রাগ ইমনের বহু কমেন্ট আর পোস্টের মুগ্ধ পাঠক ছিলাম। আজকে মনে হল, ওর কি হিস্টিরিয়া হলো? (পাহাড়ে ওর অনেক জমি না তো?)
এই পোস্টটায়
পাহাড়ের কান্না যে আগুন জ্বালিয়েছিলেন শেখ মুজিব, তাতে ঘি ঢেলেছেন জিয়া, ফু দিচ্ছেন খালেদা, ষড়যন্ত্রে পাকা খেলোয়ার আছে একটি বাহিনী, আছে বাঙালি নামে একদল পরগাছা সেটেলার শিখন্ডি। শেখ হাসিনা কি তা নিভাতে পারবেন? আমার দুটো প্রস্তাব
ইমনের কমেন্টগুলো পড়ে ওগুলোর একটা সঙ্কলন না করে পার্লাম না। পি. মুন্সীর বিষয়ে কমেন্ট করলাম না, তার এই সঙ্কীর্ণতার উর্ধে ওঠার আশা খুবই কম।
ইমনের প্রায় সবগুলো কমেন্টের দারুণ উত্তর দিয়েছেন পোস্টদাতা। কিন্তু আমার লক্ষ্য ইমনের হিস্টিরিয়াগ্রস্ত কমেন্টগুলো।
তো দেখেন নিচে, বোল্ড করার দায় আমার, একেকটা একেক কারণে বোল্ড করা:
রাগ ইমন বলেছেন: খুব ই ভালো পোস্ট , তাতে কোন সন্দেহ নাই । কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হলো না ।
পার্বত্য চট্টগ্রাম এলাকাটা কি বাংলাদেশের বাইরে? বাংলাদেশের রাষ্ট্রীয় আইন বাংলাদেশের প্রতিটি এলাকায় প্রযোজ্য হলে , পার্বত্য চট্টগ্রামে হবে না কেন?
পাহাড়িরা কলেজ, বিশ্ববিদ্যালয় , স্কলারশীপ ইত্যাদি " বিশেষ এবং অতিরিক্ত সুবিধা গুলো নেওয়ার" সময় এর বিরুদ্ধে আন্দোলন করে না কেন?
পিছিয়ে পড়া জনগোষ্ঠী কি কেবল পাহাড়েই আছে , বাংলাদেশের অন্য কোথাও নেই? তাদের সবাইকে বঞ্চিত রেখে বেছে বেছে কেবল পাহাড়িদের বিশেষ শাসন ও সুবিধা দিলেই মানবাধিকার রক্ষা হয়?
ঢাকার সাথে বাংলাদেশের আর অন্য কোন শহরের কোন মিল পাই নাই । ঢাকা যদি স্বায়ত্ব শাসন দাবী না করে , তাহলে পার্বত্য চট্টগ্রাম কেন? কিংবা সিলেট , নোয়াখালি , কুড়িগ্রাম নয় কেন?
পাহাড়ীরা যদি নাগরিকত্বের বলে বাংলাদেশের যে কোন এলাকায় জমি কিনতে পারে , ঘর বাড়ি বানাতে পারে , তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে পার্বত্য চট্টগ্রাম এলাকায় আমি বা আমার মত কেউ কেন জমি কিনতে , আবাদ করতে, বাস করতে পারবে না ?
পাহাড়িরা " বাংলাদেশ নামক ভূখন্ডে বিশ্বাস করে কিনা?"
আমি যশোরিয়া , ঢাকাইয়া, সিলটি, নোয়াখাইল্লা , দিনাজপুরিয়া হয়ে যদি বাংগালী হইতে পারি , তাহলে পাহাড়ি সংস্কৃতি ও ধর্ম বজায় রেখে তাদের বাংগালী , মতান্তরে বাংলাদেশী হইতে সমস্যা কোথায়?
সংঘাতটা কি আসলে জাতি বনাম জাতি , নাকি, রাজতন্ত্র বনাম গণতন্ত্র ?
