন :মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
উত্তর :এনামেল।
প্রশ্ন :১৩ ডিসেম্বর ২০১০ কিউবা কি নামে নিজস্ব বিশ্বকোষ চালু করে?
উত্তর :ইকুরেড ।
প্রশ্ন :তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন
উত্তর :ইলা মিত্র।
প্রশ্ন :শুকতারা একটি
উত্তর :গ্রহ।
প্রশ্ন :'সবুজ গ্রহ' বলা হয়
উত্তর :ইউরেনাসকে।
প্রশ্ন :ক্লিওপেট্রা ছিলেন
উত্তর :মিসরের রানী।
প্রশ্ন :আমলাতন্ত্রের প্রবক্তা বলা হয় কাকে?
উত্তর :ম্যাক্স ওয়েবার।
প্রশ্ন :মাইকেল অ্যাঞ্জেলো কে ছিলেন?
উত্তর :ইতালির চিত্রশিল্পী।
প্রশ্ন :কাকে 'পুরস্কারের রানী' বলা হয়?
উত্তর :বারবারা স্টাইজেন্টকে।
প্রশ্ন :বাংলাদেশে পৌরসভার সংখ্য কতটি?
উত্তর :২১১টি [ডিসেম্বর ২০১০ পর্যন্ত]।
প্রশ্ন :মোঃ জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
উত্তর :উনিশতম।
প্রশ্ন :'চন্দ্র দ্বীপের উপাখ্যান' উপন্যাসটির রচয়িতার নাম কী?
উত্তর :আবদুর গাফফার চৌধুরী।
প্রশ্ন :'ওয়ারেন্ট' শব্দের অর্থ হচ্ছে
উত্তর :গ্রেফতারি পরোয়ানা।
প্রশ্ন :বিশ্বকাপ ক্রিকেটে এ পর্যন্ত কতটি দেশ অংশ নিয়েছে?
উত্তর :উনিশটি।
প্রশ্ন :ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর :পতুর্গাল।
প্রশ্ন :ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উত্তর :সিসমোগ্রাফ।
প্রশ্ন :কোন দেশের ভোটারদের ভোট দেওয়া বাধ্যতামূলক?
উত্তর :অস্ট্রেলিয়া।
প্রশ্ন :মরক্কো স্বাধীনতা লাভ করে
উত্তর :১৯৫৬ সালে।
প্রশ্ন :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্নিত আছে?
উত্তর :চারটি।
প্রশ্ন :উত্তরা গণভবন কে, কবে নির্মাণ করেন?
উত্তর :রাজা দয়ারাম রায়, ১৭৪৩ সালে।
প্রশ্ন :২০১০ সালের আদমশুমারি অনুযায়ী যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা কত?
উত্তর :৩০ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার ৫৩৮।
প্রশ্ন :১ জানুয়ারি ২০১১ কোন দেশ ইউরো মুদ্রা চালু করে?
উত্তর :এস্তোনিয়া।
প্রশ্ন :বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি কে আবিষ্কার করেন?
উত্তর :ড. শুভ রায়
প্রশ্ন :বাংলাদেশের সর্বশেষ গঠিত মন্ত্রণালয় কোনটি?
উত্তর :প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রশ্ন :বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর :ফরিদপুর।
প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
উত্তর :মেঘনা।
প্রশ্ন :২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের কতটি ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হবে?
উত্তর :৮টি।
প্রশ্ন :অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর :জুলিয়া গিলার্ড।
প্রশ্ন :হ্যামলেট নাটকটির রচয়িতা
উত্তর :সেক্সপিয়ার।
প্রশ্ন :ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা
উত্তর :২৭।
প্রশ্ন :দুধে কোন ধরনের এসিড থাকে?
উত্তর :ল্যাক্টিক।
প্রশ্ন :দাসপ্রথা বিলুপ্ত করেন কে?
উত্তর : আব্রাহাম লিংকন।
প্রশ্ন :ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কী?
উত্তর :মোসাদ।
প্রশ্ন :বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
উত্তর : চন্দ্রাবতী।
প্রশ্ন :আটত্রিশতম উত্তর অক্ষরেখা কোন দুটি দেশকে চিহ্নিত করে?
উত্তর :উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
প্রশ্ন :আন্তর্জাতিক আণবিক সংস্থা কবে ইউরেনিয়াম জ্বালানি ব্যাংক গঠনের প্রকল্প অনুমোদন করে?
উত্তর :৩ ডিসেম্বর ২০১০।
প্রশ্ন : রাশিয়া উদ্ভাবিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমার নাম কী?
উত্তর : ড্যাড অব অল বোম্বস।
প্রশ্ন : ২৬ জানুয়ারি ২০১০ পৃথিবী থেকে কোন ভাষাটি চিরতরে হারিয়ে যায়?
উত্তর : বো।
প্রশ্ন : সামাজিক ব্যবস্থা তত্ত্বের উদ্ভাবক কে?
উত্তর : ড. মুহাম্মদ ইউনূস।
প্রশ্ন : জাতীয় জন্মনিবন্ধন দিবস কবে পালিত হয়?
উত্তর : ৩ জুলাই।
প্রশ্ন : 'বীরবল' কোন লেখকের ছদ্মনাম?
উত্তর :প্রমথ চৌধুরী।
প্রশ্ন : বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার?
