গতকালকেই নিউইয়র্কে বইটি বিক্রি হয়েছে ১৪।২ মিলিয়ন মার্কিন ডলারে। সাধারণ একটি বই। তবে এক বিশেষ কারণে অসাধারণ।
The Bay Psalm Book,( a translation of biblical psalms ) বইটি ১৬৪০ সালে ক্যামব্রিজ, ম্যাসাচুসেটস থেকে পাবলিসড হয়।
বইটির অনেকগুলো পৃষ্টাই ছেড়া। ঠিকমতো পড়া যায়না। আর বইটি অকশনে বিক্রি হতে সময় লেগেছে মাত্র ১ মিনিট। কিনে নিয়েছেন আমেরিকার বিলিওনীয়ার David Rubenstein ।
তিনি বলেন, বইটি মানুষের সামনে প্রদর্শনের জন্য বিভিন্ন লাইব্রেরীতে বইটি রাখার অনুমতি দিবেন।
কী আছে এ বইটিতে-
আমেরিকায় প্রথম ছাপা হওয়া ১১টি কপির মাঝে এটি একটি। বাকি ৮ টি কপি'র কোনো হদীস নাই। ১টি আছে ইয়েল ইউনিভার্সিটি আর আরেকটি আছে হার্ভাড ইউনিভার্সিটি'র লাইব্রেরীতে।
নীচে বইটির ছবি দেখে তৃষ্না মিটানঃ
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


