কি নিপুন হাতেই দ্যাখো দিব্বি খুলে দিলে বাঁধন!
কালে কালে যা বেঁধেছিলে একান্ত বিশ্বস্ত ব্যক্তিগত
মন-খারাপের দু-হাতে, দু-পায়ে।
পাঁজরে লেগে থাকা নিগূঢ় ব্যাধিতে
গোপনে গড়েছিলে আড়াল একদিন।
কেউ জানবেনা জানবেনা করে মিথ্যে প্রহসনের
ভুল ভেঙ্গে আজ নিজেই ঝটকা টানে ছিড়ে নিলে
মিথ্যে মিথ্যে ভালো থাকার ছল!
ভুল করে ভুল মানুষে অপদার্থ অনুরাগের ভয়ানক দাহন
আঘাতে আঘাতে গুড়ো হলো সুতীব্র আর্তনাদে।
এপারে ওপারে সেকি উথাল পাথাল আস্ফালন সমস্তটা জুড়ে!
মুখচেপে ধরা রুদ্ধশ্বাস ব্যথা ব্যথা অনুভূতি।
হিম হিম বিমর্ষ হৃদয়ে কেবল থেকে থেকে বেজে চলে
কবেকার প্রত্যাখ্যাত মুমূর্ষু বিবেকের আকন্ঠ হুঁশিয়ার,
"মায়াবতী! মায়া বাড়িও না !"
ছবি- গুগল
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