উত্তর :বিদ্যাসাগরের।
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয়?
উত্তর :মানসী।
প্রশ্ন : বাংলাদেশে প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত কে?
উত্তর : শরদিন্দু শেখর চাকমা।
প্রশ্ন : মারি বার্গাস কোন দেশের লেখক?
উত্তর :স্প্যানিশ।
প্রশ্ন : ২০১০ সালে মূকাভিনয়ের জন্য একুশে পদক লাভ করেন
উত্তর : শিল্পী পার্থপ্রতিম মজুমদার।
প্রশ্ন : 'দ্য হার্ট লকার' চলচ্চিত্রটির পরিচালক কে?
উত্তর : ক্যাথরিন বিকেলো।
প্রশ্ন : থাইল্যান্ডের বর্তমান রাজার নাম কী?
উত্তর :ভূমিবল আদুলাদেজ।
প্রশ্ন : ওয়েবসাইট 'উইকিলিস'-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ কোন দেশের নাগরিক?
উত্তর : অস্ট্রেলিয়ার।
প্রশ্ন : নেলসন ম্যান্ডেলার পুরো নাম কী?
উত্তর : নেলসন রোলিহলাহা ম্যান্ডেলা।
প্রশ্ন : মনমোহন সিং ভারতের কততম প্রধানমন্ত্রী?
উত্তর : চতুর্দশ।
প্রশ্ন : 'জীবন বিনিময়' কবিতাটি গোলাম মোস্তফার কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
উত্তর : বুলবুলিস্তান।
প্রশ্ন : রাজা শশাঙ্কের রাজধানী ছিল
উত্তর :কর্নসুবর্ণ।
প্রশ্ন :'গুলিস্তা' নামের মাসিক পত্রিকাটির সম্পাদক ছিলেন কে?
উত্তর :এস. ওযাজেদ আলী।
প্রশ্ন :ইরানের পুরনো নাম কী?
উত্তর : পারস্য।
প্রশ্ন : বিশ্বের কোন দেশের সাবেক প্রধানমন্ত্রীর সমর্থকরা 'লাল শার্ট' বাহিনী নামে পরিচিত?
উত্তর :থাকসিন সিনাওয়াত্রা [থাইল্যান্ড]
প্রশ্ন : কোন দেশের প্রেসিডেন্ট পদটি প্রতীকী?
উত্তর :ফিলিস্তিন।
প্রশ্ন : ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার কোন দেশের নাগরিক?
উত্তর :সুইজারল্যান্ড।
প্রশ্ন : ২০১০ সালে কোন বাংলাদেশি ম্যাগসেসে পুরস্কার পান?
উত্তর : এএইচ নোমান খান।
প্রশ্ন : অস্ট্রেলিয়ার আইনসভার নাম কী?
উত্তর :পার্লামেন্ট অব দ্য কমনওয়েলথ।
প্রশ্ন : বিশ্বের সবচেয়ে উন্নয়নশীল দেশ কোনটি?
উত্তর : চীন।
প্রশ্ন : ১১তম এসএ গেমসের মাস্কট কী?
উত্তর :কুটুম (দোয়েল)।
প্রশ্ন : রংপুর বিভাগ বাংলাদেশের কততম বিভাগ?
উত্তর : সপ্তম।
প্রশ্ন : বাংলাদেশে শহর ও নগরের সংখ্যা কত?
উত্তর : ৫২২টি।
প্রশ্ন : লিটল বাংলাদেশ কোথায় অবস্থিত?
উত্তর :যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।
প্রশ্ন : আফগানিস্তানের আইনসভার নিম্নকক্ষের নাম কী?
উত্তর : ওলেসি জিরগা।
প্রশ্ন :বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক কে?
উত্তর :রাষ্ট্রপতি।
প্রশ্ন : ওমান ও পারস্য উপসাগরের মধ্যে অবস্থিত
উত্তর :হরমুজ প্রণালী।
প্রশ্ন :বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি?
উত্তর :১০টি।
প্রশ্ন :'চলিষ্ণু অভিধান' বলে পরিচিত ছিলেন
উত্তর :ড. মুহম্মদ শহীদুল্লাহ।
প্রশ্ন :হাড় ও দাঁত শক্ত করে
উত্তর :ক্যালসিয়াম।
প্রশ্ন :'সারপ্লাস ভ্যালু অব লেবার' তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর :কার্ল মাকর্স।
প্রশ্ন :জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন
উত্তর :ট্রিগভ্যালি [নরওয়ে]।
প্রশ্ন :জাতীয় স্মৃতিসৌধের ফলক কতটি?
উত্তর :সাতটি।
প্রশ্ন :জাতীয় সংসদের প্রথম স্পিকার কে?
উত্তর :মোহাম্মদ উল্লাহ।
প্রশ্ন :বিশ্বের পার্লামেন্টারি শাসনব্যবস্থা প্রথম কোথায় প্রচলিত হয়?
উত্তর :যুক্তরাজ্য।
প্রশ্ন :তামা ও টিনের মিশ্রণে হয়
উত্তর :ব্রোঞ্জ।
প্রশ্ন : বিপ্লবী চে গুয়েভারা কোথায় নিহত হন?
উত্তর :বলিভিয়ায়।
প্রশ্ন :চিলি কোথায় অবস্থিত?
উত্তর :দক্ষিণ আমেরিকায়।
প্রশ্ন :বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা
উত্তর :ডব্লিউ এ এস ওডারল্যান্ড।
.................চলবে..........
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১১ দুপুর ১২:৩৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াত শিবির রাজাকারদের ফাসির প্রতিশোধ নিতে সামু ব্লগকে ব্লগার ও পাঠক শূন্য করার ষড়যন্ত্র করতে পারে।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৪৯