তবে , এইটা ঠিক , রাজনৈতিক দল, পাহাড়ি নেতা কিংবা বিদেশী " ইউনিয়ন" , কেউই বাংলাদেশের মানুষের স্বার্থ দেখে না । মানুষদের শান্তি চায় না । তারা কেবল ব্যক্তিদের স্বার্থসিদ্ধিতে ব্যাস্ত।
****
রাগ ইমন বলেছেন: জমির মালিকানা বিষয়টা পরিষ্কার করার জন্য অনেক ধন্যবাদ । সামাজিক মালিকানা যে সমান অধিকারের ভিত্তিতে ভোগ হয়নি বা হয় না সেইটা পাহাড়িদের ভিতরে নেতা ( চীফ বা মন্ত্রি) ইত্যাদির পাজেরো হাকানো দেখলে বুঝতে পারি । তাও যদি সেইটাই পাহাড়িদের পছন্দ হয়ে থাকে , আমার আপত্তি নাই।
সুন্দরবনকে সংরক্ষণ করা , পার্বত্য চট্টগ্রামের প্রকৃতিকে সংরক্ষণ করা আর সেখানে বসবাসকারী মানুষের জীবন যাত্রাকে " বিশেষ স্বীকৃতি ও সুবিধা" দিয়ে সংরক্ষণ করা যে এক জিনিস নয় , এইটা কিন্তু আপনিও বুঝেন !
একই নীতিতে বাংলাদেশের পুরানো রাজাদের সংরক্ষণ করবেন আপনি? রাজাদের দাস দাসীদের? তারাও তো শত শত বছর ধরে এই রাজতন্ত্র ধারন ও বহন করে আসছে। সংখ্যায় এই রাজারাও একেবারেই ক্ষুদ্র জনগোষ্ঠী
হিসেবটা একটু গোলমেলে , তাই না? পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা কেউই সেখানের আদিবাসী নয় , যেইটা তাদের বানানোর চেষ্টা চলছে আজকাল । বরং এই অঞ্চলে আমাদের ইতিহাস ২০০০ বছরের পুরানো । আমরাই আদিবাসী । এখন যদি আমরা বলে বসি , আমরা জনমানবহীন , শুধু পশুপাখি সমৃদ্ধ " আদি পর্বত , চট্টলা " চাই? সেইটা কি সংরক্ষণের নীতিতে পড়বে?
সুন্দরবনে সংরক্ষণের নীতিমালায় বনকে রক্ষার চেষ্টা করা হয় । বনরক্ষা না হলে সারা বাংলাদেশ মারা পড়বে ।
পার্বত্য উপজাতি কিংবা পাহাড়ি জীবনযাত্রার সাথে বাংলাদেশ রক্ষার কি সম্পর্ক?
বরং পাহাড় রক্ষার জন্য অবিলম্বে ঐখান থেকে সমস্ত মানুষ ( পাহাড়ি, আবাদি সবসহ ) সরিয়ে নেওয়া উচিত । আপনার পরিবেশ বিজ্ঞান কি বলে?
মানুষের বসবাস -ই কি পাহাড় এবং বনের প্রকৃতির জন্য সবচেয়ে বড় হুমকি নয়?
আমাদের বড় কনসার্ন হচ্ছে সংখ্যাগরিষ্ঠ বাঙালির চাপে ক্ষুদ্র জাতি গোষ্ঠী না লুপ্ত হয়ে যায়।
সাঁওতাল কিংবা গারো এর ভিতরে পড়ে না?
দিনাজপুর কিংবা ময়মনসিংহে স্বায়ত্ব শাসন দরকার নেই কেন?
রাজনৈতিক ও ভৌগলিক ভাবে চরম গুরুত্বপূর্ণ পার্বত্য চট্টগ্রাম নিয়ে " ক্ষুদ্র জনগোষ্ঠী" রক্ষাকারীদের কান্না কাটি দেখে আমার চোখে কেন জানি জল আসে না ।
কারণ পিছনের আন্তর্জাতিক রাজনীতি , গোষ্ঠী স্বার্থ ও বিভিন্ন ভন্ডামির চিত্রগুলা ধরা পড়ে যায় । এই সব রাজায় রাজায় যুদ্ধে পাহাড়ি ও আবাদি দুই দলই অসহায় ভাবে মারা পড়ে , বিভ্রান্ত হয় , ব্যবহৃত হয় । চিরকালই নেপোরা দই মেরে নিয়ে যায়।
ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুরকে ভেঙে স্বাধীন করে দেওয়ার কলকাঠি যেই ব্যক্তিটি নেড়েছিলেন , ইদানিং তাকে সকাল বিকাল বিবৃতি দিতে দেখি তো , তাই চোখের জল শুকিয়ে সেখানে সন্দেহের আগুন দানা বেধে উঠতে দেরী হয় না ।
কথা গুলো ভেবে দেখবেন। আশা করি।
****
রাগ ইমন বলেছেন: কৌশিককে দেওয়া মন্তব্য , প্রাসঙ্গিক অংশ এখানেও দিলাম।
---------
মানুষের মৃত্যু কি খুব মজার জিনিস?
