লাল কষ্ট, নীল কষ্ট,...... রূপালী কষ্ট...
আমি খুঁজে খুজে জল হয়ে যাই....
সমুদ্রে মিলাই যখন......
মেঘের ফাঁকে চাঁদ দেখেবি তখন।
চাঁদের আলোয় কষ্ট ভাসে...
আমিও যেন হারাই পরবাসে।
ও ভাই তুই আমার মুখটি দেখিস?
শত শত কাটি কুটি.....চোখ দুটি
আমি দেখতে গেলে পথ যে হারাই.....
পৃথিবী খুঁজি যখন.....
জলপতনের শব্দ পাবি তখন।
রোজ সকালে জীবন আসে
আমিও যেন ফুরাই নিরুদ্দেশে।
ও ভাই তুই আমার অপূর্ণতা জানিস?
তোর মনি যে কাঁদে নিরব ও নিঃশব্দে
হাসতে গেলে অশ্রু গড়ায়.....
কিছু বলি যখন...
অস্পষ্ট গোঙ্গানি শুনি তখন।
চোখের কোণে কান্না হাসে
আমিও যেন ছরাই বিন্যাসে।
ও ভাই তুই বোনকে বাসিস ভাল?
তোর বোন যে পৃথিবী জুড়ে....
পথে পথে ধর্ষিত হয়.....
প্রতিবাদী যখন......
অট্টহাসির আঁধার ঘিরে তখন।
আঁচল দিয়ে আবৃত আকাশে
তোর বোনেরা ভয়ে মরে ত্রাশে।
ও ভাই তুই কি তোর কাজটি জানিস?
তুই পরবি রক্ষা কবচ...
মুখে এনে প্রত্যয়......
বোন অসহায় যখন....
থাকবি পাশে তখন।
শক্ত হাতে রুখবি শকুন দেশে
বোন নিরাপদ হবে অবশেষে।
উৎসর্গ:
পৃথিবীর সকল ভাই এবং যে ভাইটির বিশেষ অনুরোধে এই কবিতার সৃষ্টি
Masum Jamaddar Shohag ।
তানিয়া হাসান খান
সময়: সন্ধ্যা ৫:৩০ মি.
তারিখ: ৮/১/১৩ ইং
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