সামু ব্লগের সাথে রাজাকার এর সম্পর্ক বেজি আর সাপের মধ্যে। সামু ব্লগে রাজাকার জামায়াত শিবির নিষিদ্ধ। তাদের ছাগু নামকরণ করা হয় এই ব্লগ থেকেই। শুধু তাই নয় জারজ বেজন্মা... ...বাকিটুকু পড়ুন

হাওরের রাস্তার সেই আলপনা ক্ষতিকর

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:৫৯

বাংলা বর্ষবরণ উদযাপন উপলক্ষে দেশের ইতিহাসে দীর্ঘতম আলপনা আঁকা হয়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরের ‘অলওয়েদার’ রাস্তায়। মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ এই আলপনার রং পানিতে... ...বাকিটুকু পড়ুন

ছবির গল্প, গল্পের ছবি

লিখেছেন আরেফিন৩৩৬, ২৬ শে এপ্রিল, ২০২৪ রাত ৩:১৫



সজিনা বিক্রি করছে ছোট্ট বিক্রেতা। এতো ছোট বিক্রেতা ও আমাদের ক্যামেরা দেখে যখন আশেপাশের মানুষ জমা হয়েছিল তখন বাচ্চাটি খুবই লজ্জায় পড়ে যায়। পরে আমরা তাকে আর বিরক্ত না করে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালির আরব হওয়ার প্রাণান্ত চেষ্টা!

লিখেছেন কাল্পনিক সত্ত্বা, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:১০



কিছুদিন আগে এক হুজুরকে বলতে শুনলাম ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে নাকি তারা আমূল বদলে ফেলবেন। প্রধানমন্ত্রী হতে হলে সূরা ফাতেহার তরজমা করতে জানতে হবে,থানার ওসি হতে হলে জানতে হবে... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাসের কি প্রমাণ আছে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩১



এক অবিশ্বাসী বলল, বিশ্বাসের প্রমাণ নাই, বিজ্ঞানের প্রমাণ আছে।কিন্তু অবিশ্বাসের প্রমাণ আছে কি? যদি অবিশ্বাসের প্রমাণ না থাকে তাহলে বিজ্ঞানের প্রমাণ থেকে অবিশ্বাসীর লাভ কি? এক স্যার... ...বাকিটুকু পড়ুন

×