পাহাড়িরা শান্তি বাহিনী গঠনের পরে সেইখানে কতজন সেনা অফিসার গুম আর খুন হয়েছে, সেই হিসাব আছে আপনার কাছে? কত বাঙ্গালী পাহাড়িদের ঠকিয়ে জমি নিয়ে নিয়েছে সেই হিসাব আছে? কত পাহাড়ি বাঙ্গালী নিধনে আর কত বাঙ্গালী পাহাড়ি নিধনে ব্যস্ত ছিলো সেই হিসাব আছে? সাধারণ পাহাড়ি আর সাধারণ বাঙ্গালী ( পড়ুন আবাদি) দেরকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে কত পাহাড়ি নেতা, বাঙ্গালী রাজনীতিবিদ , জামাত শিবির ইত্যাদি ফায়দা লুটতেছে , সেই খবর আছে আপনার কাছে?
পার্বত্য চট্টগ্রামের অশান্তি বজায় রাখার কাজটা জামাত শিবির , ইন্ডিয়া আর কিছু বাংলাদেশী চোরাচালানকারী রাজনৈতিকি নেতারা কি ভাবে জারি রাখার চেষ্টা করে সেই খবর রাখেন?
খালি আবেগে আপ্লুত হয়ে ছাগলের তিন নম্বর বাচ্চার মতন লাফাইলে হবে?
এতদিন আর্মি থাকাতে আবাদিরা ত্রাস চালিয়েছে । এইবার আর্মি সরে এলে পাহাড়িরা শুরু করেছে পুরনো সন্ত্রাস । খালি এক পক্ষের খবর দেন কেন?
সীমানায় আর্মি, বি ডি আর পোস্ট না থাকলে সীমান্ত রক্ষা হবে কি করে?
পাহাড়িদের ক্ষেপিয়ে রাখলে সীমান্ত ও শান্তি রক্ষা হবে কি করে?
আবাদিদের পুনর্বাসন না করলে তারাই বা যাবে কোথায়?
পার্বত্য চট্টগ্রাম একটা রাজনৈতিক সমস্যা । সমাধান ও হতে হবে রাজনৈতিক ভাবেই । অস্ত্র দিয়ে এর সমাধান জীবনেও হবে না । আরেকটা ২৫শে মার্চ হবে শুধু ।
অস্ত্রের ঝনঝনানি বন্ধ হোক । সবাইকে নিয়ে এক সাথে বসে এর গ্রহনযোগ্য সমাধান হোক।
*****
রাগ ইমন বলেছেন: পি মুন্সী ভাই,
আপনার মন্তব্যের গুরুত্ব বিবেচনা করে কপি করে নিয়ে গেলাম। শেয়ার করতে পারি। ফেস বুকে । নতুন পোস্ট হিসেবে দিতে অনুরোধ করছি । আপনি না দিলে আমিই দেব।
এক চক্ষু বিশিষ্ট পন্ডিত ও মানবতাবাদীদের চোখ না খুললে , আখেরে ভীষণ বিপদে পড়তে হবে আমাদের।
এলাহি ভাই, আমার মন্তব্যেও লর্ডের কর্মের ইঙ্গিত ছিলো , আপনি সযতনেই এড়িয়ে গেছেন । জানি না কেন । কোন মতলব খুঁজতে খারাপই লাগে।
*****
মুন্সীর ভাষ্যমত ইমন আসলেই লেগে ছিলেন। দারুণ গণতান্ত্রিক, সংস্কারমুক্ত এবং নারীর প্রশ্নে দৃঢ় একজন ব্লগার, বহু বিবেচনাতেই যিনি দেশের অগ্রসর মানুষদের একজন, জাতি প্রশ্নে তার কমেন্টের সংকলন এটা। এই আপাতত শেষ। পরে দেখি এইগুলার একটা পর্যালোচনা করা যায় কিনা।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



